আফ্রোদিতি : সৌন্দর্য ও ভালবাসার দেবী

0

 

আফ্রোদিতি হলো ভালোবাসা, সৌন্দর্য, চিরযৌবনের দেবী৷ হেসিয়ডের ‘THEOGONY’ অনুসারে তাঁর জন্ম সাইপ্রাস দ্বীপের পেফোসের জলের ফেনা থেকে৷ কল্পনা করা হয় তাঁর জন্ম জলের ফেনা থেকে হয়েছে যখন দানব ক্রোনাস তার পিতা ইউরেনাসকে হত্যা করে এবং জননতন্ত্র কেটে সমুদ্রে নিক্ষেপ করে৷

আবার, হোমারের ‘ইলিয়াড’ অনুসারে আফ্রোদিতি জিউস এবং ডিয়নের কন্যা৷ এমন অনেক গ্রীক দেবদেবী আছে যাদের উৎপত্তির বহু গল্প পাওয়া যায়৷ অনেক দেবতারা বিশ্বাস করতো আফ্রোদিতির সৌন্দর্য এতই মোহনীয় ছিলো যে দেবতাগন নিজেদের মধ্যে  বিবাদে জড়িয়ে পড়তো তাঁকে নিয়ে৷ তাঁর সৌন্দর্যের আভা দেবতাদের মধ্যে যুদ্ধের স্ফুলিঙ্গ তৈরী করতো৷ ঠিক এই কারনেই জিউস আফ্রোদিতিকে বিয়ে দিয়েছিল হেপাইসটাসের সাথে, কারন হেপাইসটাসের কোন প্রতিদ্বন্দী ছিলো না তার অসুন্দর মুখাবয়ব ও বিকলাঙ্গতার জন্য৷

হেপাইসটাসের সাথে আফ্রোদিতি
হেপাইসটাসের সাথে আফ্রোদিতি Source: wolfanita – DeviantArt

কিন্তু মজার ব্যাপার হলো, হেপাইসটাসের সাথে বিয়ে হওয়া সত্ত্বেও তাঁর অনেক প্রেমিক ছিলো৷ সে তালিকায় মানুষ ও দেবতা উভয়ই ছিলো, যেমন যুদ্ধের দেবতা এরেস৷ সে আরো ভূমিকা রেখেছিলো ঈরোস এবং সাইকি এর গল্পে, যেখানে সাইকি এর প্রশংসাকারিরা দেবী আফ্রোদিতির আরাধনা করার পরিবর্তে তাঁকে ভর্ৎসনা করতো৷ এতে প্রতিহিংসায় সে ঈরোসকে দিয়ে তার প্রতিশোধ নেয়ার ছক কষেছিলো৷ কিন্তু ভালবাসার দেবতা ঈরোস উল্টো সাইকির প্রেমে পড়ে গেল৷

অতঃপর, আফ্রোদিতি ছিলেন একই সাথে এডোনিসের প্রেমিকা এবং সৎ মা৷ এই ঘটনা একটা বিবাদের সৃষ্টি করলো পারসিফোনির সাথে, যাতে জিউস হুকুম দিলো এডোনিসকে এক বছরের অর্ধেক সময় অতিবাহিত করতে হবে আফ্রোদিতির সাথে বাকি অর্ধেক অতিবাহিত করতে হবে পারসিফোনির সাথে৷

আফ্রোদিতি সম্পর্কে কিছু তথ্য:

১. আফ্রোদিতি ছিলেন ভালবাসা, সৌন্দর্য ও জননের দেবী৷

২.আফ্রোদিতির জন্মের দুইটি গল্প আছে৷ প্রথমটি খুবই সহজ, সে জিউস এবং ডিয়ন এর কন্যা৷ দ্বিতীয় গল্প অনুসারে তাঁর জন্ম হয়েছে সমুদ্রের জলের ফেনা থেকে৷

৩. হেপাইসটাসের সাথে আফ্রোদিতির বিয়ে হলেও তাঁর মনের ইচ্ছের সাথে কখনো হেপাইসটাসের সংকল্প মিলেনি ৷

৪. সে এবং এরেস জন্ম দিয়েছিলো হারমোনিয়াকে, যে অবশেষে বিবাহ করেছিলো হেরেডোটাসকে ৷

৫. সে ছিলো হারমাফ্রোদিতাসের মা, এই সন্তানের পিতা ছিলো হেরমেস৷

৬. আফ্রোদিতি এবং তাঁর পুত্র ঈরেস সম্মিলিত হয়ে জিউসের ইউরোপা নামে একজন মানুষের প্রেমে পড়ার কারন সৃষ্টি করেছিলো৷

৭. আফ্রোদিতি ভালবেসেছিলো এডোনিসকে৷ সে তাকে দেখেছিলো যখন তার জন্ম হয় এবং মনে মনে বাসনা রেখেছিলো যে এডোনিস তাঁর হবে৷ সে পারসিফোনিকে এডোনিসের দেখভালের দ্বায়িত্ব দিয়েছিলো কিন্তু পারসিফোনি নিজেও এডোনিসের প্রেমে পড়ে গিয়েছিলো, এবং তাকে ফেরত দিতে চাইছিলো না৷ এমতাবস্থায়, জিউস মধ্যস্থতায় এগিয়ে এলেন এবং দরবার করে রায় দিলেন এডোনিস দুই জনের সাথেই থাকবে, বছরের অর্ধেক সময় অতিবাহিত করবে একজনের সাথে, বাকি অর্ধেক সময় আরেকজনের সাথে৷

৮. আফ্রোদিতি রাজহাঁস অঙ্কিত এক ধরনের বাহন ব্যবহার করতেন যেটা হাওয়ায় ভেসে চলে৷

রাজহাঁস অঙ্কিত বাহন
রাজহাঁস অঙ্কিত বাহন Source: Theoi Greek Mythology

৯. আফ্রোদিতি, হেরা, এথেনা এই তিন জন শীর্ষ প্রতিযোগী ছিলো একটি স্বর্ণের আপেলের জন্যে যেটিতে খোদাই করে লেখা ছিলো “সবচেয়ে সুন্দরীর জন্য”৷ জিউসকে বললো এই প্রতিযোগীতার বিচারকার্য পরিচালনা করতে কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলেন৷ তারপর, ট্রয় নগরের রাজার পুত্র প্যারিস এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব নিলেন৷ প্রত্যেক দেবীই তাকে প্রতিদানে অনেক কিছু দেবার অঙ্গিকার করলেন, কিন্তু প্যারিস আফ্রোদিতির পক্ষে রায় দিলেন৷ প্যারিসের এই বিচারকার্যের গল্পকে বিবেচনা করা হয় ট্রোজান যুদ্ধের পিছনে প্রধান কারন হিসেবে৷

১০. ট্রোজান যুদ্ধের সময় আফ্রোদিতি প্যারিসের পক্ষে লড়াই করে ৷

১১. আফ্রোদিতি প্যারিসকে রক্ষা করেছিলো মেনেলাউসের কাছ থেকে, সে মেঘ দিয়ে তাকে ঢেকে ফেলেছিলো এবং ট্রয় নগরীতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলো৷

আফ্রোদিতি ও ট্রোজান যুদ্ধ
আফ্রোদিতি ও ট্রোজান যুদ্ধ
Source: Wix.com

১২. আফ্রোদিতি কোমরে বাঁধা এক জাদুর পেটি অর্জন করেছিলো, একদা হেরা সেটা ধার নিয়েছিলো জিউসকে প্রলুব্ধ করতে যাতে সে ট্রোজান যুদ্ধে বিভ্রান্ত হয়ে পড়ে৷

১৩. আফ্রোদিতি হারমোনিয়াকে একটি গলার হার দিয়েছিলো যেটি পরবর্তী প্রজন্মের বিপর্যয় বহন করে৷

১৪. পতিতারা ভালবাসার দেবীকে তাদের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করতো৷ কেননা দেবীর একাধিক প্রেমিক ছিলো৷

১৫. আদি গ্রীক শিল্প দেবীকে নগ্নরূপে অঙ্কিত করেছিলো৷

১৬. আফ্রোদিতি ছিলো বিখ্যাত ভাস্কর্য “ভেনাস ডি মেলো” এর মডেল৷

তথ্যসূত্রঃ

http://www.majorolympians.com/aphrodite.html

Leave A Reply
sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More