৭ টি প্রয়োজনীয় এন্ড্রয়েড অ্যাপ যা আপনার জীবনকে করবে আরও সহজ

2

প্রযুক্তির এই যুগে আমদের স্মার্টফোনটিই আমাদের সবথেকে প্রয়োজনীয় জিনিষ হয়ে দাঁড়িয়েছে।  আমরা চাই বা না চাই স্মার্টফোন আমাদের অধিকাংশের মনোযোগ দখল করে আছে। আর এই স্মার্টফোনের প্রাণ হচ্ছে বিভিন্ন এপ্লিকেশন। স্মার্টফোন তথা বিভিন্ন গুরুত্বপুর্ন অ্যাপ এর ব্যাবহার পারে জীবনকে আরও স্মার্ট, আরও সহজ করতে। প্রতিনিয়তই যেখানে নতুন নতুন বুদ্ধিদিপ্ত এপলিকেশন ক্রমশ যোগ হচ্ছে সেখানে এই বিশাল সংখ্যার অ্যাপ থেকে সঠিকটি বাছতে আপনাকে বেগ পেতে হয়। তাছাড়া অ-গুরত্বপুর্ন এপ্লিকেশনে ভর্তি করে আপনার ফোনটিও আপনি ধীর গতির করে দিতে চাইবেন না। স্মার্টফোনটি যদি  এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হয় তবে আপনার জন্যে থাকছে কিছু  গুরুত্বপুর্ন এপ্লিকেশন যা আপনি কিছুইতেই আপনার ফোনে মিস করতে চাইবেন না।    

গুগল এসিস্ট্যান্ট  

ঠিক নামের মতোই অ্যাপটির কাজ, আপনার পার্সোনাল এসিস্ট্যান্টের কাজ করবে এই অ্যাপটি। আপনাকে ফোনের স্ক্রিনে টাচ করে অপশন বাছাই করতে হবে না, শুধুমাত্র ভয়েস কমান্ড করলেই আপনার নির্দেশটি পালন করবে এই অ্যাপ।  তবে এজন্যে আপনাকে ইংরেজি ভাষায় নির্দেশ দিতে হবে। যেমন আপনি শুধু বললেন ” weather today” সাথে সাথে এই অ্যাপ আপনাকে আজকের আবহাওয়ার খবরটি নিয়ে আসবে।

গুগল এসিস্ট্যান্ট
Source: Android Authority

শুধু তাই নয়, প্রিয় গানের নামটি শুধু বলুন, সাথে সাথেই সার্চ করে রেজাল্ট দেখাবে অ্যাপটি। খবর, খেলার লাইভ আপডেট, আশেপাশের রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন এমনকি শেয়ার বাজারের খবর সকল কিছুর খোঁজ শুধু  আপনার বলার অপেক্ষায়। এটি মূলত কর্টানা, সিরি কিংবা এলেক্সার মতোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসিস্টেন্ট, কিন্তু এটি গুগলের তৈরি এন্দ্রয়েড অ্যাপ। অধিকাংশ এন্ড্রয়েড ফোনেই এটি বাই-ডিফল্ট ইন্সটল করা থাকে আর যদি না’ই করা থাকে তবে এখনই ডাউনলোড করে নিন।

Download Now

 

অল-ইন-ওয়ান টূলবক্সঃ ক্লিনার, বুস্টার, অ্যাপ ম্যানেজার

এই অ্যাপ হচ্ছে ওয়ান স্টপ সল্যুশান। কি নেই এটিতে? এটি স্টোরেজ ম্যানেজ করবে, ফোনের পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স দেখাবে সেই সাথে আপনার ফোনের প্রাইভেসিও রক্ষা করবে। এর সাথে যোগ করুন জাঙ্ক ক্লিনার, স্পিড বুস্টার, হিস্ট্রি ইরেজার, এপ ম্যানেজার আর ফাইল ম্যানেজার; এইসকল কাজ করবে একটি এই মাত্র অ্যাপ।

অল-ইন-ওয়ান টূলবক্সঃ ক্লিনার, বুস্টার, অ্যাপ ম্যানেজার
Source: AIO Toolbox

নতুন ভার্সনে এতে যোগ হয়েছে একই ছবি কিংবা একই ফাইল দুইবার থাকলে তা ডিলিট করে দেয়ার সুবিধা, ব্যাটারির খরচ বাচিয়ে আয়ু বাড়ানো আর দ্রুত চার্জের সুবিধা। আপনার ফোনের প্রসেসরের বাড়তি কাজ রিমুভ করে ফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়াও রোধ করতে পারেন এই এন্ড্রয়েড অ্যাপটি দিয়ে। অ্যাপটি ফ্রি ডাউনলোড করুন।

Download Now

 

স্লিপ এজ এন্ড্রয়েড

স্লিপ এজ এন্ড্রয়েড এমন একটি এন্ড্রয়েড অ্যাপ যা ঘুমের উন্নতিতে সাহায্য করে। যাদের স্লিপ সাইকেলে সমস্যা হয়, সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয় তাদের ঘুমের সাইকেলকে পর্যবেক্ষন করে সেটির উন্নতি করবে। এর জন্যে আপনাকে অ্যাপটি সচল রেখে ঘুম যেতে হবে। বিছানায় আপনার মোশন পর্যবেক্ষন করে এটি নির্ধারন করবে আপনার ঘুমের গভীরতা, যা দেখে আপনি ঘুমের সমস্যা থাকলে তা নিশ্চিত হতে পারবেন।

স্লিপ এজ এন্ড্রয়েড
Source: Google Play

এতে আছে বিল্ট-ইন এলার্ম এবং মনোরম এলার্মটোন যা কর্কশ আওয়াজ দিয়ে সকাল শুরু হওয়া থেকে বাঁচাবে। সকালে ঘুম তাড়াতে এতে আরও আছে বারকোড স্ক্যান অথবা হাঁটাহাঁটি না করা পর্জন্ত এলার্ম বন্ধ না হবার ব্যাবস্থা, যা আপনাকে ঘুম থেকে না জাগিয়ে ছাড়বেই না। অ্যাপটি ডাউনলোড করা যাবে নিচের লিঙ্ক থেকে।

Download Now

 

টানেলবিয়ার ভিপিএন

যদি আপনার এরিয়া থেকে কোন ওয়েবসাইট এক্সেস করতে না পারেন, ব্যাবহার করুন টানেলবিয়ার ভিপিএন। অনেকসময় নিরাপত্তা এবং অন্যান্য কারণে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ থাকে। শুধু দেশের বাধাই নয়, আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থলের ফ্রি ইন্টারনেট দিয়ে যদি কোন ওয়েবসাইটে প্রবেশাধিকার না থাকে তবে আপনাকে সেইসব ওয়েবসাইটে প্রবেশ করতে ব্যাবহার করতে হবে ভিপিএন।

টানেলবিয়ার ভিপিএন
Source: www.tunnelbear.com

আর আপনি যদি আপনার পরিচয় গোপন রেখে ব্রাউজ করতে চান ইন্টারনেট, ভিপিএন হচ্ছে আপনার সল্যুশন। এই ভিপিএন আপনাকে দেবে ১৯টি দেশের আইডেন্টিটি অর্থাৎ আপনি আপনার লোকেশান এই ১৯টি দেশের যেকোনও একটিতে সেট করতে পারবেন একদম ফ্রি তে।

Download Now

 

হাইপার সায়েন্টিফিক ক্যালকুলেটর

ইঞ্জিনিয়ারিং পড়তেই হোক কিংবা মাধ্যমিকের গণিত করতে, আমাদের দরকার হয় সায়েন্টিফিক ক্যালকুলেটরের। এপ্লিকেশনটি  সায়েন্টিফিক ক্যালকুলেটরের অল্টারনেটিভ।  এই অ্যাপ আপনাকে দিচ্ছে লগ ভ্যালু, ত্রিকোণমিতি, হাইপারবোলিক ফাংশন, ডিগ্রি-মিনিট-সেকেন্ড কনভার্শন, বাইনারি-অক্টাল-ডেসিমাল কনভার্সন, লজিক্যাল অপারেশন এবং আরও অনেক কিছু যা সাধারণ ক্যালকুলেটর দ্বারাও সম্ভব না।

হাইপার সায়েন্টিফিক ক্যালকুলেট
Source: Google Play

ক্যালকুলেশন রেজাল্টও স্টোর করে রাখতে সক্ষম এটি।  হাতের কাছে আপনার ক্যালকুলেটরটি খুঁজে না পেলে আপনি এখনই ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি ।

Download Now

 

ডুয়োলিংগো

ভাষা শেখার অ্যাপ।  স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশান, পর্টুগিজ, টার্কিশ, ডাচ, আইরিশ, ড্যানিশ, সুইডিশ, পোলিশ, উইক্রেনিয়ান গ্রিক, হাঙ্গেরিয়ান, নরওয়েজিয়ান, হিব্রু, ওয়েলস, আর ইংরেজি তো থাকছেই, এই সকল ভাষা শেখার জন্যে সেরা অ্যাপ ডুয়োলিংগো। শেখার পদ্ধতি অত্যন্ত সহজ হবার কারণে এটিই  ভাষা শেখার সবথেকে জনপ্রিয় অ্যাপ। এতে  ভাষা শেখার মতন কঠিন কাজটি অত্যন্ত সহজভাবে সমাধান করার ব্যাবস্থা রয়েছে।

 ডুয়োলিংগো
Source: Google Play

ছোট ছোট পাঠ শেষ করে ক্রমশ উপরের লেভেলে উঠে ক্রমেই রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং দক্ষতা অর্জন সম্ভব হবে সহজেই। বলা হয়ে থাকে মোট ৩৪ ঘণ্টা এই অ্যাপে সময় দেয়া ভার্সিটি লেভেলের এক সেমিস্টারের কোর্স  ক্লাসের সমান। দরকারি এই অ্যাপটি পেতে পারেন এই লিঙ্কে ।

Download Now

 

কালারনোট

খুবই সিম্পল আর সহজ ব্যাবহারের জন্যে এই এন্দ্রয়েড অ্যাপ্লিকেশনটি,  যা গুরুত্বপুর্ন ই-মেল, মেসেজ কিংবা টু-ডু-লিস্ট সবকিছু সেভ করতে খুবই দরকারি। এর সবথেকে ভালো ফিচার হচ্ছে এর সহজ ব্যাবহার আর অটো-সেভ ফিচার। কিছু লেখতে যেয়ে যদি ভুলেও যান সেভ করতে এই অ্যাপ্লিকেশন লেখাটি অটোমেটিক সেভ করে দেবে।

কালারনোট
Source: APK4Fun

 ক্লাউডে সেভ করার অপশন আর সময়মত যেকোন ডিভাইসে ডাউনলোড করতে পারার অপশন তো থাকছেই সাথে আছে আপনার লেখা নোটটি পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখার ফিচার। স্টিকি নোট হোক আর কোন লেখা সেভ করে রাখা হোক, কালারনোট থাকলে আর কি চাই?    

Download Now

 

লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার

সোশাল সাইট কিংবা চাকুরীর ফোরাম, ই-মেল কিংবা অনলাইন বাজার, সবজায়গায় চাই আলাদা লগইন আর তার জন্যে চাই আলাদা আলাদা পাসওয়ার্ড। কেননা সকল ওয়েবসাইটের জন্যে একই পাসওয়ার্ড ব্যাবহার করা নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুকিপুর্ন অভ্যাস। কিন্তু যেখানে আপনি একটি পাসওয়ার্ডই ঠিকঠাক মনে রাখতে পারেন না  সেখানে সবকিছুর জন্যে আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা অসম্ভব ব্যাপার মনে হয়ে দাঁড়ায়।

লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার
Source: Intego

তাই আপনার জন্যেই এই অ্যাপটি, এই এন্ড্রয়েড এপ্লিকেশনের কাজই হল আপনার জন্যে নতুন নতুন সিকিউরড পাসওয়ার্ড জেনারেট করা আর সেগুলো ঠিকঠাক ব্যাবহার করা। আপনাকে যা করতে হবে তা হল, শুধুমাত্র একটি মাস্টার পাসওয়ার্ড মনে রাখা; বাকিসব কিছু ছেড়ে দিন এই অ্যাপের হাতে। ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে ।

Download Now

Leave A Reply

Your email address will not be published.

2 Comments
  1. CaQwXrytS says

    is viagra safe for 20 year olds It is well documented that the breast responds to tibolone with less stimulation compared with estrogen, judged by changes in mammographic breast density and the characteristics of tissue obtained by fine needle aspiration

  2. hCfrfa says

    Genetic conditions, such as familial hypercholesterolemia, may contribute to dyslipidemias purchasing cialis online

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More