দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবাক করা কিছু দুষ্প্রাপ্য রঙিন ছবি!
সম্প্রতি যুক্তরাজ্যের “ইম্পেরিয়াল যুদ্ধ জাদুঘর” দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু দুষ্প্রাপ্য রঙিন ছবি নিয়ে “The Second World War in Colour” নামে একটি বই বের করেছে। বইটিতে প্রকাশিত এই আলোচিত দুষ্প্রাপ্য ছবিগুলোর কোন কোনটি গত সত্তর বছরে কোথাও প্রকাশ করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে সরকার সিদ্ধান্ত নিত ঠিক কোন ছবিগুলো প্রেস এর মাধ্যমে প্রকাশিত হবে আর কোনগুলো প্রকাশ করা হবেনা। যে কারণে প্রায় অনেক ছবিই প্রকাশিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বেশিরভাগ ছবি সাদাকাল হলেও ব্রিটেনের কিছু ফোটগ্রাফার ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মাঝে প্রায় ৩০০০ এর অধিক রঙিন ছবি তুলতে সমর্থ হয়েছিল, যার অধিকাংশই যুদ্ধের তোপে পরে নষ্ট হয়ে যায়। এগুলোর মাঝে যে ছবিগুলো নষ্ট হয়নি সেগুলো ১৯৪৯ সালে যুক্তরাজ্যের “ইম্পেরিয়াল যুদ্ধ জাদুঘর” তাদের আওতায় নিয়ে যায় এবং সংরক্ষণ করে। এইসব দুষ্প্রাপ্য রঙিন কিছু ছবি নিয়েই প্রকাশিত হয়েছে “The Second World War in Colour” বইটি। চলুন তাহলে দেখে আসি বইয়ে প্রকাশিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু দুষ্প্রাপ্য রঙিন ছবি ঃ
ছবি – ০১ঃ
ছবিতে যুক্তরাষ্ট্রের ৩৬৫ ফাইটার গ্রুপ এর লেফটেন্যান্ট ভার্নন আর রিচার্ডস তার পি-51 ডি মুস্টকে করে ১৯৪৪ সালে একটি বোমার এসকর্ট মিশন এ যাচ্ছেন।”
ছবি – ০২ঃ
ছবিতে ব্রিটিশ অক্সিলারী এয়ার ফোর্সের মহিলা সদস্যরা ১৯৪৪ সালের মে মাসে ব্রিটিশদের ইউরোপ আক্রমণ কিছুদিন প্রাক্কালে ব্রিটিশ বিমান বাহিনীর জন্য প্যারাসোট প্রস্তুত করছে।
ছবি – ০৩ঃ
ছবিতে দেখা যায় একটি ভূগর্ভস্থ কারখানায় মহিলারা বন্দুক এর কার্তুজ এবং কামানের গোলা বানানোর কাজ করছে। ছবিটি ১৯৪৫ সালে তোলা।
ছবি – ০৪ঃ
ছবিতে ফিল্ড মার্শাল স্যার বার্নার্ড মন্টগোমারি ১৯৪৪ সালের অক্টোবরে হোল্যান্ডের কমান্ড কার্ভায় কিং জর্জ 6-এর কাছে মিত্র বাহিনীর একটি কৌশল ব্যাখ্যা করছেন ।
ছবি – ০৫ঃ
ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত চার্চিল ক্রোকডাইল ফ্লেইম থ্রুয়ার নামে ট্যাংকটির কার্যক্রম দেখা যাচ্ছে, আগস্ট ১৯৪৪ ।
ছবি – ০৬ঃ
ছবিতে ১৯৪২ সালে ডোভারে অবস্থিত কোস্টাল আর্টিলারী সদর দপ্তরে কর্মরত কিছু সেনা সদস্য।
ছবি – ০৭ঃ
ছবিতে ব্রিটিশ প্যারাট্রোপাররা ১৯৪৪ সালের ২২ এপ্রিল এ উইল্টশায়ারের ডাউন আম্পনিতে অবস্থিত আর.এ.এফ ডাকাটা থেকে প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য তৈরি হচ্ছে।
ছবি – ০৮ঃ
ছবিতে যুক্তরাষ্ট্রের ৮ম এয়ার ফোর্সের ৯১তম বোম্ববার গ্রুপের বি-১৭ এফ বিমান লরিয়েন্ট এর U-boat pens আক্রমণ করতে যাচ্ছে, মে ১৯৪৩ ।
ছবি – ০৯ঃ
ছবিতে জেনারেল ডুয়াইট ডি আইসেন আওয়ার লন্ডনে মিত্র বাহিনীর হেড কোয়ার্টারে তার সিনিয়র কমান্ডারদের সাথে, ফেব্রুয়ারি, ১৯৪৪ ।
ছবি – ১০ঃ
ছবিতে ইতালীতে রয়াল আর্টিলারীর ৭৫তম মিডিয়াম রেজিমেন্ট এর ৫.৫ ইঞ্চি বন্ধুক বাহক দল, সেপ্টেম্বার, ১৯৪৩ ।
ছবি – ১১ঃ
ছবিতে ৩.৭ ইঞ্চি অ্যান্টি এইয়ার ক্রাফট অস্ত্র গান সাইট এ একটি “এ টি এস পটার”, ডিসেম্বর, ১৯৪২ ।
ছবি – ১২ঃ
ছবিতে ম্যানচেস্টারের পাশেই উডফোর্ড এ AVRO এর অ্যাসেম্বলি প্যান্ট এ ল্যাংকাস্টার বোম্বার বিমান প্রায় নির্মিত অবস্থায়।
ছবি – ১৩ঃ
ছবিতে ষষ্ঠ আর্মারড ডিভিশনের কয়েকজন সৈনিক তিউনিসিয়ার এল আরোসায় তাদের ক্রুসেডার ট্যাংক এর ব্যারেল পরিষ্কার করছে, মে ১৯৪৩ ।
ছবি – ১৪ঃ
ছবিতে পদাতিক বাহিনীর মহিলারা ফাঁদ বানানোর জন্য কালফোর্ড এর ক্যাম্পে গাছের কান্ড কাটছে, ১৯৪৩ ।
ছবি – ১৫ঃ
ছবিতে গাম্বিয়ার ইয়ুন্ডুমে স্থানীয় শ্রমিকরা সৈনিকদের লক হিড হাডসন এর ইঞ্জিন পাল্টাতে সাহায্য করছে, এপ্রিল, ১৯৪৩ ।
ছবি – ১৬ঃ
ছবিতে জনগণ হোয়াইট হলের সিনোটাফে ইউরোপ বিজয় উদযাপন করছে, ৮ মে ১৯৪৫।
তথ্যসূত্রঃ
repaglinide over the counter – cheap empagliflozin buy jardiance sale