কেন বিয়েতে প্রয়োজন ওয়েডিং প্ল্যানারের?

0

 

বিয়ে আপনার হোক বা আপনার পরিচিত কারো, বিয়ের অনুষ্ঠানের সাজগোছ থেকে শুরু করে সব ধরণের ঝামেলা সামলাতে এ জামানায় আপনার পুরোপুরি বা আংশিকভাবে প্ল্যানিং এর জন্য প্রয়োজন পেশাদারি সাহায্য। এজন্য আপনার হাতের কাছেই রয়েছে বিভিন্ন ইভেন্ট ও ওয়েডিং প্ল্যানার। ভাবতে পারেন, কেন দরকার শুধু শুধু বাড়তি কিছু পয়সা খরচ করে ওয়েডিং প্ল্যানার ডাকার।

কেন একটি পেশাদার ওয়েডিং প্ল্যানার প্রয়োজন আপনার, এই কারণগুলির দিকেই আলোকপাত করছি এ লেখায়।

পেশাদার ওয়েডিং প্ল্যানার জানেন কিভাবে আপনার সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানো যায়:

কোন জিনিসটি আসলেই আপনার বেশি প্রয়োজন তা চট করে ধরে ফেলতে পারেন একজন ওয়েডিং প্ল্যানার। একজন পৃথিবী বিখ্যাত ওয়েডিং প্ল্যানারের বিবৃতিতে একটা ছোট ঘটনার উল্লেখ করা যেতে পারে। কর্ডোগান বলেন,”আমার এক ক্লায়েন্টের বিয়ের জন্য ৫ জন ব্যাগপাইপার প্রয়োজন যার জন্য তার খরচ পড়বে ১০০০ ডলার। আমি তাকে বলি আপনার একজন ব্যাগপাইপার হলেই চলবে কারণ এই ব্যাগপাইপার বাঁশিটির শব্দ এমনই জোরালো যে ৫ জন একসাথে বাজালে সবার কান ঝালাপালা হয়ে যাবে। এই ছোট সিদ্ধান্তেই আমার ক্লায়েন্টের ৮০০ ডলার বেচে যায়।”

এমন আরো অনেক পেশাদারি বুদ্ধি আপনি পাবেন একজন দক্ষ ওয়েডিং প্ল্যানারের কাছ থেকেই। আপনার রুচি ও বাজেট অনুযায়ী কি রকম সাজসজ্জা প্রয়োজন তাও চট করে ধরে ফেলবেন একজন পেশাদারি, দক্ষ ওয়েডিং প্ল্যানার।

ওয়েডিং প্ল্যানার
Source: weddias.com

ওয়েডিং প্ল্যানার আপনার প্ল্যানকে সঠিকপথে রাখতে যা প্রয়োজন তাই করবে:

 আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন তার বিস্তারিত জানান ওয়েডিং প্ল্যানারকে। শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি, কিভাবে কি তার পরিপূর্ণ ধারণা ওয়েডিং প্ল্যানারের কাছে থাকলে যুদ্ধ করে হলেও আপনার প্ল্যান মত সব কিছু ঠিক রাখতে সবকিছু করবে একটি পেশাদারি, দক্ষ ওয়েডিং প্ল্যানার কারণ এটাই তার পেশা। আপনার মনে হতে পারে এত ঝামেলার দরকার কি, আপনার কাজিনরা মিলেই ত সামলে নিতে পারবে সব।

যদি আপনার কাছের কেউই সব সামলে নিতে পারে তবে তো পোয়াবারো। কিন্তু কয় জনের ভাগ্যেই আর এত কেজো কাজিন মিলে!

আরেকটা ব্যাপার আপনার জানা দরকার। সবকিছু স্বাভাবিকভাবে প্ল্যান মাফিক হয় না আমাদের দেশের বিয়ে-শাদিতে। এই ঝামেলা, ঐ ঝামেলা, ও এটা বলল-এসব সমস্যা দেখে অভ্যস্ত থাকে ইভেন্ট ও ওয়েডিং প্ল্যানার আর তাদের জানাও থাকে কিভাবে কি করলে সমস্যার সমাধান সম্ভব।

ওয়েডিং প্ল্যানার
Source: weddias.com

অতিরিক্ত চাপেও ভড়কে যান না ওয়েডিং প্ল্যানার:

 আপনার বিয়ের খাওয়া-দাওয়া, আলোকসজ্জা, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, সাউন্ড সিস্টেম, স্টেজ ডেকোরেশনের জন্য বহু লোক কাজ করে থাকেন। এক্ষেত্রে যেকোনো প্রয়োজনেই সরাসরি বর বা কনের দ্বারস্থ হলে, ভেবে নিন মেজাজের কি অবস্থা হবে। ওয়েডিং প্ল্যানিং এর জন্য যে বা যেসব ব্যক্তি সার্বক্ষণিক ভাবে থাকবেন তারা এক্ষেত্রে সবকিছু পরিচালনা করে থাকেন।

কাকে কত টাকা দেয়া প্রয়োজন বা কার কি প্রয়োজন তা খুবই দক্ষতার সাথে যাচাই করে কাজ করে থাকেন আপনার সেবায় নিয়োজিত ওয়েডিং প্ল্যানার।

ওয়েডিং প্ল্যানারের কাছ থেকে বিভিন্ন ধাপে ডিসকাউন্ট পাবেন আপনি:

পেশাদারি ওয়েডিং প্ল্যানার সব সময় যোগাযোগ বজায় রাখেন ওয়েডিং বা বিয়ে-শাদির সাথে জড়িত সকল পেশাদার ব্যক্তি ও সংস্থার। এক্ষেত্রে তার যোগাযোগ থাকবে একজন ফুলওয়ালা থেকে শুরু করে একজন ফটোগ্রাফার, একটি ক্যাটারিং সংস্থা থেকে শুরু করে একজন ওয়েটার পর্যন্ত।

আপনার বিয়ের আয়োজনের পরিপূর্ণ ধারনা প্রদান করলে, ওয়েডিং প্ল্যানারই আপনাকে সন্ধান দিবে উপযুক্ত ব্যক্তি বা সংস্থার। তার মাধ্যমে আপনি কোনো কন্ট্রাক্ট করলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন মাত্রা ছাড়। যা আপনি কোনোভাবেই পাবেন না নিজে থেকে গিয়ে সবার সাথে যোগাযোগ করলে।

আপনার ওয়েডিং প্ল্যানারের সাথে অন্যান্য পেশাদারি ব্যক্তি ও সংস্থার পেশাদারি সম্পর্কের ফলেই আপনি এমন ছাড়ের আশা করতে পারেন।

ওয়েডিং প্ল্যানার
Source: blog.creativelive.com

ওয়েডিং প্ল্যানার একই স্থানে বহু কাজ পূর্বেই করে ফেলেন এবং একই কাজ তিনি বারবার করেন, যা নির্দিষ্ট কাজটিতে তার দক্ষতা নিশ্চিত করে:

আপনি বিয়ে করছেন একবারই। ওয়েডিং প্ল্যানার একই পার্টি হাউজ বা কমিউনিটি সেন্টারে কাজ করে গেছেন বহু। সব ধরণের মাপজোক, হিসাব তার হাতের তালুতে থাকে। তাই তিনি জানেন কোথায় কি করতে হবে। এছাড়াও কখনোই ভুলবেন না, এটাই তার পেশা এবং এই একই কাজ তিনি বহু সময় ধরে করে যাচ্ছেন আপনার মত বহু জুটির বিশেষ দিনটির জন্য। পেশাদারিত্বের খাতিরেই তিনি তার সর্বোচ্চ চেষ্টাটি করে যাবেন সবক্ষেত্রেই।

মোদ্দা কথা হল আপনার সময়, শ্রম ও উদ্বেগ বাঁচাতে এ জামানায় একজন পেশাদার ওয়েডিং প্ল্যানারের ভূমিকা মেনে নিতেই হবে আপনার। তবে দেখে, শুনে, বুঝে, কথা বলে ঠিক করুন এক দক্ষ ব্যক্তিকে যিনি কাঁধে বন্দুক চাপিয়ে হলেও সম্পন্ন করবেন সব, আপনি যা চান।

Leave A Reply

Your email address will not be published.

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More