ভিন গ্রহের ফুটবলার মেসির ২০ টি অবিশ্বাস্য রেকর্ড

3

ভিনগ্রহের প্লেয়ার বা রেকর্ড এর বরপুত্র যে নামেই ডাকুন না কেন, বর্তমান বিশ্বের সবথেকে বিধ্বংসী এবং  ট্যালেন্টেড ফুটবলার – লিওনেল আন্দ্রেস মেসি । ত্রিশ বছর বয়সেই মেসি যে পরিমাণ এবং যে মাপের রেকর্ড এর মালিক তা কেবল ভিন গ্রহের কার ও পক্ষেই সম্ভব। চলুন তাহলে দেখে নেই বর্তমান বিশ্বের সব থেকে ট্যালেন্টেড এই ফুটবলারের রেকর্ড সমূহ –

 

০১.  সবথেকে বেশি (৫ বার)  ফিফা ব্যালন ডি ওর জেতা একমাত্র ফুটবলার।

মেসি-ইতিবৃত্ত

০২. এক সিজনে সবথেকে বেশি গোল (২০১১-১২ মৌসুমে করা ৭৩ গোল) করা প্লেয়ার ।

 

০৩. বিশ্বের সবথেকে জনপ্রিয় ফুটবল ম্যাচ এল ক্ল্যাসিকোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৩ গোল করা ফুটবলার ।

 

0৪.  লা-লিগার ইতিহাসে সবথেকে বেশি গোল করা ফুটবলার (৩৫০ এর বেশি গোল এবং সংখ্যাটি বাড়ছে প্রায় প্রতি খেলাতেই)

 

০৫. এক লা-লিগা সিজনে সবথেকে বেশি ৫০ গোল করা একমাত্র ফুটবলার মেসি । (২০১১-১২ সিজনে)

এল-ক্ল্যাসিকো-মেসি-ইতিবৃত্ত

০৬.  বার্সেলোনার হয়ে সবথেকে বেশি গোল করার রেকর্ড (৫৩৮ গোল এবং তা বাড়ছেই) ।

 

০৭.  বার্সেলোনার হয়ে সবথেকে বেশি হ্যাট্রিক এর রেকর্ড । (৩৭ টি)

 

০৮.  বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ফ্রি কিকে গোল করার রেকর্ড । (২৭ টি)

 

০৯.  লা-লিগার ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্ট করা প্লেয়ার (১৩৭ টি)।

১০.  সবথেকে বেশি লা-লিগার প্লেয়ার অব ডা সিজন হওয়ার রেকর্ড । (৬ বার)

 

১১.  সবথেকে কম বয়সে ১০০ চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচ খেলার রেকর্ড (২৮ বৎসর ৮৪ দিন) ।

 

১২.  আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি গোল করা ফুটবলার এই মেসি দা ম্যাজিশিয়ান । (৫৮ গোল)

 

১৩.  সাউথ আমেরিকান প্লায়েরদের মাঝে সবথেকে কম বয়সে ১০০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার রেকর্ড ( ২৭ বছর, ২৬১ দিন)

ইতিবৃত্ত

১৪.  মেসিই আর্জেন্টিনার একমাত্র প্লেয়ার যে কিনা অন্য সব সাউথ আমেরিকান দলের বিরুদ্ধে গোল করেছে।

 

১৫.  কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্ট করা ফুটবলার । (১১ টি অ্যাসিস্ট) 

 

১৬.  ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৮ সিজনে ৪০ বা তার বেশি গোল করার রেকর্ড 

 

১৭.  এক ক্যালেন্ডার ইয়ারে সবথেকে বেশি গোল করার রেকর্ড (৯১ টি ২০১২ সালে) । 

১৮.  ইউরোপের সেরা ৫ টি লীগের মাঝে  সবচেয়ে কম সময়ে  ৩০০ গোল এর মাইলস্টোনে পৌছার রেকর্ড ।

 

১৯.  সবচেয়ে কম সময়ে  ১০০ ভিন্ন ভিন্ন ম্যাচ এ দুই বা তার অধিক গোল করার রেকর্ড ।

 

২০.  ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি কিনা ১০ টি ব্যালন ডিওর এ শেষ  তিনজন এর লিস্ট এর মধ্যে ছিলেন ।

 

 

সব রেকর্ড – জুন, ২০১৭ পর্যন্ত ।

 

তথ্যসূত্রঃ http://www.mirror.co.uk , goal.com

Leave A Reply
3 Comments
  1. Kgjjbj says

    buy prandin 1mg online – buy prandin no prescription jardiance where to buy

  2. […] তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। আজ আমি আপনাদের সামনে ক্রিশ্চিয়ানো […]

  3. […] Lionel Messi’s contribution to the club is the highest among others, […]

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More