একজন মাদ্রিদস্তার চোখে জিদানের বিদায় এবং জিদান বিহীন রিয়াল মাদ্রিদের ভবিষ্যত

141

সময় ৩০শে মার্চ, ২০১৮। অন্যান্য দিনের মত খুবই সাধারণ একটা দিন ছিল মাদ্রিদে। ঝড়ের কোন পূর্বাভাসও ছিল না। তাছাড়া টানা ৩ বার উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতে মাদ্রিদ পরিবারের মধ্যে সুখের আবহও বইছিল। এমনই এক সময়ে হঠৎ জিদান সব সাংবাদিককে অনুরোধ করে দুপুর ১টায় প্রেস কনফারেন্সে আসতে। প্রথম দিকে মনে হয়েছিল সম্ভবত রোনালদোর ভবিষ্যত আর মাদ্রিদের এই সিজনে ট্রান্সফার পলিসি নিয়ে এই সম্মেলন হবে। কিন্তু আসতে আসতে ভিতরে থেকে খবর আসতে থাকে জিদান পদত্যাগ করবে। তারপরেও মাদ্রিদস্তারা এইটাকে গুজব বলেই উড়িয়ে দেয় । সদ্য স্বপ্ন দেখতে শুরু করা মাদ্রিদস্তাদের জন্য কোনভাবে এইটা বিশ্বাস করা সম্ভব ছিল না যে জিদান পদত্যাগ করতে পারে। তাছাড়া মাদ্রিদের পরিস্থিতি এতটাই শান্ত ছিল যে, মাদ্রিদস্তাদের মনে কোন রকম সন্দেহই ছিল না এই রকম কিছু হতে পারে।

জিদানের বিদায়
Source: Times LIVE

সময় ১টা। জিদান পেরেজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসে। কোন রকম ভণিতাই না গিয়েই জিদান বলে বসে,”পরবর্তী সিজন থেকে মাদ্রিদের ডাগ আউটে আমি আর থাকছি না।” বিনা মেঘে বজ্রপাতের মত এসে ঠেকে এইটা সকল ফুটবলপ্রেমীদের কাছে। মাদ্রিদস্তারাও তো বিশ্বাসই করতে পারছিল না ,এইটা কি হল। স্বপ্ন দেখতে শুরু করার আগেই স্বপ্নভঙ্গ??? এইও কি সম্ভব। জিদান ছাড়বে মাদ্রিদ?? শুধুমাত্র কি মাদ্রিদস্তা? সকল ফুটবলপ্রেমীর কাছে এই যে এটম বোম ফাটানোর মত খবর।  

জিদানের বিদায়
Source: sports.ndtv.com

সংবাদ সম্মেলনে পেরেজের মুখটা ছিল দেখার মত। এতটা হতাশাগ্রস্থ, বিষাদগ্রস্থ পেরেজকে কখনো কেউ দেখেছিল কিনা কেউ বলতে পারবে না। তার চেহারা পরতে পরতে ফুটে উঠছিল বেদনার যাতনা। দেখে মনে হচ্ছিল কেউ যেন তার কলিজা ধরে টান দিচ্ছে। সারাটা জীবন এই পেরেজই সবাইকে স্যাক করে এসেছে। কখনো একবারের জন্যেও তাদের জন্য তার মনে সহানুভুতির সৃষ্টি হয়নি। ভাগ্যের নির্মম পরিহাসে সেই পেরেজই আজকে মুদ্রার উলটো পিঠটা দেখে নিল। দেখে নিল কেন জিদানকে চ্যাম্পিয়ন বলা হয়। একজন বিলনিওয়ার হওয়ার পরেও আজ সে অসহায়। কোনভাবে যে সে বিশ্বাস করতে পারছিল না। এইভাবে যে সব কিছু হবে সে নিজে ও যে কল্পনা করেনি। “জিদান যখন আমাকে গতরাতে কল করে আমি ভেবছিলাম সে ট্রান্সফার নিয়ে কথা বলবে।আমার একবারেও মনে হয়নি, সে চলে যেতে পারে। আমরা তার পারফরম্যান্সে খুশিও ছিলাম। জিদান জানে আমি তাকে কতটা ভালবাসি। একজন শুভাকাঙ্খী হয়ে আমি সবসময় তার পাশে থাকতে চেয়েছি।” এতটা অসহায় পেরেজকে কি আগে কখনো দেখা গিয়েছে? পেরেজ নিজে চাচ্ছে তার কোচ থেকে যাক, এমনটা কি নিকট অতীতে কোন মাদ্রিদস্তা দেখেছে?  

ফিরে যাই এই বছরের ফেব্রুয়ারীতে। রিয়াল বেটিসের সাথে এওয়ে ম্যাচে কোন এক সাংবাদিক তাকে জিজ্ঞাস করে, এসেনসিও কে দলে না রাখার কারণ কি? জিদান তার ক্যারিয়ারে প্রথমবারের মত কিছুটা বিরক্ত হয়। তার উত্তর ছিল, “প্রতিটা সপ্তাহে আমি আপনাদের এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত। এই সপ্তাহে মার্কো। গত সপ্তাহে ছিল ইস্কো। অন্যান্য সময় থাকে সেবায়েস। আপনারা এইটা কেন বোঝার চেষ্টা করেন না যে, একটা ম্যাচে শুধু মাত্র ১১ জন খেলতে পারে। আমি চাইলেও ৭-৮ জন কোয়ালিটি প্লেয়ার অবশ্যি বেঞ্চে বসে থাকতে হবে। প্লেয়ার সময়মত সুযোগ পাবে। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে সবাই একই রকম সুযোগ পাবে না। এইটাই ফুটবল।” জিদানের মনে এই যে চাপা ক্ষোভ কিংবা অভিমান যে ছিল সেইটা প্রকাশ পায় তার গতকালের সংবাদ সম্মেলনেও। “আমি কোচিং এর ব্যাপারে এখনো আগ্রহী। তবে মাদ্রিদের জন্য মনে হয় না।”

Source: www.skysports.com

মার্চ মাস। লীগ থেকে অলরেডি ছিটকে পড়েছে মাদ্রিদ। এইদিকে কোপা দেল রেতে হারার পর সংবাদমাধ্যমে জিদানের মুন্ডুপাত চলছে। মাদ্রিদ ফ্যানবেজ থেকে উঠেছে জিদানকে স্যাক করার রব। অথচ তারা ভুলে গেল, এই মানুষটিই কিছুদিন আগে ইতিহাস গড়েছে। প্রথমবারের মত ব্যাক টু ব্যাক উয়েফা চ্যাম্পিয়নস লীগ। তার সাথে লীগ জয় তো আছেই। এর ৬ মাসের মধ্যেই সব কিছু পরিবর্তন। সমর্থকদের দাবী, তার অতিরিক্ত স্বজনপ্রীতি, মুখস্থ একাদশ আর  ক্রস ট্যাকটিসই লা লিগা পরাজয়ের একমাত্র কারণ। পিএসজির সাথে উয়েফা চ্যাম্পিয়নস লীগ এ তার ম্যাচটি ছিল অনেকটা কোনভাবে চাকরী টিকিয়ে রাখা যায় কিনা শেষ চেষ্টা। আর এই জন্য ম্যাচ শুরু আগে সাংবাদিকদের প্রথম প্রশ্ন, “আপনি কি আপনার মাদ্রিদের ভবিষ্যত নিয়ে চিন্তিত?” জিদান আবারো বিরক্ত। কোন রকম রাখ ডাক না রেখেই বলে দিল, “না আমি মোটেও আমার ভবিষ্যত নিয়ে চিন্তিত নয়। আমি মাদ্রিদকে ভালবাসি।” তবে দলের কাপ্তান রামোসের মুখে শুনা গেল ভিন্ন কথা, “শুধুমাত্র জিদানই জানে সে পরবর্তী সিজনে কি করবে। এমনও হতে পারে সে জিতবে কিন্তু তারপরেও আমাদের ছেড়ে চলে যাবে”। কথাটা খুবই পরিস্কার। জিদান হয়ত ততদিনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এইটাই মাদ্রিদে তার শেষ সিজন। আর এইটা নিয়ে যে সে রামোসের সাথে কথা বলেছে এইটাও পরিষ্কার তার সংবাদ সম্মেলনে। “আমি সবার আগে এই ব্যাপারে রামোসের সাথে কথা বলি। পরবর্তীতে সে আমার সিদ্ধান্তকে স্বাগত জানায়।” আর লেগানেসের কাছে হারটি তাকে কতটা কষ্ট দিয়েছে বোঝা যায় তার এক কথাতে, “মাদ্রিদের হয়ে আমার সব থেকে কষ্টকর মূহুর্ত হল লেগানেসের সাথে হোম ম্যাচ হারা”। অকপটে স্বীকারক্তি।সবাই জানে, মাদ্রিদ হেরেছে কিন্তু কেউ একবারও দেখার চেষ্টা করল না সে কাদেরকে সুযোগ দিয়েছিল। হয়ত সে নিজের মত করে দলটাকে  গড়ে তোলার চেষ্টা করছিল কিন্তু দল গড়ার জন্য যে সার্পোটটুকু দরকার তা সে কখনো পাইনি। তার প্রতিটা কাজেই সে প্রশ্নবিদ্ধ হচ্ছিল ওই সময়। মাদ্রিদে সব ট্রফিই দরকার। কেন বা কি কারণে হেরেছে তারা এই সব শুনতে চাই না। আর জিদান নীতি অনুসারে মাদ্রিদের পক্ষে সব ট্রফি জিতবে এমনটা বলাও সম্ভব না। এই অবস্থাটাই সে বর্ণনা করে, “আমার মনে হয় এই দলে কিছু পরিবর্তন দরকার। নতুন কোন চিন্তা দরকার। নতুন কোন ভয়েস।”

Source: Daily Express

উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল। চাকরী বাঁচানোর লড়াই। ডাগআউটে সব থেকে নিশ্চিন্তে আছে জিদান।কারো বোঝার উপায় নেই তার মাথায় কি চলছে। এত পাহাড়পর্বত প্রেশার নিয়েও সে খেলাটাকে উপভোগ করছে সাধারন দর্শকের মতই। বেঞ্জুর গোলে সে যতটা না খুশি তার থেকে সে বেশি উচ্ছলিত বেলের গোলে। এইটাই হল জিদান। সে তার খেলোয়াড়ি সত্তাকে এখণ ভুলে যেতে পারেনি। আর এই জন্যি হয়ত সে এখনও খেলোয়াড়দের প্রিয় “জিজু”। ম্যাচ শেষে প্রথম বোম ফাটাল রোনালদো। সে জানাল, “সে তার ভবিষ্যত নিয়ে এক সপ্তাহের মধ্যে কথা বলবে।” অন্যদিকে ম্যাচ জয়ের অন্যতম নায়ক বেলও জানাল,”প্লেয়িং টাইম না পেলে সে এই বিরতিতেই তার এজেন্টের সাথে কথা বলবে।” মোট কথা প্রথমবারের মত দলের ঐক্যতা নিয়ে প্রশ্ন উঠল। বোঝা গেল, কিছুটা হলেও দলের ড্রেসিংরুমে সমস্যা দেখা দিয়েছে। গুজব শোনা গেল, পেরেজ চাই প্লেয়ার কিনতে।পেরেজ চাই বেল থাকুক। কিন্তু জিদান চাই রোনালদোকে নিয়েই আরেক সিজন কাটাতে। দুইজনের মধ্যে মনমালিন্য বিধ্যমান। কতটা সেইটা বোঝা না পেলেও জিদানের বিদায়ে সব প্লেয়াররা যখন তাকে কনগ্রেটচুলেশন জানাতে ব্যস্ত সোশিয়াল নেটওয়ার্কে। সে জায়গায় বেলের কোন এক্টিভিটিই পাওয়া গেল না। স্কোয়াডে একমাত্র খেলোয়াড় হিসেবে ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও বেলের কোন শুভেচ্ছাবার্তা নেই জিদানকে নিয়ে। পরিষ্কার বোঝা যাচ্ছে, দুইজনের মধ্যে কিছুটা শীতল সম্পর্ক বিরাজ করছে। জিদানের কথাবার্তায় অবশ্য এই সবের কোন গুরুতে নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে এইসব সম্ভবনাকে “না” বলেই উড়িয়ে দিয়েছে।

SOurce: al-ayyam.com

জিদানের স্কোয়াড় চিন্তা করলে দেখা যাবে সবার গড় বয়স ২৯-৩০ এর কাছাকাছি। আমারই এক লেখাতে আমি বলেছিলাম, পরবর্তী সিজনে জিদানের সব থেকে বড় সমস্যা  হবে এজিং রোনালদো আর রামোসের সমস্যার সমাধান করা। হ্যা, এই জন্যি হয়ত কতৃপক্ষ চাচ্ছিল নতুন কাউকে আনতে যাকে কেন্দ্র করে গরে উঠতে পারে আবার রিয়াল। কিন্তু জিদান এই ট্রাঞ্জিশন পিরিয়ডে থাকতে চাই না। কারণতা বোধগম্য। হঠাৎ করে, নতুন খেলোয়াড় আনা হলে জিদান সিস্টেমে মানিয়ে নিতে কষ্ট হবে। রিস্ক থাকবে ট্রফিশূন্য থাকারও। তাই কথা হল, মাদ্রিদ কি আদৌ প্রস্তুত ট্রফিশুণ্য সিজন কাটাতে? উত্তর হল, না। মাদ্রিদস্তাদের যে পরিমাণ চাহিদা তাতে এইটা পরিস্কার একটা ট্রফিশুণ্য সিজন গেলে তারা জিদান কেন জিদানের থেকে বড় কেউ আসলেও তার মুন্ডুপাত করতে ছাড়বে না। জিদান একজন প্রাক্তন খেলোয়াড়। মাদ্রিদ কালচার সে ভালভাবেই জানে। সে দেখেছে খেলোয়াড়দের অফ ফর্মে তাদের উপর সমর্থকগোষ্টী কি পরিমান চাপ সৃষ্টি করে। তাই যে ভিলেনের মত বিদায় হবার থেকে চ্যাম্পিয়নের বেশেই বিদায় নেওয়াটাকে শ্রেয় মনে করল। কিছুটা সেলফিশ হয়ে তবে যৌক্তিক।

কিছুদিন আগেই সংবাদ বেরিয়েছিল, ফ্রান্স ফুটবল ফেডারেশন তার সাথে যোগাযোগ করে অনুরোধ করে ২০২০ সালে জয়েন করার জন্য। জিদানের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এই ব্যাপারটিও। মাদ্রিদে তার নিজেকে প্রমাণ করার আর কিছু নেই। সে তার ছোট ক্যারিয়ারে যা অর্জন করেছে এই অর্জনও অনেক কোচের সারাজীবনের স্বপ্ন। জিদানের যা চরিত্রাবলী তাতে ক্লাব কোচ থেকে জাতীয় দলের কোচেই তাকে মানায় বেশি। তাছাড়া বিশ্বকাপের সাথে তার অতীত একটা বোঝাপড়াও আছে। খুব সম্ভবত পেপ এর মত এক বছর সে স্বেচ্ছা নির্বাসনে যাবে। তারপর সে সিদ্ধান্ত নিবে তার ভবিষ্যত নিয়ে। মাদ্রিদে কখনো ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে জিদান বলে, “It’s not a goodbye. It’s “SEE YOU SOON.”” পরিষ্কার মাদ্রিদে আবার দরকার পড়লে সে আসবে। আমরা সমর্থকরা চাইব, পরবর্তীতে আসার সময় সে যেন বিশ্বকাপটা নিয়েই আসে।

Source: The Guardian Nigeria

মাদ্রিদের ভবিষ্যতঃ

জিদান চলে যাওয়ায় জিদানের না যতটা সমস্যা হল তার থেকে বেশি সমস্যায় পড়ল মাদ্রিদ। এতদিন পর্যন্ত সব কিছু পরিকল্পনামতই চলছিল। হঠাৎ করে এমন হওয়ায় প্রথম যে সমস্যা মাদ্রিদকে পরতে হবে তা হল কোচ। জিদান দেখিয়ে দিয়েছে মাদ্রিদে সাফল্য পাওয়াটা খুব সহজ যদি কেউ মাদ্রিদের হাতে থাকা রিসোর্সগুলোকে সময় এবং পরিকল্পনামত ব্যবহার করতে পারে। কিন্তু এইখানে বড় ঝামেলা হল, এই সম্পদগুলো ব্যবহার করা। এই দলের সব থেকে বড় সমস্যা ইগো। এই দলের মোটামুটি সবারই আছে ৩টা করে উয়েফা চ্যাম্পিয়নস লীগ ট্রফি। তাই এদেরকে আপনি আপনার ট্যাকটিস বোঝাতে গেলে এরা কখনোই শুনবে না। তাই আপনি যত বড় ট্যাকটেশিয়ান আনুন না কেন ভরসা নেই যে তার সাথে এই খেলোয়াড়দের ইগো সে সামাল দিতে পারবে। এই খেলোয়াড়দের ইগো এমন পর্যায়ে, তারা দরকারে আপনাকে বের করার জন্য স্বেচ্ছায় মাঠে হেরে যাবে। এই পরিস্থিতিটা বর্ননা করা যায় জিদানের এক কথাতেই, “আমি যখন খেলোয়াড় ছিলাম সব থেকে বিরক্ত লাগত যখন কোচ বড় বড় লেকচার দিত মাঠে।মাদ্রিদে আমরা কেউ ব্যাপারটা পছন্দ করতাম না। তাই আমি একসাথে দুইটার বেশি আইডিয়া নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।” তারমানে মাদ্রিদের এমন কাউকে দরকার যে মাদ্রিদের সংস্কৃতির সাথে পুর্ব পরিচিত। যার থেকে খেলোয়াড়রা ট্যাকটিস শিখবে না শিখবে কিভাবে ভলি গোল দিতে হয়, বাইসাইকেল কিক দিতে হয়। আর এই সব বিবেচনা করলে মাদ্রিদের হাতে দেখা যাচ্ছে অপশন খুবই কম। এইদিকে, জিদান ও চলে যাওয়ার সময় বেল কিংবা রন কারো ভবিষ্যত নিয়ে কিছু বলে যায়নি। তাই মোটামুটি আন্দাজ করা যায়, নতুন কোচ এসেই অনেক ঝামেলায় পরবে। কোপ পরতে পারে তরুণ তুর্কীদের উপরেও। মাদ্রিদের হাতে থাকা কিছু কোচের লিস্ট দি দেখা যাক, কে আসলে বেশি যায় মাদ্রিদের সাথে।

Source: Football365

১। পচেতিন্নোঃ ট্যাকটিক্যাল খুবই স্ট্রং। তবে আমার ভয় হচ্ছে সে আসলে এরিকসন, কেইন কেও নিয়ে আসতে চাইবে। কেইন যদি আসে, বেনজেমা দলে থাকবে না । আর লোন স্টাইকার হিসেবেই কেইন খেলতে পছন্দ করে তাই কোপ পড়তে পারে রোনালদোর উপরও। এই বয়সে এসে রোনালদোও উইং এ ট্র্যাকব্যাক করতে চাইবে না।  তাছাড়া এরিকসনকে আনা হলে, কোভাচিচ, ইস্কো দুইজনেই দল ছাড়তে চাইবে। এতদিন তারা জিদানের অধীনে নিশ্চিন্তে ছিল। এখন সেইটা সম্ভব না। তবে হ্যা লিগ জিতার জন্য পচেতিনো ভাল অপশন। তবে কতদিন টিকে ঠাকবে একটা বড় প্রশ্ন।মাদ্রিদে জিতাই বড় নয়। জিতার পাশাপাশি সবার মন রক্ষার ব্যাপার ও আছে এইখানে।

২। সারিঃ নাপোলির কোচ থেকে কয়েকদিন আগে সরে দাঁড়িয়েছে সারি। ট্যাকটেক্যালি খুবই শক্তিশালী এবং খুব ডিসিপ্লিন।ঘাড়ত্যাড়া বলেই পরিচিত।আর এই দিকে মাদ্রিদের খেলোয়াররাও ঘাড়ত্যাড়া। তাই ট্যাকটিক্যালি শক্তিশালী হবার পরেও কতটুকু সে ড্রেসিংরুম শান্ত রাখতে পারবে বড় প্রশ্ন থেকেই যায়।

৩। লোঃ কয়েকদিন আগে চুক্তি বাড়িয়েছে জার্মান দলের হয়ে। ট্যাকটিক্যালি শক্তিশালী আবার ম্যান ম্যানেজমেন্ট ও ভাল। মাদ্রিদের জন্য সব দিক দিয়ে যায়। কিন্তু কথা হল, তাকে আদৌ পাওয়া যাবে কিনা এই সময়।

৪। কন্তেঃ চেলসিতে খুব খারাপ ভাবে শেষ হলেও একজন ইউনার কোচ। তবে তার খেলার ধরণ কোন ভাবেই মাদ্রিদে যায় না। তাছাড়া চেলসির কস্তা, হ্যাজার্ডের ইগোই সে সামাল দিতে পারল না সেইখানে রন, রামোস, বেলদের ইগো সে সামাল দিতে পারবে ব্যাপারটা বোকামি।

৫। গুতিঃ মাদ্রিদে সব থেকে ভাল সলিউশন। জিদানের মত প্লেয়ার বেসড সিস্টেম তৈরী করে। ফরমেশন ট্যাকটিস সব দল ভেদে ভিন্ন। আর সব থেকে বড় কথা, সে নিজেও মাদ্রিদ  লিজেন্ড। এই সময়ে একমাত্র সেই হতে পারে রিয়ালের সব থেকে বড় ভরসার নাম। মাদ্রিদের কোচ হওয়ার ব্যাপারে ও সে আগ্রহী । “My dream is the same as dreams of many managers… to coach Real Madrid” Guti, April 2018

মাদ্রিদের জুভেলাইন দলকে সে ট্রেবল জিতেয়েছিল । তারা খেলার ধরণ এতটাই সহজ ছিল যে জুভেলাইন দলটি খুব স্বল্প সময়ে তা রপ্ত করে ফেলে। রিয়াল তাদের সাফল্য এগিয়ে নিতে চাইলে গুতিই আমার মতে সব থেকে ভাল অপশন।

মাদ্রিদস্তা দের করণীয়ঃ

পরবর্তী সিজনে যেই কোচ হয়ে আসুক না কেন একজন মাদ্রিদস্তা হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে তার কাজকে বিশ্বাস করা। এইটা মোটামুটি ধরে নেওয়া যায়, অনেক পরিবর্তন আসবে দলে। রামোস, ভারানে, মার্সেলো, কারভাহাল, ক্রুস, মদ্রিচ ছাড়া বাকী সবার ভবিষ্যত নির্ভর করছে কোচের ট্যাকটিস আর ভবিষ্যত পরিকল্পনার উপর। তাই যাই হোক না কেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। আর হ্যা জিদান কিছু জিনিস আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছে, যমেন যাই হোক না কেন প্লেয়ারদের পাশে থাকলে তারা অবশ্যি ভাল করবে কারণ মাদ্রিদের সব প্লেয়ারই চ্যাম্পিয়ন প্লেয়ার। আবার, এইটাও বোঝার চেষ্টা করতে হবে কোচ কেন কাউকে নিচ্ছে না। হয়ত কোচের কোন পরিকল্পনা আছে ভিন্ন যেইটা সে প্রকাশ করতে চায় না। এখন বারবার যদি তাকে এই সব প্রশ্ন করা হয় তাহলে শুধু ট্যাকটিসের না এইটা দলেও ক্ষতি। প্লেয়ারদের মনে কোচের প্রতি বিষাদ আসলে তৈরী করে ক্লাব সমর্থকরাই।

 

সব শেষে DR. SEUSS এর একতা লাইন দিয়েই শেষ করছি, “DON’T CRY BECAUSE IT’S OVER. SMILE BECAUSE IT HAPPENED”

 

Leave A Reply

Your email address will not be published.

141 Comments
  1. Uyecel says

    glyburide 2.5mg sale – buy pioglitazone 30mg generic order forxiga online

  2. Zsfqtq says

    how to buy methylprednisolone – astelin 10 ml drug azelastine 10 ml for sale

  3. Aigkgo says

    buy desloratadine medication – purchase albuterol online cost ventolin 4mg

  4. Aaxtfp says

    ivermectin 3 mg stromectol – order cefaclor sale order cefaclor 500mg online cheap

  5. Pkazoc says

    order albuterol 2mg pill – buy fexofenadine 180mg generic buy theo-24 Cr 400mg for sale

  6. Olmxqd says

    azithromycin uk – buy flagyl sale ciprofloxacin 500 mg usa

  7. XmhIcess says
  8. Shsjws says

    buy cleocin paypal – buy vantin 200mg online chloramphenicol without prescription

  9. Backlink Portfolio says

    Hey! Do you know if they make any plugins to assist with Search Engine
    Optimization? I’m trying to get my website to rank for some targeted
    keywords but I’m not seeing very good results.
    If you know of any please share. Kudos! I saw similar blog here: Hitman.agency

  10. CjuuThymn says
  11. Whxlpx says

    oral augmentin 375mg – augmentin online order cipro 1000mg for sale

  12. Pmgrbd says

    buy amoxil online – purchase duricef sale buy cheap ciprofloxacin

  13. Yusxkl says

    anafranil cost – cost celexa buy sinequan generic

  14. Ybcson says

    hydroxyzine 10mg us – atarax cheap buy amitriptyline pill

  15. Gupzjx says

    buy cheap generic seroquel – sertraline tablet cheap eskalith without prescription

  16. Cspbdx says

    clozaril for sale – buy famotidine online pepcid pills

  17. SxxeEromb says
  18. Utaprv says

    glycomet 1000mg without prescription – buy combivir for sale lincomycin pill

  19. Ekyaqp says

    retrovir 300mg generic – roxithromycin 150mg cheap order generic allopurinol 300mg

  20. Cijrok says

    buy furosemide online cheap diuretic – purchase furosemide for sale capoten where to buy

  21. Vqqxvs says

    acillin oral buy penicillin paypal amoxicillin price

  22. Aamnuw says

    buy flagyl online cheap – order amoxil zithromax 500mg uk

  23. Mmcxrg says

    ivermectin 12 mg tablet – aczone online buy sumycin pills

  24. Yxiobs says

    order valtrex generic – order vermox 100mg pill order acyclovir 800mg online

  25. StehEromb says
  26. Btrnws says

    order generic ciprofloxacin 500 mg – chloromycetin over the counter erythromycin 500mg us

  27. CrhcThymn says
  28. Oblqnm says

    buy ciprofloxacin 500mg online cheap – how to buy cipro buy augmentin 625mg sale

  29. Hlbprl says

    order cipro 1000mg sale – myambutol 1000mg uk order augmentin 1000mg online

  30. ecommerce says

    Wow, wonderful weblog structure! How lengthy have you been running a
    blog for? you make blogging glance easy. The full glance of your website is
    excellent, let alone the content material! You can see similar here ecommerce

  31. Ywhvnl says

    proscar 5mg brand oral propecia 1mg forcan over the counter

  32. Good – I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all the tabs and related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, site theme . a tones way for your customer to communicate. Nice task..

  33. Zzudcp says

    ampicillin brand purchase ampicillin for sale order amoxil generic

  34. Fyqrhj says

    simvastatin cheap order valtrex 1000mg without prescription order valacyclovir pills

  35. Lzixio says

    dutasteride drug buy cheap avodart ranitidine order

  36. Bkguyb says

    purchase zofran generic purchase aldactone online cheap spironolactone 100mg without prescription

  37. Jybhjn says

    imitrex pills order levaquin online cheap buy levaquin paypal

  38. Stdpxs says

    tamsulosin 0.4mg over the counter buy celecoxib medication celebrex 100mg us

  39. Ujfxsz says

    buy nexium tablets buy esomeprazole 40mg online topiramate 100mg us

  40. Aqcxws says

    mobic 7.5mg usa meloxicam 7.5mg tablet celebrex 100mg cost

  41. Tvfzvl says

    buy reglan 10mg online reglan 20mg tablet purchase hyzaar for sale

  42. KmehJorma says
  43. Irfqhx says

    buy cheap generic methotrexate warfarin ca coumadin buy online

  44. Scxgjc says

    cheap research paper writers cheap paper writing services academic writing uk

  45. Cposjs says

    inderal 10mg cost brand inderal cheap plavix

  46. Cerdxb says

    buy methylprednisolone tablets medrol 4 mg for sale buy oral depo-medrol

  47. Bigtvn says

    metformin 500mg uk buy metformin 500mg pill order glucophage 1000mg pills

  48. Czqnqq says

    purchase orlistat pill orlistat oral buy diltiazem no prescription

  49. Bmkizn says

    buy chloroquine 250mg order chloroquine 250mg chloroquine generic

  50. Enyklk says

    buy cenforce sale cenforce pills cenforce where to buy

  51. Dciqes says

    purchase claritin pills buy claritin generic loratadine 10mg sale

  52. Plkzaj says

    cialis pills 5mg buy cialis 20mg online cialis 40mg cost

  53. Xsznic says

    buy desloratadine for sale purchase desloratadine generic generic clarinex

  54. Nwdhcy says

    aristocort 10mg drug aristocort without prescription buy aristocort generic

  55. Yeencr says

    order plaquenil 200mg for sale order hydroxychloroquine 400mg generic order plaquenil without prescription

  56. Cthrjh says

    order pregabalin 150mg sale order pregabalin 150mg generic lyrica 75mg cost

  57. Bzbnuc says

    levitra pills vardenafil order buy levitra 20mg

  58. Jiczwx says

    legal online blackjack online casino real money no deposit online gambling games

  59. Smvtkb says

    buy generic semaglutide 14 mg buy semaglutide online cheap buy cheap rybelsus

  60. Oizfpf says

    doxycycline 200mg uk doxycycline brand doxycycline 100mg oral

  61. Krpcak says

    viagra professional order sildenafil 50mg generic buy generic viagra 50mg

  62. Akedfy says

    lasix over the counter furosemide online order generic furosemide 40mg

  63. Xhzzvz says

    serophene over the counter cost clomiphene 50mg order clomid 100mg for sale

  64. Suivre Téléphone says

    Comment un couple devrait – Il gérer cela une fois qu’il découvre que son conjoint triche ? La question de savoir si un mari doit pardonner à sa femme sa trahison est un sujet qui mérite d’être discuté.

  65. Thghkz says

    neurontin 100mg without prescription order gabapentin 600mg online cheap gabapentin drug

  66. Akcmgc says

    purchase synthroid sale buy cheap synthroid online synthroid 150mcg without prescription

  67. Dpexsx says

    buy omnacortil 40mg online order omnacortil pills buy omnacortil generic

  68. Wqmvld says

    augmentin 375mg over the counter augmentin 375mg canada purchase augmentin generic

  69. Wfdkbg says

    cost zithromax 250mg order zithromax order generic zithromax 250mg

  70. Tjuuld says

    albuterol cheap albuterol 4mg tablet buy generic ventolin 2mg

  71. Kfckml says

    order amoxil 250mg pill buy amoxil without prescription order amoxil 1000mg pill

  72. Tyuyme says

    isotretinoin 10mg ca order isotretinoin 20mg without prescription buy generic isotretinoin for sale

  73. Cnytaf says

    rybelsus 14 mg without prescription buy cheap rybelsus rybelsus over the counter

  74. Ibfvjz says

    purchase tizanidine pill oral tizanidine 2mg tizanidine 2mg us

  75. Rsqsva says

    purchase clomid generic buy clomid online cheap order clomid 50mg without prescription

  76. Aphnze says

    order generic levitra 20mg purchase levitra pill

  77. Hnddop says

    buy synthroid 100mcg synthroid 150mcg tablet order levothroid sale

  78. Hzeonv says

    amoxiclav online purchase amoxiclav for sale

  79. Jogdxu says

    buy ventolin inhalator sale order generic ventolin 4mg buy ventolin 2mg inhaler

  80. Rrhrdi says
  81. Hmjykg says

    purchase amoxil amoxicillin 250mg pills purchase amoxil sale

  82. Pjrili says

    order prednisone without prescription prednisone where to buy

  83. Rwrbsj says

    how to buy furosemide order lasix pill

  84. Qprjsf says

    azipro 500mg generic purchase azipro pill where to buy azithromycin without a prescription

  85. Female Escorts says

    Hello there! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest authoring a blog post or vice-versa? My website goes over a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you might be interested feel free to shoot me an e-mail. I look forward to hearing from you! Wonderful blog by the way!

  86. Nxqtqv says

    purchase gabapentin without prescription gabapentin without prescription

  87. Dfnixb says

    azithromycin 500mg brand order azithromycin 500mg generic buy azithromycin 250mg

  88. Bxvmod says

    order amoxicillin 1000mg pill amoxil 250mg oral purchase amoxil online cheap

  89. Egcaib says

    strong sleeping pills boots meloset 3 mg drug

  90. Ryvhgm says

    buy generic isotretinoin over the counter how to get isotretinoin without a prescription buy accutane 20mg

  91. Rfjfar says

    best prescription heartburn medication cheap epivir

  92. Hidktn says

    strongest acne over the counter where to buy omnicef without a prescription prescription acne medications brand names

  93. Msqbzq says

    what nausea med can elderly take buy glycomet 500mg generic

  94. Nxfplj says
  95. Kxhuww says

    prescription sleep medication online purchase modafinil pill

  96. Ehigsx says

    do you need a prescription costco canada cold and sinus allergy pills on sale

  97. registrácia na binance says

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/sk/register-person?ref=GJY4VW8W

  98. tlovertonet says

    Hello! Do you know if they make any plugins to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any recommendations?

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More