বিশ্বকাপে শেষবার নকআউট পর্বে কোন ম্যাচ জিতেছিলো ২০০৬ সালে। যুগের পর যুগ বেকহাম, জেরার্ড, ল্যাম্পার্ড, রুনী রা ব্যর্থ হয়ে ফিরেছেন বিশ্বকাপের এই মঞ্চ থেকে। বিশ্বকাপ ২০১৮ তে এসে আবারো স্বপ্নে বিভোর ইংল্যান্ডবাসী। তরুণ প্রতিভাবান খেলোয়াড় দিয়ে ভর্তি এই দলটার কাছে দাবী তাদের একটাই। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের এই স্বপ্নের ট্রফি ঘরে ফিরিয়ে আনতে চায় আবার। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে আজকে হারাতে হবে কলম্বিয়াকে। নক আউট পর্বের শেষ ম্যাচে আজকে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।

দেখা নেয়া যাক ম্যাচের কিছু ফ্যাক্ট এবং স্ট্যাটঃ
- পাচঁবারের দেখায় এখন পর্যন্ত একবার ও কলম্বিয়ার কাছে হারেনি ইংল্যান্ড। জয় ৩ টি, ড্র ২ টি। তাদের সর্বশেষ দেখা হয়েছিলো ২০০৫ এ, মাইকেল ওয়েনের হ্যাট্রিকে ৩-২ এ ম্যাচ জিতেছিলো তারা।
- বিশ্বকাপে দুই দলের একবারই দেখা হয়েছিলো ১৯৯৮ এ। সেবারের দেখায় ২-০ তে জয়ী হয়েছিলো ইংল্যান্ড।
- এবার নিয়ে সর্বমোট ৩ বার নক আউট স্টেজে পৌছেছে কলম্বিয়া। যার মধ্যে শুধুমাত্র ২০১৪ তেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছাতে পেরেছিলো তারা।
- কলম্বিয়া তাদের শেষ ৮ বিশ্বকাপ ম্যাচেই গোল পেয়েছে। সর্বশেষ তারা জাল খুজে পেতে ব্যার্থ হয়েছিলো ১৯৯৮ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই।
- ইংল্যান্ড তাদের সর্বশেষ ৮ টি নক আউট স্টেজের ম্যাচের মধ্যে মাত্র ২ টি জয়লাভ করেছে।
- যদি হ্যারি কেইন কলম্বিয়ার বিপক্ষে গোল পান, তাহলে তিনি প্রথম ইংলিশ প্লেয়ার হিসেবে টানা ৬ ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করার রেকর্ড করবেন।
- ইংল্যান্ড তাদের শেষ ১৮ নক আউট পর্বের ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়।
- জোসে প্যাকারম্যান কলম্বিয়ার দায়িত্ব নেয়ার পর থেকে তারা ৮ ম্যাচ ধরে যেকোন ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত।
সাম্প্রতিক ফর্মঃ
প্রথম ম্যাচ জাপানের কাছে পরাজয়ের পর, পরের দুই ম্যাচেই জয়ী হয় কলম্বিয়া। ফলস্বরূপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আসে পরবর্তী রাউন্ডে। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে দুইটি তে জিতে গ্রুপ রানার্স আপ হয় ইংল্যান্ড। যদিও অনেকের ধারণা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আসলে জিততেই চায়নি ইংল্যান্ড। দুই দলই আছে দারুণ ফর্মে, তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করছেন সবাই।
টিম নিউজঃ
ইঞ্জুরি থেকে ফিরেছেন ডেলে আলি। আজকের ম্যাচে মাঠে নামার সম্ভাবনাই বেশী। অন্যদিকে কলম্বিয়ার মূল তারকা হামেস রদ্রিগেজের ইঞ্জুরী কতোটা গুরুতর তা এখনো বুঝা যাচ্ছে না। তবে কোচ জানিয়েছেন, ইঞ্জুরী অতোটা গুরুতর নয়। আজকে তাকে মাঠে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশঃ
ইংল্যান্ডঃ
- পিকফোর্ড
- ওয়াকার
- স্টোন্স
- ট্রিপিয়ের
- হ্যারি ম্যাগুইর
- ডেলে আলি
- হ্যান্ডারসন
- লিংগার্ড
- এসলে ইয়াং
- স্টারলিং
- হ্যারি কেইন

কলোম্বিয়াঃ
- ওস্পিনা
- আরিয়াস
- ডেভিনসন সাঞ্চেজ
- ইয়েরি মিনা
- ইয়োহান মোজিকা
- কার্লোস সাঞ্চেজ
- ম্যাতিয়েস উরিবে
- কুয়াদ্রাদো
- কুইন্তেরো
- ফ্যালকাও
- লুইস মুরিয়েল

মূল তারকাঃ
যাকে ঘিরে ইংল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্ন, তিনি আর কেউ নন, হ্যারি কেইন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইতিমধ্যে ৫ গোল করেছেন। আজকে সুযোগ আছে নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। কলোম্বিয়া বাধা পেরোতে চাইলে হ্যারি কেইনকে দিতে হবে তার সেরা টা। রহিম স্টার্লিং এখনো নিজের সেরা টা দেখাতে পারেন নি। লিনেগার্ড, স্টার্লিং আর ডেলে আলির পারফরম্যান্সের উপরও নির্ভর করবে ইংল্যান্ডের ভাগ্য।

কলম্বিয়ার মূল নায়ক হয়ে উঠার কথা হামেস রদ্রিগেজ কিংবা রাদামেল ফ্যালকাও এর থাকলেও, কলম্বিয়াকে টেনে নিয়ে যাচ্ছেন উঠতি ডিফেন্ডার ইয়েরি মিনা। দুই গোল দিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। শেষ দিকে এসে ফ্যালকাও ও ফিরেছেন ছন্দে। কুয়াদরাদো কেও জ্বলে উঠতে হবে ম্যাচ জিততে চাইলে। তাই এরাই হয়ে যেতে পারেন আজকের ম্যাচের নায়ক।

ইতিহাস বিবেচনায় এগিয়ে থাকবে ইংল্যান্ড, কিন্তু সাম্প্রতিক ফর্ম অনুযায়ী কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। প্রতিটি ম্যাচই একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে, আজও কি তাহলে নতুন কোন নাটকীয়তা দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব?উত্তর জানা যাবে আজ রাত ১২ টায়।
Reference:
Fifa.com
Sportskeeda.com