x-video.center fuck from above. azure storm masturbating on give me pink gonzo style. motphim.cc sexvideos

আমেরিকা: আবিষ্কার ও স্বাধীনতা যুদ্ধ (২য় পর্ব)

Source: Factor.am
2

 

প্রথম পর্বের পর-

গতপর্বে আমরা আমেরিকার ভৌগলিক আবিষ্কার ও বিদেশি শাসন বিশেষত ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে প্রাসার ঘটে তা নিয়ে আলোচনা করেছি । এবং আরো দেখানো হয়েছিল যে আমেরিকার উপনিবেশসমূহ একসময় তাদের ব্রিটিশ প্রভুর শাসন শোষণের বিরুদ্ধে স্বাধীনতা লাভের জন্য যুদ্ধে অবতীর্ণ হওয়ার অবস্থায় পৌঁছে যায় । এবার দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে যুদ্ধের প্রধান প্রধান ঘটনাগুলো নিয়ে । এবং একইসাথে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফলও তুলে ধরা হবে । এবং সবশেষে বিশ্লেষণী পার্টে দেখানো হবে যে, কেন ব্রিটেন তার অধীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেল ।

বোস্টনে ব্রিটিশ জাহাজ থেকে চা ফেলে দেবার কল্পিত মুহূর্ত
বোস্টনে ব্রিটিশ জাহাজ থেকে চা ফেলে দেবার কল্পিত মুহূর্ত Source:history.com

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতিঃ

১৭৭৪ সালে ফিলেডেলফিয়ায় এক সম্মেলনে ঔপনিবেশিক তেরটি রাজ্যের মধ্যে জর্জিয়া বাদে বারোট রাজ্য সম্মিলিত হয়ে ব্রিটিশদের কাছে নিজেদের অধিকার ও দাবী ঘোষণা করে অভিযোগের প্রতিকারের আবেদন করেন । কিন্তু আবেদনে কোন ফল না মেলায় ১৭৭৫ সালে তেরটি উপনিবেশ মিলে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় । জর্জ ওয়াশিংটনকে করা হয় প্রধান সেনাপতি ।  এর আগে একটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন । ১৭৭৩ সালে চা আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি আমেরিকায় চা রপ্তানি করে কয়েকটি জাহাজ প্রেরণ করেন । যখন বোস্টন বন্দরে চায়ের জাহাজ এসে থামে তখন কয়েকজন স্থানীয় আমেরিকান রেড ইন্ডিয়ানের ছদ্মবেশে জাহাজে উঠে চায়ের পেটিগুলি সমুদ্রে নিক্ষেপ করেন । এই ঘটনা বোস্টন টি পার্টি নামে আজও পরিচিত।

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রধান ঘটনাবলিঃ

১৭৭৫ সালে লেক্সিংটনে আমেরিকানরা সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় । এবং খুব সহজেই ব্রিটিশ বাহিনীকে পরাজিত করতে সমর্থ হয় । আমেরিকানরা বাংকার হিল অবরোধ করলে ব্রিটিশ উইলিয়াম হো তা সহজেই ভণ্ডুল করে দেন এবং আমেরিকানদের পরাজিত করেন । ১৭৭৬ সালে জর্জ ওয়াশিংটন পূর্ণ প্রস্তুতি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে অবতীর্ণ হন এবং বোস্টন থেকে ব্রিটিশদের সম্পূর্ণভাবে তাড়িয়ে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন ।

আমেরিকার স্বাধিনতার ঘোষণা পত্র
আমেরিকার স্বাধিনতার ঘোষণা পত্র Source: wikipedia

ওদিকে ব্রিটিশ সেনাপতি উইলিয়াম নিউইয়র্ক ও লং দ্বীপ দখল করে নেন । অবশ্য খুব শীঘ্রই আমেরিকানরা ব্রিটিশদের নিউইয়র্ক থেকেও তাড়িয়ে দিতে সক্ষম হয় । ১৭৭৭ সালে নিউ জার্সিও উদ্ধার করা সম্ভব হয় । সাবাটোগাতে ব্রিটিশ সেনাপতি বারগাইন আমেরিকান সেনাপতি গেটসের কাছে বিশাল সৈন্যসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয় । এরমধ্যেই একটি যুগান্তকারী ঘটনা ঘটে যায় । ১৭৭৭ সালে আমেরিকার সাথে ফ্রান্সের এক চুক্তির মাধ্যমে ফ্রান্স আমেরিকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় । তৎক্ষণাৎ ফ্রান্সের সাথে ইংল্যান্ড এর যুদ্ধ বেধে যায় । ঠিক একই সময়ে স্পেন ফ্রান্সের সাথে মিলে পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে এগিয়ে আসে । কেননা একসময় বিশাল কানাডাকে ব্রিটেন স্পেনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল । স্পেন ও ফ্রান্স মিলে জিব্রাল্টার অবরোধ করলে ঠিক একই সময়ে হল্যান্ড ইংল্যান্ড এর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে । ভারতবর্ষেও মারাঠা উত্থান ও মুসলিম আফগানি আহমদ শাহ আবদালী ব্রিটিশদের বিপদাপন্ন করে তোলে । সুতরাং চতুর্দিকেই ব্রিটিশরা অসহায় ও বিপদগ্রস্ত হয়ে পড়েছিল । তবুও ব্রিটিশরা কোনভাবেই আমেরিকার মত একটি উপনিবেশ হারাতে চাচ্ছিল না ।

জিব্রাল্টার অবরোধের একটি কল্পিত দৃশ্য
জিব্রাল্টার অবরোধের একটি কল্পিত দৃশ্য Source: British battles

১৭৮১ সালে সেনাপতি লর্ড কর্নওয়ালিসকে প্রেরণ করে ব্রিটিশরা আমেরিকায় পরপর কয়েকটি সাফল্য অর্জন করলেও একই বছরের শেষ দিকে নিউইয়র্কে কর্নওয়ালিসকে আমেরিকান ও ফ্রেন্স সৈন্যদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয় । নিউইয়র্ক টাউনের আত্মসমর্পণের মধ্য দিয়েই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত ঘটনা সংঘটিত হয় । ১৭৮৩ সালে ভার্সাই নগরে ফ্রান্স, স্পেন ও আমেরিকার সাথে ইংল্যান্ডের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় । এই সন্ধির মধ্য দিয়েই ইংল্যান্ড আমেরিকার স্বাধীনতাকে চূড়ান্তভাবে স্বীকার করে নেয় ।

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফলঃ

আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বিশ্বের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল । স্বাধীনতা ও গণতন্ত্রের জয়যাত্রা, অভিজাত শ্রেণির বিশেষ সুযোগ সুবিধা রহিতকরণ, অবাধ বাণিজ্য ও পুঁজিবাদের বিকাশ, ব্যক্তি স্বাধীনতা, ধর্মপালনের স্বাধীনতা স্বীকৃতি, দমন-নিপীড়ন তথা শোষণ অবিচারের মূলোৎপাটনই ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফল সরূপ ।  এছাড়াও কয়েকটি দিকে নিয়ে আলোচনা করতে হয় –

প্রথমত, মনে রাখতে হবে যে আমেরিকা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই এই প্রথম কোন উপনিবেশ তার প্রভু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করে । মূলত এখান থেকেই ব্রিটিশ আধিপত্যের ক্ষয় শুরু হয় ।

ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সাধারণ মানুষ
ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সাধারণ মানুষ Source:history.com

দ্বিতীয়ত, আমেরিকার স্বাধীনতা লাভের মধ্য দিয়েই পৃথিবীতে প্রাথমিকভাবে গণতন্ত্র ও সাংবিধানিক সংস্কৃতি চর্চার শুরু হয় । মানবতাবাদী ভাবধারার উন্মেষ ঘটে ।

তৃতীয়ত, বলা হয়ে থাকে যে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই ফরাসী বিল্পব সংঘটিত হয়, যা কিনা মানব ইতিহাসে আরেকটি তাৎপর্যবাহী ঘটনা ।

চতুর্থত, আমেরিকার স্বাধীনতা অর্জন অন্যান্য উপনিবেশের জন্য একধরণের প্রেরণা হিসেবে কাজ করলো । পরবর্তীতে অন্যদের মধ্যে জাতীয়তাবাদ উন্মেষে এটি ব্যাপক সাহায্য করেছিল । মোটামুটি এগুলোই ছিল আমেরিকান স্বাধীনতা যুদ্ধের ফলাফল ।

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের কারণঃ

১. ভৌগলিক দূরত্ব ব্রিটশদের আমেরিকা শাসনে একটি বড় বাধা হিসেবে ছিল । আর যুদ্ধের সময় ঠিকমতো রশদ ও সৈন্য সরবরাহ করাটাও একটা চ্যালেঞ্জ ছিল যা ব্রিটিশরা কাটিয়ে উঠতে পারেনি । ফলে যুদ্ধে পরাজয় অনিবার্য হয়ে উঠে । মূলত ব্রিটিশরা ভাবতেই পারেনি যে আমেরিকানরা তাদের বিরুদ্ধে এতটা ভয়াবহ হয়ে উঠবে ।

আমেরিকা ও ইউরোপের দূরত্ব মানচিত্রেই স্পষ্ঠ
আমেরিকা ও ইউরোপের দূরত্ব মানচিত্রেই স্পষ্ঠ Soruce:euromaps

২.উপনিবেশবাসীরা যুদ্ধ করেছিল তাদের পরিচিত ভৌগলিক পরিবেশে । এর ফলে তারা কিছু বাড়তি সুবিধা পেয়েছিল কিন্তু ব্রিটিশরা তেমন কোন সুবিধা তো পায়নি বরং বিভিন্ন বাধাঁয় ছিল জর্জরিত ।

৩. যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমেরিকা যেটা ভালোভাবেই পেয়েছিল । জর্জ ওয়াশিংটন ছিলেন একজন চৌকস, বুদ্ধিদীপ্ত ও জাতীয়তাবাদে উজ্জীবিত নেতা, আর ব্রিটিশ সেনাপতিরা সেখানে ছিলেন সম্পূর্ণ পেশাদার । সুতরাং দেখা যায় যে এর ফলে জাতীয়তাবাদের কাছে সকল শক্তি ম্লান হয়ে যায় ।

জাতীয়তাবাদী চেতনাই আমেরিকার প্রেরণা শক্তি
জাতীয়তাবাদী চেতনাই আমেরিকার প্রেরণা শক্তি Source:alamy.com

৪.  আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ও স্পেন প্রচণ্ড রকম সহায়তা করে । কিন্তু ব্রিটিশদের দুর্দিনে কোন বন্ধুপ্রতিম রাষ্ট্রই এগিয়ে আসেনি । ব্রিটিশদের যে এক বনে এক বাঘ অহংকারী মনোভাব ছিল তা তখন গুড়িয়ে যায় । এরমধ্য দিয়েই স্বাধীনতা লাভ করে আমেরিকা । যা সমগ্র বিশ্বপটই পরিবর্তন করে দেয় ।

তথ্যসূত্রঃ

১. এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিনিকা

২. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

৩.ফরাসী বিপ্লব;আবুল কালাম

৪.ইউরোপের ইতিহাস; দিলীপ কুমার শাহা

৫.উইকিপিডিয়া 

Leave A Reply
2 Comments
  1. Iskrtu says

    buy generic avodart buy avodart sale zofran 8mg price

  2. Pbsduk says

    buy levofloxacin 250mg online oral levofloxacin 250mg

sex videos ko ko fucks her lover. girlfriends blonde and brunette share sex toys. desi porn porn videos hot brutal vaginal fisting.