কম্পিউটার, আধুনিক বিশ্বের একটি আশ্চর্য আবিষ্কার। তবে এই আশ্চর্যজনক বস্তুটিও মাঝে অসুস্থ হয় ভাইরাস আক্রমণের মাধ্যমে। এইসব ভাইরাসের নামগুলোও হয় খুব চমকপ্রদ।
আগে জেনে নেয়া যাক কম্পিউটার ভাইরাস কি এবং এগুলো কিভাবে ছড়িয়ে পড়ে?
কম্পিউটার ভাইরাস হচ্ছে একধরণের কম্পিউটার প্রোগ্রাম, যা কম্পিউটারের স্বাভাবিক প্রসেসে বিঘ্ন ঘটায়। এই প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও বংশবৃদ্ধি করতে পারে। গবেষক ফ্রেডরিক কোহেন এর নামকরণ করেন “ভাইরাস”।
VIRUS শব্দের পূর্ণ অভিব্যক্তি হল – Vital Information Resources Under Seize.
এইসব ভাইরাস সাধারণত ইন্টারনেট, ফ্লপি ডিস্ক, পেনড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে।
এইবার জেনে নেয়া যাক সেইসব রহস্যময়ী ও ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস কি কি –
BRAIN
১৯৮৬ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে প্রথম এই কম্পিউটার ভাইরাসটি রিলিজ হয়। ধরণা করা হয় এটিই প্রথম MS-DOS অপারেটং সিস্টেমের কম্পিউটার ভাইরাস। পাকিস্তানের দুই ভাই বাসিত ফারুক আলভী এবং আমজাদ ফারুক আলভী এটি তৈরি করে।
BRAIN প্রধানত আক্রান্ত করে স্টোরেজ মিডিয়ার (floopy disk) বুট সেক্টরকে, DOS FAT ফাইল সিস্টেমে ফরম্যাট করে। এদিকে প্রধান বুট সেক্টরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। Floopy disk তখন BRAIN এ চেঞ্জ হয়ে যায় এবং নিচের টেক্সটটি বুট সেক্টরে দেখা যায় –
Welcome to the Dungeon (c) 1986 Basit & Amjads (pvt) Ltd VIRUS_SHOE RECORD V9.0 Dedicated to the dynamic memories of millions of viruses who are no longer with us today – Thanks GOODNESS!! BEWARE OF THE er..VIRUS: this program is catching program follows after these message…..$#@%$@!!
এটি ডিস্কের সাত কিলোবাইট জায়গাকে ব্যবহার অনুপযোগী করে দেয়।

BAD BOY
১৯৯১ সালে এই ভাইরাসটি প্রথম ইউরোপে আত্মপ্রকাশ করে। এটি একটি ফাইল এপেয়ারিং ভাইরাস যা কিছু টেকনিক ব্যবহার করে প্রোগ্রামের code কে কয়েকটি অংশে বিভক্ত হয়ে ফাইলের শুরুতে এলোমেলোভাবে বসে। DOS প্লাটফর্মের কম্পিউটার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। যখন ভাইরাস আক্রান্ত ফাইলটি কম্পিউটারে ব্যবহৃত হয় তখন এটি অপারেটং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৬৪০ কি বাইটের একটি প্রোগ্রাম ইন্সটল করে। BAD BOY আক্রান্ত ফাইলের টাইপ হচ্ছে .COM। যদি কোন কম্পিউটার BAD BOY আক্রান্ত COMMAND.COM ডিস্ক থেকে বুট করা হয় তবে এটি সিস্টেম মেমরির ৩,০৭২ বাইট দখল করে নেয়।
CINDERELLA
রূপকথার সিন্ড্রেলার নামেও নামকরণ করে হল কম্পিউটার ভাইরাসের নাম। CINDERELLA ১৯৯১ সালের জুলাই এ ফিনল্যান্ডে প্রথম আবিষ্কৃত হয়। এটিও একটি ফাইল এপেয়ারিং ভাইরাস যার ফাইল টাইপ .COM এবং এটির সাইজ ৩৯০ বাইট পর্যন্ত হতে পারে। এটার আক্রান্ত ফাইলে “cInDeRel.La” টেক্সট স্ট্রিং দেখা যায়।
CIH

১৯৯৮ সাল, তাইওয়ানে Win 95 এবং Win 98 অপারেটিং সিস্টেমে স্বরণকালের ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাসটি CIH এর আবির্ভাব ঘটে। এটি “Chernobyl” নামেও পরিচিত। CIH অপারেটিং সিস্টেমের executable ফাইলগুলোকে প্রথমে আক্রান্ত করে এবং পরে এটি মেমরিতে স্থান দখল করে। একবার সক্রিয় হলে এটি হার্ড ডিস্কের ডাটা সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং কম্পিউটারের Flash BIOS চিপকে ওভাররাইট মাধ্যমে রিপ্রোগ্রাম করে ইউজারের ব্যবহারের অনুপযোগী করে দেয়। এই ভাইরাসটি প্রায় ২৫০ মিলিয়ন ডলার ক্ষতি করে। বর্তমানে উন্নত প্রযুক্তির কল্যাণে CIH তেমন কোন ক্ষতি করতে পারে না। তবে পৃথিবী এর ভয়াবহতা আজও ভুলতে পারেনি।
ILOVEYOU

নাম দেখেই মনে হয় এটা আবার কি! এই নামেও কম্পিউটার ভাইরাস! কিন্তু এটাই হল এযাবৎ কালের সবচেয়ে চমকপ্রদ ও ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস।
২০০০ সালের ৫ মে ফিলিপাইনে প্রথম এটি ই-মেইল এর মাধ্যমে Win 95,Win 98, Win Net, Win 2000, Win ME অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ছড়ায়। এটি “LETTER BOX” নামেও পরিচিত । ই-মেইল টির subject ছিলI LOVE YOU এবং attachment টি ছিল “LOVE-LETTER-FOR-YOU.txt.vbs”। ইউজার .txt extension দেখে মনে করে এটি একটি text file। কিন্তু এটি আসলে একটি visual basic script যার extension হল .vbs। ফাইলটি ওপেন করতেই vbs ফাইলটি সক্রিয় হয়ে যায়।
এটি কম্পিউটারের local maching কে বিকল করে image, photograph, mp3, office file গুলোকেও বিকল করে দিয়ে Microsoft Outlook ব্যবহার করে Win Address Book এ নিজের একটি copy পাঠাতে থাকে।
মাত্র ১০ দিনে এটি ফিলিপাইন থেকে প্রথম হংকং,পরে ইউরোপ হয়ে ইউনাইটেড ষ্টেট এ ছড়িয়ে যায় এবং প্রায় ৫.৫-৮.৭ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি করে। এই ভাইরাসটিকে রিমুভ করতে প্রায় ১৫ বিলিয়ন ডলার খরচ হয়।
কম্পিউটার সংক্রান্ত ধ্বংসাত্মক এই ভাইরাসটি তৈরি করে দুই ফিলিপিনো তরুণ – রিয়নেল রমনেস এবং ডি গুযমান।
Sobig F
Sobig F, ২০০৩ সালের আগস্ট মাসে বিশ্বের প্রায় ২ মিলিয়ন বাণিজ্যিক এবং ব্যক্তিগত কম্পিউটারকে আক্রান্ত করে একটি ঘৃণ্য ইতিহাস তৈরি করে। বৈধ সোর্স থেকে অবৈধ ই-মেইল পাঠিয়ে ইউজারকে বোকা বানিয়ে এটি হোস্ট কম্পিউটারকে আক্রান্ত করে। ইউজার যখন ই-মেইলের attachment টি ওপেন করে তখন এটি একটি নিরাপত্তা ফাঁদ তৈরি করে ইউজারের ই-মেইল এড্রেস থেকে ম্যাসেজ পাঠানোর জন্য আনধিকার প্রবেশকারীকে অনুমতি দেয় এবং ২৪ ঘন্টার মধ্যে এক মিলিয়ন কপি পাঠাতে সক্ষম হয়। Sobig F প্রায় ৩-৪ বিলিয়ন ডলার ক্ষতি করে।
My Doom
২৬ জানুয়ারি ২০০৪ সারা বিশ্বের বিভিন্ন ই-মেইল প্রেরকদের ঠিকানায় এই ভাইরাসটি ছড়িয়ে পরে। যখন ই-মেইল প্রেরক কোন মেইল পাঠাতে চায় তখনই এটি একটি “ Mail Transaction Failed” ইরর ম্যাসেজ দেখায় এবং ম্যাসেজটিতে ক্লিক করে ওপেন করার সাথে সাথে ভাইরাসটি সক্রিয় হয়ে ইউজারের এড্রেস বুক থেকে এড্রেস নিয়ে ম্যাসেজ পাঠানো শুরু করে। My Doom খুব দ্রুত ২ মিলিয়ন কম্পিউটারকে আক্রান্ত করে এবং সার্ভিস অ্যাটাকের জন্য প্ররোচিত করে কিছু সময়ের জন্য সাইবার ওয়ার্ডকে বিচ্ছিন্ন করে দেয়। ৩৮ বিলিয়ন ডলার ক্ষতি করে My Doom। My Doom ভাইরাসটি “ Novarg” নামেও পরিচিত।
তথ্যঃ সংগৃহীত
order generic avodart 0.5mg flomax 0.2mg drug ondansetron ca
order levaquin 250mg buy levaquin 250mg pills