হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি

1

প্রথমেই একটা ছোট তথ্য দিয়ে শুরু করা যাক। প্রায় প্রতিবছরেই হলিউডে মুক্তি পায় ৬০০-৭০০ এর বেশি মুভি। এসব মুভির মাঝে কিছু ভাল ব্যবসা করে, কিছু শুধুমাত্র লগ্নি টাকাটা তুলে আনতে পারে আর কিছু মুখ থুবরে পড়ে অর্থাৎ লোকশানে পড়ে। সারা বিশ্বেই হলিউড মুভির দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এসব দর্শকেরা বসে থাকে কখন একটা ভাল মুভি আসবে। আর ভাল মুভির মূল বিষয় বস্তু যেমন তার গল্প,চিত্রায়ন,অভিনয় দক্ষতা আর আর প্রচারের উপর নির্ভর করে তেমনি তার থেকেও বেশি নির্ভর করে ওই ছবিটাকে ঘিরে দর্শকদের ভিতর কতটা ক্রেজ তৈরি হল তার উপর। একটু ভাব্লেই দেখতে পাবেন যে, একটা মুভি সবদিক থেকে যতই ভাল হউক না কেন, ক্রেজ তৈরি না হলে তা কখনও বিশাল অঙ্কের টাকা আয় করতে পারে না। যাই হোক চলুন তাহলে জেনে নেই, হলিউডের ইতিহাসে সবথেকে ব্যবসাসফল ১০ মুভি কি কি এবং তাদের সম্পর্কে কিছু তথ্য :

1. Avatar (2009)

পরিচালকঃ জেমস ক্যামেরুন

আয়ঃ ২.৭৮ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.৮

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: Youtube

Avatar, ২০০৯ সালে মুক্তি পাওয়া বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন এর একটি সায়েন্স ফিকশন মুভি। মুভিটিতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সাল্ডানার মত তারকারা। মুভিটি ৩ টি অস্কার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নেয় ।

2. Titanic (1997)

পরিচালকঃ জেমস ক্যামেরুন

আয়ঃ ২.১৮ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.৮

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: Hotstar

সর্বাধিক আলোচিত ও বহুল জনপ্রিয় রোমান্টিক মুভি টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে । পরিচালক জেমস ক্যামেরুন এই ছবিতে দর্শকদের জন্য নিয়ে এসেছিলেন বহু চমক ।  এই মুভিটি  ১১ টি অস্কার সহ আরও অনেক পুরষ্কার জিতে নেয় । এই মুভিতে অভিনেতা ‘লিউনার্দো ডি ক্যাপ্রিও ও কেইট উইন্সলেট’ এর অসাধারণ রসায়ন  জয় করে নেয়  অগণিত দর্শকের মন।

3. Star Wars: The Force Awakens

পরিচালকঃ জে জে আব্রামস

আয়ঃ ২.০৬ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৮.১

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: ChurchMag

২০, ডিসেম্বর, ২০১৫ সালে মুক্তি পাওয়া এই মুভিটি জনপ্রিয় সায়েন্স ফিকশন ধর্মী সিরিজ ‘স্টার ওয়ারস’ এর ৭ম সংযোজন ।  মুভিটিতে অভিনয় করেছেন ডেইজি ড়িডলে, জন বয়েগা, হ্যারিসন ফোর্ড সহ আরও নাম করা অনেক অভিনেতা । ২০১৫ সালের সবথেকে ব্যবসাসফল মুভি ও এটিই।

4. Jurassic World

পরিচালকঃ কোলিন ট্রেভোরো

আয়ঃ ১.৬৭ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.০

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: Jurassic Park wiki

বিখ্যাত ‘জুরাসিক পার্ক’ সিরিজের ৪র্থ চলচ্চিত্র হিসেবে ব্লকবাস্টার এই মুভিটি  ২০১৫ সালেই জুন এর ১২ তারিখ মুক্তি পায় । এই মুভিটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, ডালাস হাওয়ার্ড সহ আরও অনেকে । ২০১৫ সালের দ্বিতীয় ব্যবসাসফল মুভি ও এটিই ।

5. The Avengers

পরিচালকঃ জস ওয়েডন

আয়ঃ ১.৫১ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.৪

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: Highway to Mars

মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ষষ্ট চলচ্চিত্র হিসেবে এই সুপার হিরো মুভিটি মুক্তি পায় ৪ মে, ২০১২ সালে। মুভিটিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, রবার্ট ব্রাউনি ডী জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন এর মত বিখ্যাত তারকারা ।

6. Furious 7

পরিচালকঃ জেমস ওয়েন

আয়ঃ ১.৫১ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.২

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: Furious 7

ফাস্ট এন্ড দা ফিউরিয়াস ফাঞ্চাইজির এই মুভিটি রিলিজ পায় ২০১৫ সালে। এটিতে অভিনয় করে ভিন ডিজেল, পল ওয়াকার, ডোয়াইন জন্সন, জেসন স্টেটহাম এর মতো বিখ্যাত তারকারা।

7. Avengers: Age of Ultron

পরিচালকঃ জস ওয়েডন

আয়ঃ ১.৪১ বিলিয়ন ডলার ।

IMDB রেটিং : ৭.৪

হলিউডের ইতিহাসে সবথেকে বেশি আয় করা ৭ মুভি
Source: newstatesman.com

মারভেল সিনেমাটিক ইউনিভার্সের এই মুভিটি মুক্তি পায় ২০১৫ সালে । এই মুভিটি প্রোডিউস করে মারভেল স্টুডি ও এবং ডিস্ট্রিবিউট এর দায়িত্বে ছিল ওয়াল্ট ডিজনি স্টুডিও এর মোশন পিকচার। এটি মারভেল এর ২০১২ সালে বের হওয়া দ্যা আভেঞ্জারস মুভির সিকুয়েল।  মুভিটিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, রবার্ট ব্রাউনি ডী জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন এর মত বিখ্যাত তারকারা ।

 

Leave A Reply
1 Comment
  1. Aqyxsb says

    rybelsus generic – DDAVP ca desmopressin order online

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More