x-video.center fuck from above. azure storm masturbating on give me pink gonzo style. motphim.cc sexvideos

পৃথিবীর ১০ টি রহস্যজনক স্থান যা বিজ্ঞানীদের কাছেও রহস্যই রয়ে গেছে

TravelDigg.com
0

আমাদের বিস্মিত করার জন্যে পৃথিবীর ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে ব্যাখ্যাবহুল এমন কিছু প্রাকৃতিক বিস্ময় যা আমাদেরকে পৃথিবী বিজ্ঞান সম্পর্কে জানার জন্য কিছুটা হলেও উদ্বুদ্ধ করে তোলে। এই স্থানসমূহের মধ্যে কিছু স্থানে পৌঁছানো মোটামুটি অসাধ্য সাধনের সমান, আর কিছু স্থান সারা বিশ্বের পর্যটকদের গন্তব্যস্থল। এই সকল স্থান বিজ্ঞানীদের ব্যস্ত রাখে উত্তর খোঁজার কাজে, আর বিশ্ব আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে সেই সকল রহস্যের উদঘাটন করে।

রক্তের ঝর্ণা (ব্লাড ফলস), এন্টার্কটিকা

বেশির ভাগ মানুষ নিজের চোখে ব্লাড ফলস অবলোকন করতে পারবেনা, কিন্তু দৃশ্যটি অত্যন্ত চমকপ্রদঃ টেইলর গ্লেসিয়ার এর শ্বেত-শুভ্র গা বেয়ে রক্তলাল ঝর্ণা বয়ে পরছে। এই ঝর্ণা প্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর ১৯১১ সালে, যিনি প্রথম টেইলর গ্লেসিয়ারে অভিযান চালান এবং তার নামানুসারে এর নামকরণ করা হয়। গ্লেসিওলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্টরা এই রহস্যময় লাল প্রবাহের কারণ অন্বেষণ করছেন।

রক্তের ঝর্ণা (ব্লাড ফলস), এন্টার্কটিকা
রক্তের ঝর্ণা (ব্লাড ফলস), এন্টার্কটিকা Source: Wikipedia

তারা এই উপসংহারে এসেছেন যে, রক্তরাঙা এই পানির উৎস হল ভূগর্ভস্থ জলাশয় যেখানে লোহার আধিক্য রয়েছে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে, বরফের ১৩০০ ফিট নিচে উদ্ভিজ্জাণু বিদ্যমান যা লোহা এবং সালফার পূর্ণ পানির মধ্যে এখন টিকে আছে।

 ম্যাগনেটিক হিল, মঙ্কটন, নিউ ব্রান্সউইক

এমন কি আছে যা একটি গাড়িকে কোন রকম শক্তিপ্রয়োগ ছাড়াই পেছন দিকে টেনে নিয়ে যাবে? পৃথিবীর অন্তর্নিহিত কোন চুম্বকীয় ক্ষমতা? নাকি এর থেকেও চমৎকার কিছু? এমনই এক জায়গা রয়েছে কানাডার প্রদেশ নিউ ব্রান্সউইক এর মঙ্কটন শহরের উত্তর-পশ্চিম প্রান্তে, যা ম্যাগনেটিক হিল হিসেবে পরিচিত। ১৯৩০ সালে যখন ম্যাগনেটিক হিলের ঘটনা প্রচারণা লাভ করতে থাকে, তখন থেকে আজ পর্যন্ত এই স্থানের চুম্বকীয় ক্ষমতার পেছনের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে।

 ম্যাগনেটিক হিল, মঙ্কটন, নিউ ব্রান্সউইক
ম্যাগনেটিক হিল, মঙ্কটন, নিউ ব্রান্সউইক Source: Flickr

এই স্থান পর্যটকদের আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে আবিষ্কারের পর থেকেই। অবিস্মরণীয় এই চুম্বকীয় ক্ষমতা পরখ করতে চাইলে গাড়ির চালককে অবশ্যই নির্দিষ্ট পরিমানের ফী দিতে হবে গাড়িকে রাস্তার শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে। তারপর যখন গাড়ির ইঞ্জিন বন্ধ করা হবে তখন গাড়িটি চুম্বকীয় ক্ষমতার বলে পেছনে গড়ান শুরু করবে।

সার্টসি, আইসল্যান্ড

যদি কেও আপনাকে খুব জোর সহকারে বলার চেষ্টা করে যে পৃথিবীতে নতুন কিছুই নেই, তাহলে তাদেরকে জানান আইসল্যান্ডিক দ্বীপ সার্টসি এর ব্যাপারে। আইসল্যান্ডের ভেস্তমানেয়ার আরকিপেলেগো শহরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ এই সার্টসি। ১৯৬৩ সালের পূর্বে এই দ্বীপের অস্তিত্ব ছিলনা।

সার্টসি, আইসল্যান্ড
সার্টসি, আইসল্যান্ড Source: The Telegraph

১৯৬৩ সালে সমুদ্রপৃষ্ঠের ১৩০ মিটার নিচে সংঘটিত ওয়েস্টম্যান আইল্যান্ডের এক জলস্থ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপের উৎপত্তি। অগ্ন্যুৎপাত চলতে থাকে ১৯৬৭ সালের ৫ জুন পর্যন্ত এবং বন্ধ হওয়ার পর সেই স্থানে এক দ্বীপের সৃষ্টি হয় যা আগে সেখানে ছিল না। এই নতুন দ্বীপের নামকরণ করা হয় নোর্স পুরাণের আগুণের ইয়োটুন বা দৈত্য সার্টর এর নামানুসারে।

মোয়েরাকি বোলডার্স, নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলে কোয়েকোহে সমুদ্র সৈকত অবস্থিত এবং সেই সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় উপবৃত্তাকার পাথর, যার একেকটির পরিধি প্রায় ১২ ফিট। হাজার হাজার বছর আগে সমুদ্রের নিচে এই পাথরগুলোর সৃষ্টি। জীবাশ্ম বা ঝিনুকের মত খনিজ পদার্থ ও পলি সংগ্রহ করে করে শক্ত মজবুত এই পাথর সৃষ্টি হয়েছে, যেমন করে সৃষ্টি হয় ঝিনুকের ভেতরের মুক্তা। ধূসর বর্ণের উপবৃত্তাকার এই পাথরগুলো উপকূলীয় ভাঙ্গনের ফলে সৈকতে এসে জড়ো হয়েছে। স্থানীয় মাওরি লোককাহিনী অনুসারে এই পাথরসমূহ আরাই-তে-উরু নামক এক বিশাল নৌযানের ইল বাস্কেট, ক্যালাবাস এবং কুমারার ধ্বংসাবশেষ।

মোয়েরাকি বোলডার্স, নিউজিল্যান্ড
মোয়েরাকি বোলডার্স, নিউজিল্যান্ড

তবে জিওলজিস্টদের মতে সেপটারিয়ান কনক্রিশন বলতে যা বুঝায়, তার একমাত্র উদাহারন নয় মোয়েরাকি বোলডার্স। নিউজিল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলে হোকিয়াঙ্গা বন্দরের কাছে এমনই আরেকটি স্থান রয়েছে যার নাম কোউটু বোলডার্স। তবে মোয়েরাকি বোলডার্স পৃথিবীর বৃহত্তম পাথরগুলোর মধ্যে অন্যতম। পাথরগুলোর বিভিন্ন অংশ এবং পাথরগুলোর ভেতরের ফাটল কেন সৃষ্টি হচ্ছে তা নিয়ে গবেষণা করা হচ্ছে।

লংইয়ারবেইন, নরওয়ে

২০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত গ্রিনল্যান্ডের উত্তরে আর্কটিক সাগরে অবস্থিত নরওয়েইয়ান আরকিপ্যালেগো স্ভালবার্ডে সূর্য অস্ত যায় না। এই ঘটনাটি সেখানে অবস্থিত মানুষের দেহ ঘড়ির উপর বিরূপ প্রভাব ফেলে। সূর্য অস্ত না যাওয়ার ফলে এই সময়কালে কখন দুপুর, কখন মধ্যরাত বা কখন নতুন একটা দিনের শুরু তা বুঝে ওঠাই মুশকিল হয়ে পরে।

পামুক্কালে, তুর্কি

পামুক্কালে, যার অর্থ “তুলার প্রাসাদ”, তুর্কির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দেনিজলি প্রদেশের এক প্রাকৃতিক স্থান। এলাকাটি তার প্রাকৃতিক উষ্ণ জলাশয় এবং ট্রাভেরটাইনের প্রকাণ্ড সাদা চত্বরের জন্য বিখ্যাত, যা মূলত প্রবাহিত পানির থেকে যাওয়া কার্বনেটেড খনিজ পদার্থ দিয়ে সৃষ্ট। এই এলাকায় মোট ১৭ টি প্রাকৃতিক উষ্ণ জলাশয় আছে।

পামুক্কালে, তুর্কি
পামুক্কালে, তুর্কি Source: Rusty Travel Trunk

খ্রিস্টপূর্ব ২ শতাব্দী থেকে আজ পর্যন্ত দেনিজলির কাছে অবস্থিত এই এলাকা তাদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য যারা খনিজ পদার্থ সমৃদ্ধ এই উষ্ণ জলাশয় গুলো থেকে উপকৃত হতে চায়। বর্তমানে প্রাচীন পবিত্র নগর হিয়েরোপলিসের জলাশয়ের অবশিষ্টাংশ এখন বিদ্যমান, কিন্তু “তুলার প্রাসাদ” এর এমন চত্বর, পাহাড় চূড়া এবং স্থির সাদা ঝর্ণার প্রাকৃতিক দৃশ্য সত্যিকার অর্থে মনোমুগ্ধকর।

রেসট্র্যাক প্লেয়া, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া

রেসট্র্যাক প্লেয়া বা দ্য রেসট্র্যাক মূলত শুকিয়ে যাওয়া একটি বিশাল হ্রদ, যার গায়ে “সেইলিং স্টোন” বা অভিযাত্রী পাথরের মুদ্রন অংকিত আছে। ১৯১৫ সাল থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা শুষ্ক এই হ্রদের গায়ে দাগের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা প্রথম সকলের নজরে আসে যখন একজন ভ্রমণকারী এবং তার স্ত্রী লক্ষ্য করল যে, সেই স্থানের পাথরগুলো কোন না কোন উপায়ে শুকনো মাটিতে স্থান পরিবর্তন করছে।

রেসট্র্যাক প্লেয়া, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া
রেসট্র্যাক প্লেয়া, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া  Source: Smithsonian Journeys

আর স্থান পরিবর্তনের এই ঘটনার পেছনে অবশ্যই কোন মহাজাগতিক শক্তি কাজ করেছে। কিন্তু কেমন সেই শক্তি? “সেইলিং স্টোন” সম্পর্কে ২০১১ সালের একদল পদার্থবিদ কর্তৃক প্রদত্ত তত্ত্ব অনুসারে, পাথরের চারপাশে জমে যাওয়া বরফের কারণে পাথরগুলো তাদের স্থান পরিবর্তন করে এবং মাটিতে চিহ্ন রেখে যায়। অনেক অভিযাত্রী এখনো এর থেকেও রহস্যময় কোন বিশ্লেষণের অপেক্ষায় রয়েছে।

ইটার্নাল ফ্লেম ফলস (অনন্ত শিখার জলপ্রপাত), অর্চার্ড পার্ক, নিউইয়র্ক

পশ্চিম নিউইয়র্কের চেস্টনাট রিজ পার্কের সংরক্ষিত শেল ক্রিক অংশে অবস্থিত ছোট একটি জলপ্রপাত   ইটার্নাল ফ্লেম ফলস। ঝর্ণার ভিত্তিতে ছোট একটি ছিদ্রের মধ্য দিয়ে অনবরত প্রাকৃতিক গ্যাস নির্গত হয়, যার মাধ্যমে সামান্য শিখা প্রজ্বলন করা যেতে পারে। প্রায় সারা বছর এই শিখা প্রজ্বলিত থাকে। যদিও এই আগুন নেভানো সম্ভব, এই শিখা সবসময় জ্বেলে রাখতে হয়।

ওল্ড ফেইথফুল, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান

ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের দাবি অনুযায়ী, পৃথিবীর সর্বোচ্চ ঘনত্বের গিসার বা উষ্ণ প্রস্রবণ অবস্থিত। গিসার হল অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট উষ্ণ পানির প্রবাহ। পার্কে প্রায় ৩০০ টি গিসার এর সন্ধান মিলেছে এবং তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হল ওল্ড ফেইথফুল। মূলত, ১৮৭২ সালে আমেরিকার প্রথম ন্যাশনাল পার্ক ইয়েলস্টোন গড়ে ওঠার পেছনে প্রধান কারণ হল এই ওল্ড ফেইথফুল গিসার।

ওল্ড ফেইথফুল, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান
ওল্ড ফেইথফুল, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান

ওল্ড ফেইথফুল নামটি এসেছে নিয়মিত অগ্ন্যুৎপাতের ফলে, যা প্রতি ৫৫-১২০ মিনিট পর পর ঘটে এবং ২-৫ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট উষ্ণ পানির এই প্রস্রবণ দেখতে প্রতিবছর ৩৫ লাখের বেশি মানুষ ইয়েলোস্টোনে ভিড় জমায়। এই পর্যন্ত ইয়েলোস্টোনে ১০০০০০০ এরও বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

রেলাম্পাগো ডেল কাতাতুম্বো ( কাটাটুম্ব এর বজ্রপাত ), ওলোগা, ভেনিজুয়েলা

কাটাটুম্ব এর বজ্রপাত ভেনিজুয়েলার বায়ুমণ্ডলীয় এক প্রপঞ্চ। এই ঘটনা শুধুমাত্র লেক মারাকাইবোতে নিমজ্জিত কাটাটুম্ব নদী মুখে ঘটে থাকে। সেই স্থানের আর্দ্রতা, পর্বতমালার উচ্চতা এবং সমুদ্র থেকে প্রবাহিত বাতাসের সংঘর্ষের ফলে মারাকাইবো এর দক্ষিণ-পশ্চিমাঞ্চল কোণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত ঘটে (প্রতি বর্গ কিলোমিটারে ২৫০ টি বজ্রপাত )।

রেলাম্পাগো ডেল কাতাতুম্বো ( কাটাটুম্ব এর বজ্রপাত ), ওলোগা, ভেনিজুয়েলা
রেলাম্পাগো ডেল কাতাতুম্বো ( কাটাটুম্ব এর বজ্রপাত ), ওলোগা, ভেনিজুয়েলা Source: BBC.com

প্রতি বছরের মে এবং অক্টোবর মাসের শুরুতে বছরে  ২০০ রাত ধরে বজ্রপাতের খেলা চলে। মাঝে মাঝে প্রতি মিনিটে ২৫ টিরও বেশি বজ্রপাতের ঘটনাও আছে। এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস প্রতি মিনিটে ১২ টির বেশি বাজ পরলে তাকে সীমাতিরিক্ত বলে ঘোষণা করেছেন। কাটাটুম্ব নদীর মাঝে বজ্রপাতের এই খেলা অবলোকন করতে অভিযাত্রিক দল নির্ঘুম রাত কাটিয়ে দেয়। আর এর ফলে এই স্থান ভ্রমনপিপাসুদের তীর্থস্থানে পরিণত হয়েছে।

 

 

তথ্যসুত্রঃ

https://www.atlasobscura.com/places/blood-falls

https://en.wikipedia.org/wiki/Moeraki_Boulders

https://en.wikipedia.org/wiki/Pamukkale

https://en.wikipedia.org/wiki/Death_Valley

https://en.wikipedia.org/wiki/Old_Faithful

https://en.wikipedia.org/wiki/Catatumbo_lightning

Leave A Reply
sex videos ko ko fucks her lover. girlfriends blonde and brunette share sex toys. desi porn porn videos hot brutal vaginal fisting.