x-video.center fuck from above. azure storm masturbating on give me pink gonzo style. motphim.cc sexvideos

ইন্টারনেট আসক্তিঃ ইন্টারনেটকে ফলদায়করুপে ব্যবহারের ৬ টি উপায়

Source: iMoney.ph
1

ছুটির দিন, অথবা হাতে সময় আছে-আপাতত কিছু করার নেই, এমন অবস্থায় অজান্তেই সময়গুলো পার হয়ে যায় ইন্টারনেটে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম অথবা ইউটিউবেই পুরো সময়টা পার হয়ে যায়। ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, গৃহিণী এমনকি যেকোনো বয়সের লোকেরই দৈনন্দিন জীবনের প্রচুর সময় নষ্ট হয় ইন্টারনেটের খপ্পরে। জানা থাকা স্বত্বেও উপকারি অনেক ওয়েবসাইটেও ঢু মারতে ভুলে যাওয়া হয়। ঐ শেষমেষ “কয়টা লাইক পেলাম”, “কত মজা করছে ওরা!!” তে গিয়েই দিনটা ঠেকে শেষমেষ। ইন্টারনেট এর আসক্তিকর দিক কিন্তু এগুলোই।

কিন্তু চাইলেই সচেতন ভাবে এ ব্যাপারগুলো এড়ানো সম্ভব ইন্টারনেটকে।

নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা কিংবা টুকটাক উপার্জনের মাধ্যম হিসেবে।

দেখে নিন এই ৬ টি উপায় যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে আপনার দক্ষতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোয়ন্নন সম্ভব।

নতুন ভাষা শিখুন:

নতুন ভাষা শেখা, একজন নতুন মানুষ হয়ে যাওয়ার মত“-মুরাকামি।

বাংলা ভাষার পাশাপাশি আমরা কমবেশি ইংরেজি ভাষা বুঝি, লিখতে পারি বা বলতে পারি। হিন্দী ভাষাও টুকটাক বুঝতে-বলতে পারি আমরা বাংগালি ভাষাভাষি জনগোষ্ঠী।

নৃতাত্ত্বিকদের মতে, নতুন ভাষায় দক্ষতা অর্জন যেকোনো জনগোষ্ঠীরই আত্মিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ। বিদেশ যাত্রা সহজ করার জন্য আমাদের অনেকেরই আগ্রহ থাকে স্প্যানিশ, জার্মান(ডাচ) ও রুশ, চাইনিজ ভাষার প্রতি। নতুন একটা ভাষার সাথে পরিচিতি প্রক্রিয়া যেকোনো ব্যক্তির মস্তিষ্কেই বিশেষ কিছু হরমোন নি:স্বরণ ঘটায় যা মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। এছাড়াও যেকোনো ভাষার সাহিত্য, যা আমরা ইংরেজি অনুবাদ পড়ে অভ্যস্ত তাতে আমরা ঐ সাহিত্যের আসল রস আস্বাদনে ব্যর্থ হই।

ইন্টারনেটে ভাষা শেখার বিভিন্ন ওয়েবসাইট, ভিডিও আছে যেকোনো ভাষা শেখার সহজ ধাপ উল্লেখ সহ। গুগলে সার্চ করুন অথবা ইউটিউবে। নিজের মত করেই খুঁজে পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোর্স মেটেরিয়াল।

এছাড়াও আপনার মুঠোফোনেও নামিয়ে নিতে পারেন বিভিন্ন এপস।

Duolingo এপটি নামিয়ে নিতে পারেন প্লে-স্টোর থেকে। অনেক অনেক ভাষার সহজ ও উপভোগ্য অনুশীলন ধাপ পাবেন এই এপটিতে যা প্রতিদিন কয়েক মিনিট ব্যবহার করেও শুরু হতে পারে নতুন ভাষা শেখার নবযাত্রা।

তবে যেকোনো বিষয়ের মতই এ কাজে দরকার আপনার একটুখানি ধৈর্য ও ধারাবাহিকতা।

 

শিখে নিতে পারেন বিভিন্ন DIY(Do It Yourself) ট্রিক্স:

অনেকেই আমরা DIY টার্মটির সাথে পরিচিত। এর মানে হল নিজে নিজেই করো।

-“নিজে নিজেই কি করব?

আপনার যা খুশি

ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে টুকটাক প্রয়োজনীয় আসবাব কিংবা যন্ত্রপাতি অথবা আপনার বাচ্চার জন্য খেলনা যেকোনো কিছুরই লিখিত তালিম অথবা ভিডিও দেখে নিতে পারেন ইউটিউব কিংবা বিভিন্ন DIY ওয়েবসাইট থেকে।

www.instructables.com ইন্টারনেটের DIY জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢুঁ মারুন, পছন্দ অনুযায়ী ক্যাটাগরি বেছে হারিয়ে যান নিজে নিজেই কিছু করার রাজ্যে।

 

রান্না অথবা রেসিপি শিখুন:

রান্নাবান্না পারাটা জীবনের মৌলিক দক্ষতাগুলোর একটি, মানুন আর নাই মানুন। “মা-খালা-বোন-বুয়া” এই জাতিই শুধু রান্নার দায়িত্বে নিয়োজিত এই ধারণা থেকে বাংগালি বেরিয়েছে আরো আগেই।

Allrecipes.com এ ব্রিটিশ, থাই, চাইনিজ বিভিন্ন অথেন্টিক বিদেশি খাবারের রেসিপি পাবেন। এছাড়াও যখন যা রাঁধতে মন চাচ্ছে তা গুগল কি ইউটিউবে সার্চ দিয়ে অজস্র রেসিপি থেকে বেছে নিন আপনার পছন্দমত রেসিপিটি।

এছাড়াও কাটাকুটির বিভিন্ন উপায়, রান্নার বিভিন্ন রকম পদ্ধতি সহ আরো নানা জিনিস শিখে নিতে পারেন ইন্টারনেট ব্যবহার করে।

 

ছবি বা ভিডিও বিক্রয় করতে পারেন ইন্টারনেট স্টক মার্কেটে:

shutterstock.com, photodune.com, videohive.com হল ইন্টারনেটে স্টক ছবি বা ভিডিও বিক্রির জনপ্রিয় মাধ্যমগুলোর কয়েকটি। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে থাকেন শখের বশে কিংবা প্রফেশনাল ভাবে, তারা ঘেঁটে দেখতে পারেন এই ইন্টারনেট মার্কেটপ্লেসগুলি। দেখুন, যাচাই করুন কি ধাচের ছবি বা ভিডিও ক্রয়-বিক্রয় হচ্ছে, সিদ্ধান্ত নিন, নেমে পরুন মাঠে।

 

বই পড়ুন ইন্টারনেটে:

বই পড়ার অভ্যাস থেকে আমাদের এই জেনারেশনের অনেকেই বঞ্চিত। অনেক সমাজবিজ্ঞানীরই ধারণা, নতুন প্রজন্মের অবক্ষয় ও বিচ্ছিন্নতার জন্য বই না পড়ার অভ্যাস দায়ী

বই কিন্তু অনেক আগেই চলে এসেছে মুঠোফোনে ও কম্পিউটারের পর্দায়। বইপ্রেমী অনেকের কাছেই তা সৃষ্টি করেছে নতুন মাত্রা। যারা Aldiko এবং Moon+Reader ব্যবহার করেছেন তারা জানেন বিভিন্ন বিষয়ের কি পরিমাণ বই আছে তাদের দখলে। শিশু সাহিত্য থেকে শুরু করে, ফিকশন, নন ফিকশন, জীবনী কি নেই এই ইন্টারনেটে!

বাংলা ভাষার অনেক দুষ্প্রাপ্য বইও পাওয়া যাচ্ছে অনেক ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরূণ সম্পূর্ণ নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছে grontho.com নামক ওয়েবসাইটটি যা নি:সন্দেহে বাংলা ভাষার দূর্লভ বইয়ের জন্য একটা মাইলফলক স্থাপন করেছে।

 

ফ্রি-কোর্স করুন আপনার পছন্দের যেকোনো বিষয়ে:

শিখুন এমন কিছু যে বিষয়ের উপর আপনার আগ্রহ আছে কিংবা এমন কোনো বিষয়ে যা নিয়ে হাল্কা-পাতলা বিভ্রান্তি আছে আপনার। বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে অজস্র বিষয়ে অনলাইন পাঠদান করে থাকে। MIT এরও রয়েছে MIT Courseware নামে খুবই কার্যকরী একটি ওয়েবসাইট। ইঞ্জিনিয়ারিং, কলা, ফলিত সহ বিভিন্ন বিষয়ের কোর্স প্লান পাবেন ওয়েবসাইটটিতে যেগুলিতে আপনি অংশ নিতে পারবেন সরাসরি, পড়তে পারবেন সংশ্লিষ্ট  বিভিন্ন বই এবং অংশ নিতে পারবেন বিভিন্ন এসাইনমেন্ট ও হোমওয়ার্কে।

এছাড়াও CourseraedX ওয়েবসাইটগুলি ব্যবহার করেও অংশ নিতে পারবেন বিভিন্ন অনলাইন কোর্সে

 

এইতো। এগুলো ছাড়াও আরো বিভিন্ন উপায়ে ইন্টারনেটে ভালো ভাবে সময়টা পার করা যায়। “অহনার গহনাগুলো কি সুন্দর!!“, “কবে যে এই গিয়ারগুলো কিনব??” ইন্টারনেটে থেকে থেকে এই আস্ফালনগুলো কাটিয়ে ওঠার সময় এসেছে।

আপনি চাইলেই পারবেন ইন্টারনেটে একটু সময় দিয়েই নিজের দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে অথবা নিজের দক্ষতা বাড়াতে কিংবা এতকিছুই না-একটু ভাল সময় কাটাতে।

Leave A Reply
1 Comment
  1. Kbrqpc says

    levaquin 500mg over the counter levaquin 250mg over the counter

sex videos ko ko fucks her lover. girlfriends blonde and brunette share sex toys. desi porn porn videos hot brutal vaginal fisting.