কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

2

প্রতিদিন যারা ঘুমাতে যাওয়ার আগে ভাবি সারাটা দিন নষ্ট হল, কিছুই করা হয় নি। কালকে থেকে সবকিছুই ঠিক ঠাক করে করব, তাদের জন্য এই লিখায় আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন কিছু সার্ভিস যেগুলো ব্যবহার করলে আপনার দিনটা আগের মত এতোটা বৃথা যাবে না। তবে বলে রাখছি, এখানে সব সার্ভিসই যে সবার জন্য তা কিন্তু নয়। ব্যক্তি ভেদে কারো কাছে কোনটা খুবই উপকারী মনে হবে আবার কোনটা হবে না। তাহলে চলুন দেখে আসি এমন ১০ টি ওয়েবসাইট যা কিনা আপনার কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে ।

Unroll Me

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

আপনাদের মধ্য যারা ইমেইল নিয়মিত ব্যবহার করেন এবং ইমেইল বক্স এ ঢুকলেই সব আজে বাজে ইমেইল দেখে মাথা গুলিয়ে আসে তাদের জন্য স্বস্তি দিতে পারে এই ওয়েবসাইটটি । আমাদের মধ্য অনেকেই বুঝে বা  না বুঝে নানা newletter এ সাবস্ক্রাইব করে রাখি। যেগুলো থেকে নিয়মিতই প্রচুর ইমেইল আসে, আর এই কারণে আমরা অনেকসময় আমাদের প্রয়োযনীয় ইমেইলটি খুঁজে পাই না। আপনি ও যদি এমন সমস্যার মধ্য থেকে তাহলে Unroll Me আপনার জন্য খুবই ভাল একটি সমাধান। এটি আপানকে হাজার ইমেইল থেকে বাঁচিয়ে দিতে পারে, এটা যা করবে তা হল, আপনার এখানে যত newsletter থেকে ইমেইল আসে সেগুলোকে প্রতিদিন একটা ইমেইল এ করে আপনাকে পাঠাবে। 

ওয়েবসাইটটির লিঙ্ক – Unroll Me 

 

Rescue Time

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

এই ওয়েবসাইটটি আপনাকে জানাবে আপনি সারাদিনে কোন কোন ওয়েবসাইট বা ইন্টারনেট এ কি করে আপনার সময় কাটিয়েছেন । বুঝতে পারছেন না তো। আরেকটু সহজ করে দেই, যেমন আমাদের অনেকেই  প্রায় প্রতিদিনের একটা অনেক বড় সময় ফেসবুক বা ইউটিউব এ কাটিয়ে দেই। এ ওয়েবসাইটটি আপনাকে জানিয়ে দিবেন আপনি ঠিক কতটা সময় কোথায় কাটিয়েছেন। যা কিনা আপনাকে আরও ভাল ভাবে আপনার সময় ব্যয় করতে সাহায্য করবে।

ওয়েবসাইটটির লিঙ্ক – rescue time

 

Cold Turkey

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

আপনি যদি আমার মত প্রচুর টাইম সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন এ কোন নির্দিষ্ট ওয়েবসাইট দিনের অনেকটা সময় ব্যায় করে থাকেন এবং দিনশেষে সেটা নিয়ে আফসোস করেন কেন আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করলেন তাহলে এ ওয়েবসাইটটি আপনার জন্য। এটি যা করবে তা হল আপনি এখানে যে ওয়েবসাইটগুলো যুক্ত করে রাখবেন সেগুলোতে আপনি সাময়িকভাবে ঢুকতে পারবেন না। যেহেতু ঢুকতে পারছেন না সেহেতু সেখানে আপনার মুল্যবান সময়টাও বেঁচে যাচ্ছে। তাছাড়াও যে সকল বাবা মা চান তাদের ছেলেমেয়েরা কম সময় সোশ্যাল মিডিয়াতে থাকুক তারাও এটি ব্যবহার করে তাদেরকে  সোশ্যাল মিডিয়াতে যেমনঃ ফেসবুক এ সময় নষ্ট করা থেকে বিরত রাখতে পারেন।

ওয়েবসাইটটির লিঙ্ক – cold turkey

Todoist

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

আমাদের মধ্য অনেকেই আছি যারা একটু গুছিয়ে কাজ করতে চাই আবার অনেকেই হয়ত অনেক প্রয়োজনীয় বিষয় প্রায়ই ভুলে যাই। তাদের জন্য এ ওয়েবসাইটটি ভাল কাজে দিবে। এখানে আপনি নানা প্রজেক্ট বেইস আপনার গোল ঠিক করে রাখতে পারবেন এবং এটা আপনাকে প্রতিদিন সকালে আপনার অইদিনের করনীয় বিষয়গুলো ইমেইল এর মাধ্যমে জানিয়ে দিবে।  

ওয়েবসাইটটির লিঙ্ক – Todoist

Asian Efficiency

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

আপনি যদি ঠিক বুঝতে না পেরে থাকেন আপনি কতটুক কর্মধক্ষতার সাথে আপনার কাজগুলো ম্যানেজ করতে পারেন তাহলে এ ওয়েবসাইটটি আপনার জন্য। এই ওয়েবসাইটটি আপনাকে নানা দিক বিবেচনা করে এবং কিছু কুইজ এর মাধ্যমে আপনার কর্মদক্ষতার পরিমাপ জানিয়ে দিবে। চাইলে যাচাই করে দেখতে পারেন।

ওয়েবসাইটটির লিঙ্ক – Asian Efficiency

 

Pocket

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট

আমরা অনেক সময় ইন্টারনেট এ নানা বিষয় নিয়ে ঘাটাঘাটি করার সময় অনেক মুল্যবান লিখা বা তথ্য খুঁজে পাই। কিন্তু পরবর্তিতে সেটা আর খুঁজে পাই না বা খুঁজে পেতে হলে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়। আর এই সমস্যার সমধান দিতে পারে এই ওয়েবসাইটটি । আপনি এখানে খুব সহজেই তথ্য জমা রাখতে পারেন এবং দরকার এর সময় খুব সহজেই তা পেয়ে যেতে পারেন এখান থেকে। আপনার অনেকটা সময় বাঁচিয়ে দিতে পারে এটি।

ওয়েবসাইটটির লিঙ্ক – pocket

 

Hootsuite

কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত ব্যবহার করুন এই ০৭ টি ওয়েবসাইট
Source: Hootsuite

যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন বা যারা ফেসবুক এ কোন পেজ চালান তাদের জন্য এই ওয়েবসাইটটি লাইফ সেবিং হতে পারে। এই ওয়েবসাইট এর মাধম্য আপনি চাইলেই কয়েক সপ্তাহের জন্য আপনার সকল সোশ্যাল মিডিয়া সাইট এর পোষ্ট সিডিউল করে রাখতে পারবেন। এতে করে আপনাকে সময় করে পোষ্ট দিতে হবে না। আপনার হয়ে নির্দিষ্ট সময়ে এটিই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবে।

ওয়েবসাইটটির লিঙ্ক – hootsuite

Leave A Reply

Your email address will not be published.

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More