মাথায় ‘জটপাকানো লম্বা চুল বিশিষ্ট’ শুকনোমুখো এক কালো লোকের নাম ‘রবার্ট নেস্তা মার্লে’। সারাজীবন কালোদের পক্ষে সংগ্রাম করে যাওয়া এই কালো হাত, কালো পা এবং কালো মুখের মানুষটি সারা পৃথিবীতে “বব মার্লে” নামে পরিচিত।
তথাকথিত ‘সোনার চামচ’ মুখে নিয়ে তাঁর জন্ম হয়নি। মূলত “Rage music (রেইজ সঙ্গীত)” এর এই গায়ক “১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারী” জামাইকার সেইন্ট এ্যানের নাইন মাইলের একটি বস্তিতে জন্মগ্রহন করেন যাঁর শৈশব,কৈশর দু’টোই কেটেছে দারিদ্র্যতার বুকে চুমু খেয়ে। তাঁর বাবা ছিলেন শ্বেতাঙ্গ বৃটিশ কর্মচারী, মা ছিলেন কৃষ্ণাঙ্গ জামাইকান। স্বাভাবিক কারনেই গায়ের বর্নটা সাদা-কালোর মিশ্রনে গড়া। স্কুলে তাঁর কৃষ্ণাঙ্গ বন্ধুরা তাঁকে ডাকতো ‘সাদা বালক’ বলে। কিন্তু সাদাদের দুনিয়ায়, বিশেষ করে পাশ্চাত্যে তাঁর নাম হয়ে যায় “কালো মানুষ”!
বব মার্লে পশ্চিমা শ্বেতাঙ্গদের কালোদের উপর নিপীড়নের কথা বলেছেন গানে গানে। তিনি ছিলেন স্বাধীনচেতা, বিপ্লবী। তাঁর গাওয়া সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত গানগুলোর মধ্যে “One love”, “Buffelo soldier” এবং “Redemption song” উপরের দিকেই থাকবে। গান গাইতে গাইতেই বব মার্লে একদিন তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া মানুষদের কন্ঠস্বরে পরিনত হয়েছিলেন।
বব ছিলেন জীবনের পক্ষে, স্বাধীনতার পক্ষে। “No woman no cry” এর মত গান গাইলেও তাঁর গার্লফ্রেন্ডের অভাব ছিলোনা কখনোই। তারঁ মেয়েবন্ধুদের উদ্দেশ্যে তিনি বলতেন, “Every time I plant a seed she said kill it before it go!” তাঁর কথাগুলোকে জনপ্রিয় কিংবা মুখরোচক যে যাই বলুক না কেনো, তাঁর বলা একটি বিখ্যাত উক্তি হচ্ছে, “Freedom doesn’t exist if nature is illegal”. ১৯৯৯ সালে তাঁর ‘Bob Marley and the oilers’ অ্যালবামটিকে ‘বিংশ শতাব্দীর সেরা অ্যালবাম’ হিসেবে স্বীকৃত দেয় ‘টাইমস ম্যাগাজিন’। বিবিসি তাঁর “One love” গানটিকে শতাব্দীর সেরা গান নির্বাচিত করে।
জটবাঁধা চুলের বব গান গেয়েছেন, ক্যান্সারের সাথে মল্লযুদ্ধ করেছেন। শেষমেষ যুদ্ধে হেরে গিয়ে ১৯৮১ সালের ১১ মে তিনি পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে নেন। মৃত্যুর আগে তাঁর ছেলে Ziggy Marley কে উদ্দেশ্য করে বলেছিলেন, “Money can’t buy your life.” তাঁর এক ঘনিষ্ঠজনের মতে, ‘তাঁর গলা নাকি ভালো ছিলোনা’! কিন্তু বব মার্লেতো গান গাইতেন শরীর দিয়ে, গলাটা ছিলো অলংকার মাত্র!!
তথ্যসূত্র: উইকিপিডিয়া, দ্য্ গার্ডিয়ান, বায়োগ্রাফি ডট কম।
semaglutide online buy – DDAVP order online how to buy DDAVP
zetia dosing
zyprexa price