সময়ের আবর্তনের সাথে সাথে পৃথিবী যেমন মানুষের অনেক নান্দনিকতা দেখেছে তেমনি দেখেছে বিশৃঙ্খলতা, অপরাধ, অন্যায়। বিশৃঙ্খল সময়ে, বিশৃঙ্খল সমাজে জন্ম নিয়েছে কিছু মানুষ যারা ক্রমেক্রমেই হয়ে উঠেছে বর্বর, নিষ্ঠুর ও হত্যাকারী। আজকে সেরকম কয়েক জন কুখ্যাত মানুষকে নিয়ে লিখবো, যারা কন্ট্রাক্ট কিলার হিসেবেই বেশি পরিচিত ।
চার্লস হারলিসনঃ
ছবির মুখটা পরিচিত লাগছে না! নামটাও হয় তো! এই জন্মগত হত্যাকারী আর কেউ নয় অভিনেতা ওডি হারিলসন’র পিতা, চার্লস হারলিসন। জীবনের শুরুর দিকে এই খুনী এনসাইক্লোপিডিয়ার বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করে, তার কর্ম জীবনে ব্যর্থ হওয়ার পর সে একজন দক্ষ জুয়ারি হয়ে উঠে। জুয়ার অর্থ জোগান দেয়ার জন্য হারিলসন মাঝেমাঝে চুক্তিভিত্তিক হত্যাকান্ড ঘটাতেন। তার তিনটি খুনের প্রমাণ পাওয়া গেছে কিন্তু কথিত আছে তার খুনের সংখ্যা ১০ এর কম নয়। অনেক দক্ষতার সাথে খুন করলেও আমেরিকার জেলা আদালতের একজন বিচারক জন এইচ ওড জে.আর‘র মৃত্যুর জন্য সে মুলত ফেঁসে যায়।
তার প্রায় ২৪ বছরের কারাদণ্ড হয়। তবে যথেষ্ট ও স্পষ্ট কোন সাক্ষ্য না থাকার কারণে জেল হেফাজতে বন্দি অবস্থায় তার কথোপকথনকে সাক্ষ্য হিসেবে ধরা হয়। তাছাড়া আমেরিকার সাবেক রাষ্ট্রপতি জন এফ.কেনেড’র হত্যাকান্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগও রয়েছে এই চুক্তিভিত্তিক খুনীর।
রিচার্ড কুলনিস্কিঃ
এই কুখ্যাত হত্যাকারীর ডাক নাম আইসম্যান, তার মানুষ হত্যা করার বিশেষ পদ্ধতির জন্য সে এই নামে বেশি পরিচিত। এই চুক্তিভিত্তিক খুনী তার ভিক্টিমদের হত্যার পর প্রমাণ গায়েব করে দেয়ার জন্য তাদের দেহ বা দেহাংশ বরফের মধ্যে লুকিয়ে রাখতো। তার হত্যাকান্ডের পদ্ধতি আর প্রমাণ গায়েব করে দেয়ার ক্ষমতার জন্য একসময় সে হয়ে উঠে আমেরিকার একজন প্রভাবশালী, ধূর্ত সুপারি কিলার। তার হত্যা করার পদ্ধতির ভিন্নতা আনার জন্য সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অস্ত্র ব্যবহার করতো, যা সাধারণ মানুষের কল্পানা শক্তিরও বাইরে। বন্দুক, ছুঁড়ি থেকে শুরু করে হত্যা করার জন্য সে বেসবলের ব্যাট, বিয়ারের ক্যান, বরফের টুকরো, সায়ানাইড, আগুন, গাড়ির চাকার রিং, পানচিং ব্যাগ পর্যন্ত ব্যবহার করেছে । তার পাঁচটি হত্যাকান্ডের প্রমাণ পাওয়া গেলেও ধারণা করা হয় সে ১০০-২৫০ টি হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।
কিন্তু এই কুখ্যাত খুনী নিজেই দাবি করেছে যে, সে ২৫০ এর অধিক মানুষকে খুন করেছে। তার ত্রিশ বছরের খুনী জীবনে সে প্রায় প্রতি সপ্তাহেই একটি করে চুক্তিভিত্তিক খুন করেছে। হয়ত দেখা গেছে পুলিশ তার একটি খুনের তদন্ত নিয়ে ব্যস্ত, সে এদিকে আরেক খুন করে বসেছে। এই খুনী এতটাই বিখ্যাত যে, বর্তমান সময়ের আমেরিকান কন্ট্রাক্ট কিলাররাও তাকে কট্রাক্ট কিলিং এর আদর্শ হিসেবে মনে করে।
আলেকজান্ডার সোলোনিকঃ
এই সুপার কিলার ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের একজন নিয়মিত সৈনিক, যে ছিল সামরিক কৌশল ও বর্বরতার জন্য বিখ্যাত। সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর সে কিছু দিন পুলিশের সাথে কাজ করে, এরপর থেকেই তার খুনের যাত্রা শুরু হয়। সে গড়ে তুলে নিজস্ব গ্যাং, এই ঘাতক একে একে চুক্তিতে খুন করতে থাকে রাশিয়ার অন্য মাফিয়া গ্যাং এর প্রধানদের। এই খুনী ৩০ জন গ্যাং প্রধানকে হত্যা করে।
আর বেশির ভাগ ভিক্টিমকে সে গোপন আস্তানায় তুলে নিয়ে শুধু হাতে পিটিয়েই হত্যা করে। এই ঘাতক বেশ কয়েকবার হত্যাকান্ডের জন্য গ্রেফতার হয় কিন্তু প্রতিবারেই সে বন্দি দশা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জেলখানা থেকে পালিয়ে থাকলেও প্রতিপক্ষের কাছ থেকে খুব বেশিদিন পালিয়ে থাকতে পারেনি, প্রতিপক্ষ কোন গ্যাং তাকে হত্যা করে তার মৃতদেহকে বিকৃত করে ফেলে রাখে রাস্তায়।
জিসেফ গ্রিকোঃ
জিসেফকে শুধু একজন কন্ট্রাক্ট কিলার বললে বরং ভুল হবে সে ছিল সিসিলিয়ান মাফিয়াদের অধপতি। জিসেফ তার প্রতিপক্ষকে কখনোই মায়া করতো না। তাদের জন্য সে গড়ে তুলেছিল গোপন আদালত, যার একমাত্রই শাস্তি ছিল মৃত্যুদণ্ড। সে শুধু মৃত্যুদন্ডই দিত না, মৃত্যুর পরেও দেহ থেকে ছাড়িয়ে নিত চামড়া।
এই হত্যাকারী মাফিয়ার বর্বরতার জন্য অন্য মাফিয়া দলপতিরা ভয়ে থাকতো। সিসিলির সিকুলি এবং এর চারপাশে ৫৮ টি হত্যাকান্ডের জন্য সে একাই ব্যক্তিগত ভাবে দায়ী, আর তার গ্যাং গ্রিকো গ্যাং যে কত হত্যাকান্ড ঘটিয়েছে তার হিসাব এখানো পুলিশ করতে পারেনি।
গ্লেনন এঞ্জেলম্যানঃ (দন্ত্য চিকিৎসক)
ডা. এঞ্জেলম্যানের দুইটা প্রতিভাই ছিল- একটা হলো খুব যত্নসহকারে দাঁতের রুট ক্যানেল করা আর নির্মমভাবে মানুষ হত্যা করা। তিনি এদুটো কাজে এতই দক্ষ ছিলেন যে দন্ত্য চিকিৎসক হিসেবে যত আয় হতো তার সমপরিমাণ আয় আসতো মানুষ হত্যা করে।
১৯৫৮-১৯৮০ সালের মধ্যে টাকা আয়ের জন্য এই ঘাতক প্রায় সাত জনকে হত্যা করে, যতটুকু না টাকা আয়ের জন্য তারচেয়েও বেশি করেছে আনন্দ করার জন্য। আর তার বেশিরভাগ হত্যা পদ্ধতিই ছিল বিভিন্ন চিকিৎসা বিদ্যার পদ্ধতি অনুসারে কিন্তু সবগুলোই হতো জীবন্ত মানুষের উপর।
ক্রিস্টোফার ডেল ফ্ল্যানারিঃ
এই অস্ট্রেলিয়ান নরঘাতক কত খুন করেছে সেটা আজ পর্যন্ত একটা গোলক ধাঁধাঁ। কেউ বলে ১০০, কেউ বলে ১৫০। ক্রিসোফার ডেল ১৯৮০ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার রাজধানী সিডনী কাঁপিয়ে বেড়িয়েছেন। এর মধ্যেই তার জন্য জনপ্রিয় হয়ে উঠে, “মিস্টার র্যান্ট এ কিল” উপাধি।
এই ঘাতক এমন প্রভাব বিস্তারকারী ছিল যে ১৯৮৪ সালে সিডনী পুলিশ বিভাগ পর্যন্ত তাদের সাথে শান্তিচুক্তি করতে বসে যায়। কিন্তু কোন কারণে শান্তিচুক্তির আলোচনা ব্যর্থ হয় এবং তারপর থেকেই ক্রিস্টোফারকে আর খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে তার একক মাফিয়া সাম্রাজ্য ভূ-লন্ঠিত হয়। তবে ১৯৮৫ তার অবস্থান শনাক্ত করতে পারে পুলিশ কিন্তু পুলিশ সেখানে পৌঁছাবার আগেই প্রতিপক্ষের হাতে ধরা পড়ে যায় এই নরঘাতক। এবং সবশেষে ক্যারিবিয়ান সাগরের হাঙ্গরদের পেটে চালান হয়।
cost levaquin levofloxacin 500mg oral