টিকে থাকতে হলে আর্জেন্টিনাকে পেরোতে হবে ক্রোয়েশিয়া হার্ডল

0

প্রতিবারের মতো এবারও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বিশ্বকাপের আসর। ছোট দলগুলোর কাছে নাকানী চুবানী খেয়েছে অনেক রুই কাতলা রা। তার মধ্যে প্রথমেই উঠে আসবে আর্জেন্টিনার নাম। নবাগত আইসল্যান্ডের সাথে ড্র করে গ্রুপ ডি কে করে তুলেছে আরো উত্তেজনাপূর্ণ। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটির দিকে এখন তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

নিঃসন্দেহে গ্রুপ ডি’র সবচেয়ে ফেবারিট টিম আর্জেন্টিনা। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়ে গঠিত দলটি শিরোপার অন্যতম দাবিদার। দলে আছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, দিবালা, হিগুয়েন, ডিমারিয়া, মাশ্চেরানো, ওটামেন্ডির মতো তারকা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের সাথে ড্র করে বসে গত বিশ্বকাপের ফাইনালিস্ট রা। দলের মূল তারকা মেসি দলকে জয়সূচক গোল এনে দেয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন, তার নেয়া পেনাল্টি ফিরিয়ে দেন আইসল্যান্ডের গোলকিপার। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে। পরবর্তী রাউন্ডে যেতে চাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাড়ানোর কোন বিকল্প নেই। মুখিয়ে আছেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ঘুচিয়ে নিতে চান সেই দুঃখ।

মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া;Source:inews.co.uk

সম্ভাব্য একাদশঃ

আর্জেন্টিনাঃ

  1. ক্যাবালেরো
  2. ওটামেন্ডি
  3. মার্কাডো
  4. টাগ্লিয়াফিকো
  5. সালভিও
  6. মাশ্চেরানো
  7. মেজা
  8. আকুনা
  9. মেসি
  • আগুয়েরো
  • প্যাভন
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়াঃ

  1. সুবাসিচ
  2. লভরেন
  3. ভিদা
  4. ভারসালকো
  5. স্ট্রিনিচ
  6. রাকিটিচ
  7. বাদেলজ
  8. ব্রোডোভিচ
  9. মদ্রিচ
  • পেরিসিচ
  • মাঞ্জুকিচ
ক্রোয়েশিয়া সম্ভাব্য একাদশ

সাম্প্রতিক পারফরম্যান্সঃ

সর্বশেষ ৯ ম্যাচের ৫ টিতে জয়, ২ টি ড্র, বাকি ২ ম্যাচ হেরেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনাই করেছে তারা। সর্বশেষ ৪ ম্যাচের ৩ টিতেই জয়লাভ করেছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভালো অবস্থানেই আছে ক্রোয়েশিয়া।

সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ৪ টিতে জয় আর্জেন্টিনার। ৪ ম্যাচ ড্র, বাকি ২ ম্যাচ হেরেছে তারা। যার মধ্যে একটি ম্যাচ ৬-১ এ হেরেছে স্পেনের কাছে।  বিশ্বকাপের প্রথম ম্যাচেও হোচট খেয়েছে তারা। সর্বশেষ ৪ ম্যাচের দুটিতে জয়, ১টি ড্র অন্যটিতে পরাজিত হয়েছে তারা। সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার।

ফর্ম বিবেচনায় তাই কিছুটা এগিয়ে থাকবে ক্রোয়েশিয়া।

হেড টু হেডঃ

  • এর আগে দুইদল সর্বমোট ৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২ বার, ক্রোয়েশিয়া ১ বার, ইন্য মাচটি ড্র হয়।
  • ক্রোয়েশিয়ার সাথে শেষবারের দুই দেখাতেই গোল পেয়েছেন লিওনেল মেসি। সেই ধারা এই ম্যাচেও অব্যাহত রাখতে চাইবেন তিনি।
  • মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসির ফর্মও আর্জেন্টিনার জন্য প্লাস পয়েন্ট।

দলের মূল তারকাঃ

আর্জেন্টিনার মূল তারকা কে হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। দলের মধ্যমণি এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার সেরা দিতে পারেননি প্রথম ম্যাচে। ফলস্বরূপ তার দল পা হড়কায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই নিজের সেরাটা দিতেই মুখিয়ে আছেন তিনি। ম্যাচের মোড় ঘুড়াতে কয়েক মিনিটের মেসি ম্যাজিকই যথেষ্ট। আর্জেন্টিনার হয়ে আরো জ্বলে উঠতে পারেন সার্জিও আগুয়েরো। দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারের উপর নির্ভর করবে অনেক কিছু।

আর্জেন্টিনাকে জিততে মেসি আর আগুইয়েরো দুইজনকেই জ্বলে উঠতে হবে

ক্রোয়েশিয়ার মূল শক্তি তাদের মাঝমাঠ। তাই মাঝমাঠের তারকাদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে তাদের ম্যাচের ফলাফল। সেক্ষেত্রে দলের মূল তারকা হয়ে উঠতে পারেন মদ্রিচ, রাকিটিচ কিংবা পেরিসিচ। সেই সাথে মাঞ্জুকিচ সুযোগগুলো ঠিক ভাবে কাজে লাগাতে পারলে আর্জেন্টিনাকে আরেকটি অঘটনের মুখ দেখতে হতে পারে।

রাকিটিচ আর মদ্রিচকেই সামলাতে হবে ক্রোয়েশিয়ার মধ্যমাঠ; Source: Goal.com

সর্বোপরি, গ্রুপ ডি’র সমীকরণ অনেকাংশেই নির্ভর করবে এই ম্যাচের উপর। পিছিয়ে পড়া আর্জেন্টিনার জন্য এটাই সুযোগ ঘুড়ে দাড়ানোর। অন্যদিকে ক্রোয়েশিয়াও চাইবে এই ম্যাচ জিতেই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে। আক্রমণাত্বক ফুটবলে বিশ্বাসী দুই দলের এই উপভোগ্য লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।

 

Reference:

  • Fifa.com
  • Dailymail.com

ইতিবৃত্ত

Leave A Reply

Your email address will not be published.

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More