x-video.center fuck from above. azure storm masturbating on give me pink gonzo style. motphim.cc sexvideos

বিশ্বের শীর্ষ ১০ উদ্যোক্তা

Source: Alvexo
1

পড়ালেখা শেষ করে বেশিরভাগ মানুষই চাকুরী খোঁজেন। কেউ কেউ আবার পারিবারিক ব্যবসায় যোগদান করেন। খুবই অল্প কিছু মানুষ থাকেন, যারা চাকুরী-বাকুরীর পেছনে না দৌড়ে নিজে নিজে কিছু করার চেষ্টায় লেগে যান। এঁরাই হলেন উদ্যোক্তা। দুনিয়াব্যাপী উদ্যোক্তাদের মূলমন্ত্র একটাই, ‘চাকরী করব না, চাকরী দেব।’ এখন আসুন পৃথিবীর শীর্ষ ১০ উদ্যোক্তা সম্পর্কে জেনে নেয়া যাক।

১. জেফ বেজোস:

তুমুল জনপ্রিয় Amazon.com এর প্রতিষ্ঠাতা এবং সিইও এই ব্যক্তি একইসাথে একজন সফল বিনিয়োগকারীও বটে। ২০০০ সালে তিনি ‘Blue Origin’ নামক এরোস্পেস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন।

জেফ বেজোস
জেফ বেজোস
Source: IBTimes UK

২০১৩ সালে তিনি ওয়াশিংটন পোষ্ট সংবাদপত্রের মালিক হন। ই-কমার্স এবং ই-মার্কেটিং এর সম্প্রসারণের পেছনে এই ব্যক্তির অবদান অপরিসীম। তাঁর মোট অর্থের পরিমাণ ১৪০.৮ বিলিয়ন ইউএস ডলার। যা তাঁকে বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা হিসেবে পরিচিত করেছে।

২. বিল গেটস:

বিল গেটসের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তিনি একজন আমেরিকান বিজন্যাস ম্যাগনেট, একজন সফল প্রোগ্রামার এবং একজন বিনিয়োগকারী। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বের হয়ে তিনি মাইক্রোসফট নামক প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।

বিল গেটস
বিল গেটস
Source: HDWallSource.com

বর্তমানে তিনি মাইক্রোসফটের সিইও এবং চিফ সফটওয়ার আর্কিটেক্ট। তাঁর বর্তমান অর্থের পরিমাণ প্রায় ৯৩.২ বিলিয়ন ইউএস ডলার। তিনি প্রতিবছর প্রচুর পরিমাণ অর্থ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এবং উন্নয়নমুখী গবেষণার কাজে দান করে থাকেন।

৩. ওয়ারেন বাফেট:

এই আমেরিকান বিজন্যাস ম্যাগনেট Berkshire Hathway নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিইও। তাঁর মোট অর্থের পরিমাণ ৮১.১ বিলিয়ন ইউএস ডলার এবং গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সেই অর্থের ৯৯% দান করে দেওয়ার অঙ্গিকার গ্রহণ করেছেন।

ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেট
Source: BCFocus

ওমাহা তে জন্ম নেওয়া এই ব্যক্তির ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি অনেক আগ্রহ ছিল। ১৯ বছরে গ্রাজুয়েশন শেষ করে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখান থেকেও গ্রাজুয়েশন শেষ করেন।

৪. কার্লস স্লিম হেলু:

মেক্সিকো তে জন্ম নেওয়া এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে অগ্রগামী উদ্যোক্তাদের মধ্যে একজন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

কার্লস স্লিম হেলু
কার্লস স্লিম হেলু
Source: Conectando Átomos

তাঁর মোট অর্থের পরিমাণ প্রায় ৬৪ বিলিয়ন ইউএস ডলার। তিনি শিক্ষা, স্বাস্থ্য,ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচ্যারিং, রিয়েল এস্টেট, পরিবহণ ইত্যাদি খাতে বিনিয়োগ করে থাকেন।

৫. ল্যারি এলিসন:

ল্যারি এলিসন শুধু একজন ব্যবসায়ী ই নন, তিনি একই সাথে একজন বিশ্বপ্রেমিকও বটে। তিনি ওরাকল কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও। নিউইয়র্কে জন্ম নেওয়া এই ব্যক্তি শিকাগো নিউজার্সিটিতে লেখাপড়া করেন।

ল্যারি এলিসন
ল্যারি এলিসন
Source: Giant Entrepreneurs

কিন্তু সেখান থেকে গ্রাজুয়েশন শেষ না করে ১৯৬৬ সালের দিকে ক্যালিফোর্নিয়ায় চলে যান। তাঁর মোট অর্থের পরিমাণ ৫১.২ বিলিয়ন ইউএস ডলার এবং তিনি তাঁর মোট সম্পদের ১% দান করে যেতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তিনি ১৯৭৭ সালে ‘ওরাকল’ শুরু করেন, যা তাঁকে সফল একজন উদ্যোক্তা হয়ে উঠতে সহায়তা করেছে।

৬. চার্লস কথ:

কথ ইন্ডাস্ট্রীজের সিইও এই ব্যক্তি একইসাথে একজন বিশ্বপ্রেমিক। তাঁর মোট অর্থের পরিমাণ ৩৬ বিলিয়ন ইউএস ডলার। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই কথ ইন্ডাস্ট্রি কেমিক্যাল, তেল, পলিমার, ফাইবার এবং বিভিন্ন খনিজ বিক্রয় করে থাকে।

চার্লস কথ
চার্লস কথ
Source: The Pages – Business & Lifestyle Magazine

একই সাথে বিভিন্ন ধরণের কৃষিসামগ্রী যেমনঃ সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিও বিক্রয় করে। এই কোম্পানির এত সফলতা তাঁকে একজন সফল উদ্যোক্তা হিসেবে উপরে উঠতে সহায়তা করেছে।

৭. আমানসিও ওর্তেগা:

স্পেনে জন্ম নেওয়া এই ব্যক্তি নিজের নাম বিশ্বের সফল উদ্যোক্তাদের তালিকায় অত্যন্ত সফলতার সাথে ধরে রেখেছেন।

আমানসিও ওর্তেগা
আমানসিও ওর্তেগা
Source: Business Insider

তিনি ‘ইন্ডিট্যাক্স গ্রুপ’ নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও। এই প্রতিষ্ঠানটি মূলত কাপড় এবং বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করে থাকে। তাঁর মোট অর্থের পরিমাণ ৭৩.৫ বিলিয়ন ইউএস ডলার। তিনি বিভিন্ন ক্যাথলিক রিলিফ অর্গানাইজেশনের মাধ্যমে দান-ধ্যানের কাজেও নিয়োজিত আছেন।

৮. মার্ক জাকারবার্গ:

ফেসবুকের প্রতিষ্ঠাতা এই তরুণকে কে না চেনেন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তা।বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত ফেসবুক এখন কোটি কোটি মানুষ ব্যবহার করছে।তাঁর মোট অর্থের পরিমাণ ৭৩.৪ বিলিয়ন ইউএস ডলার।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ
Source: El Ciudadano

তিনি তাঁর মোট অর্থের ৯৯% ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ এ দান করে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।এই প্রতিষ্ঠান শিক্ষা,স্বাস্থ্য এবং গবেষণার কাজে বিনিয়োগ করে থাকে।বর্তমান তরুণ সমাজের নিকট মার্ক জাকারবার্গ একজন জীবন্ত অনুপ্রেরণার নাম।

৯. মাইকেল ব্লুমবার্গ:

মাইকেল ব্লুমবার্গ একজন সক্রিয় রাজনীতিবিদ এবং নিউইয়র্ক শহরের ১০৮ তম মেয়র। একইসাথে তিনি একজন সফল উদ্যোক্তা।

মাইকেল ব্লুমবার্গ
মাইকেল ব্লুমবার্গ
Source: Inc. Plan (USA)

তিনি ব্লুমবার্গ ফাউন্ডেশনের একজন সক্রিয় সিইও যা নিউইয়র্ক শহরের মিডিয়া এবং ফিন্যান্সিং ডাটার উপর কাজ করে থাকে।তাঁর মোট অর্থের পরিমাণ ৪৬.৭ বিলিয়ন ইউএস ডলার। রাজনীতি এবং ব্যবসাই কেবল নয়, তিনি একইসাথে একজন বিশ্বপ্রেমিক এবং দানকর্তাও বটে।

১০. ডেভিড কথ:

একজন উদ্যোক্তা হওয়ার সাথে সাথে তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ, বিশ্বপ্রেমিক এবং একজন ক্যামিকেল ইঞ্জিনিয়ার। তাঁর মোট অর্থের পরিমাণ ৪৪.২ বিলিয়ন ইউএস ডলার। তিনি বিভিন্ন মেডিকেল রিসার্চের কাজে অর্থ প্রদান করে থাকেন। তিনি একজন এমআইটি গ্র্যাজুয়েট।

ডেভিড কথ
ডেভিড কথ
Source: Forbes

বর্তমানে তিনি কথ ইন্ডাস্ট্রীজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। নানান দান-ধ্যানের কারণে তিনি রাজনৈতিক মহলেও অনেক খ্যাতি কুড়িয়েছেন। যা একই সাথে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার মজবুত করেছে।

Source Feature Image
Leave A Reply
1 Comment
  1. Hprlqr says

    levaquin drug generic levaquin 250mg

sex videos ko ko fucks her lover. girlfriends blonde and brunette share sex toys. desi porn porn videos hot brutal vaginal fisting.