ব্ল্যাকবিয়ার্ড: ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যু

81

দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর। মনে করুন সেই সাগরের বুকে আপনি কোন এক জাহাজের যাত্রী। চলেছেন বাণিজ্যের জন্য  দূর কোনও  দেশে। জাহাজের ডেকে দাঁড়িয়ে আপনি হয়তো সূর্যাস্ত দেখছেন অথবা এমনিই হাওয়া খাচ্ছেন, হঠাৎ দিগন্ত রেখায় দেখা গেল অন্য কোন একটি জাহাজ। আপনার জাহাজের ক্যাপ্টেন বা অন্য কেউ স্পাইগ্লাসে ওই জাহাজের উপর দৃষ্টি নিক্ষেপ করার আগেই যেমন করে এসেছিল,তেমনি করেই মিলিয়ে গেল আবার। আপনার ক্যাপ্টেনও আগের গতিতেই জাহাজ নিয়ে এগিয়ে চললেন। কিছুক্ষণ বিনা উপদ্রবেই চলল সবকিছু। সবাই যখন ওই জাহাজটির কথা প্রায় ভুলে যেতে বসেছে,তখনই আবার দৃষ্টি সীমায় দেখা দিল জাহাজটি। ক্যাপ্টেনও হয়তো স্পাইগ্লাসে চোখ রাখলেন।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।কারণ সেই জাহাজের গতি আপনার জাহাজের থেকে অনেক গুণ বেশি। ক্যাপ্টেন কোনও পদক্ষেপ নেয়ার আগেই সেই জাহাজ আপনাদের জাহাজের একদম কাছে চলে এসে গতি কমিয়ে সমান্তরাল ভাবে একই গতিতে চলতে শুরু করল। ওই জাহাজ থেকে ছুটে এল লোহার আংটা লাগানো একগাদা দড়ি।আর দড়ির অন্যপ্রান্তের লোকগুলো তাদের অভিজ্ঞ কায়দায় সেই আংটাগুলোকে জায়গামত আটকিয়ে দুইটি জাহাজকে প্রায় একসাথে জোড়া লাগিয়ে ফেলল। আপনার ক্যাপ্টেন বাধ্য হলো জাহাজের গতি কমিয়ে ফেলতে। ঘটনার আকস্মিকতায় আপনি হয়ত ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। তাই যতক্ষণে আপনি স্বাভাবিক হবেন,ততক্ষণে দেখবেন যে, অপর জাহাজ থেকে একের পর এক লোক আপনার জাহাজে আসা শুরু করেছে। সবার শেষে এসেছে লম্বা কালো দাড়ি ওয়ালা রুক্ষ চেহারার এক লোক।হাবভাবে যাকে আক্রমণকারী জাহাজের ক্যাপ্টেন বলে মনে হচ্ছে। ততক্ষণে আপনি হয়তো বুঝে গিয়েছেন যে, কাদের পাল্লায় পড়েছেন।ভয়ে হয়তো আপনার অন্তরাত্মা কাঁপছে। কিন্তু আশপাশ থেকে কাওকে এইসময় বলতে শুনলেন যে, “যাক বাবা!বাঁচা গেল!” এরকম মন্তব্য শুনে আপনার অবস্থা হয়তো, ‘ডাঙ্গায় বাঘ,জলে কুমির’ এর মত হয়ে গেছে। আপনি আর সহ্য করতে না পেরে হয়তো জ্ঞান হারালেন।

ব্ল্যাকবিয়ার্ড
Source: Chesapeake Bay Program

ভয় পাওয়ার কিছু নেই। এতক্ষণ আপনি প্রায় তিনশত বছর আগের ঘটনা কল্পনা করছিলেন। কল্পনা বাদ দিয়ে এখন দয়া করে অতীত থেকে বর্তমানে ফিরে আসুন।

‘জলদস্যু’ শব্দটি শুনলে আমাদের মনে প্রথমেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ মুভির দৃশ্য ভেসে উঠে আসে। সেই তলোয়ার/মাস্কেট গান দিয়ে মারামারি,একের পর এক জাহাজ দখল। সত্যিকারে বেশিরভাগ ক্ষেত্রে জলদস্যুরা ছিল অস্বাভাবিক রকম বর্বর। বন্দিদের উপর তারা করত অমানুষিক নির্যাতন। বেশিরভাগ জলদস্যুই প্রমাণ লোপ করার জন্য বন্দিদের সমুদ্রে ফেলে দিত। মাঝে মাঝে জীবিত অবস্থায়। এবং লুট করা শেষে জাহাজ ডুবিয়ে দিত। অনেকে আবার যাত্রীদের বন্দি করে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিত।

এখন মনে প্রশ্ন জাগতে পারে যে,তাহলে কি মুভিতে দেখানো,গল্পের বইয়ে লিখা জলদস্যু দের বিবরণ সব মিথ্যা?কারণ অনেক বই/মুভিতেই জলদস্যুদের বর্বরতাকে এড়িয়ে যাওয়া হয়েছে। হয়তো শিশু কিশোরদের উপযোগী করার জন্য। আপনারা জেনে অবাক হবেন হয়তো,আধুনিক জলদস্যু চরিত্রগুলোর অধিকাংশই নেয়া হয়েছে ৩০০ বছর আগে আটলান্টিকে রাজত্ব করা এক জলদস্যুর চরিত্রের উপর ভিত্তি করে।  লেখার শুরুতে আক্রমণকারী জাহাজের ক্যাপ্টেনের কথা বলেছিলাম না? ঐযে লম্বা দাড়িওয়ালা যে। চরিত্রটি উনিই। তার ডাকনাম ব্ল্যাকবিয়ার্ড। আসল নাম এডওয়ার্ড টীচ। এছাড়াও তার কয়েকটি উপনাম ছিল। যেমনঃ থাচ,থাচি,থাক,টাক ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়াও ভার্জিনিয়ার গভর্নর স্পটউডও ব্ল্যাকবিয়ার্ডের পিছনে অনেকদিন ধরে লেগেছিল।কয়েকবারই সে ব্ল্যাকবিয়ার্ডকে ধরতে গিয়ে ব্যর্থ হয়।তার এই উৎসাহের পিছনে অবশ্য ব্ল্যাকবিয়ার্ডের লুকানো গুপ্তধনের গুজবের ভূমিকা ছিল অনেক বেশি।তাই সে নিজে অর্থ যোগান দিয়ে ব্ল্যাকবিয়ার্ডের পেছনে সৈন্য লেলিয়ে দেয়।যার ফলশ্রুতিতে ১৭১৮ সালের ২২ নভেম্বর তারিখে ভয়ানক এক যুদ্ধের পর ব্ল্যাকবিয়ার্ড নিহত হয়।তার কাটা মাথা অনেকদিন ভার্জিনিয়ার হ্যাম্পটন নদীর কাছে খুঁটিতে গেঁথে রাখা হয় যেন তা দেখে জলদস্যু এবং ভবিষ্যৎ জলদস্যুরা ভয় পায়।

ব্ল্যাকবিয়ার্ড
Source: tokkoro.com

ব্ল্যাকবিয়ার্ডের মৃত্যুর পরও তার নাম মানুষের মন থেকে মুছে যায়নি।এর পেছনে হয়তো তার ভীতি অথবা জলদস্যু হিসেবে তার ব্যতিক্রম মনোভাব দায়ী হতে পারে।

প্রারম্ভিক জীবনঃ

এডওয়ার্ড টীচের প্রারম্ভিক জীবন সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যায়না। এমনকি তার জন্মের সালটাও সঠিকভাবে জানা যায়না। মৃত্যুর সময়কার বয়স দিয়ে তাই তার জন্মসাল হিসাব করা হয়ে থাকে। সে হিসাবমতে মনে করা হয় যে, তার জন্ম হয় ১৬৮০ সালের কাছাকাছি সময়ে ইংল্যান্ডের ব্রিস্টলে। একটি উৎস থেকে জানা যায় যে,তার উপাধি ছিল ড্রুমন্ড। কিন্তু এই উৎসটি তেমন বিশ্বাসযোগ্য না হওয়ায় এই নামটি তেমন পরিচিতি পায়নি। জলদস্যুতার পেশায় নিয়োজিত থাকার ফলেই তার এমন অনেক কাল্পনিক নাম রয়েছে,সেই জন্যই টীচ তার পারিবারিক নাম ছিল কিনা,এটা নিয়েও সন্দেহ আছে।

এডওয়ার্ড টীচ
Source: The History Blog

প্রথম দিকে তিনি সম্ভবত রাণী এন’র যুদ্ধের সময় কোনও এক প্রাইভেটিয়ার জাহাজের নাবিক ছিলেন। প্রাইভেটিয়ার হলো শত্রু জাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকারপ্রাপ্ত বেসরকারি জাহাজ।যুদ্ধের পর ১৭১৬ সালের দিকে তিনি বাহামেইন দ্বীপপুঞ্জের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন হর্নিগোল্ডের বেসে জাহাজের কর্মী হিসেবে যোগদান করেন।পরবর্তীতে তার কদর বুঝতে পেরে হর্নিগোল্ড তাকে দখল করা একটি পাল তোলা ছোট জাহাজের কমান্ডার হিসেবে নিযুক্ত করে।১৭১৭ সাল পর্যন্ত এই দুইজন মিলে অনেক জাহাজ সফলভাবে লুট করেন। পরবর্তীতে তারা আরও দু’টি জাহাজের মালিক হন যার মধ্যে একটি স্টিডি বোনেট বা দ্য জেন্টলম্যান পাইরেটের অধীনে।হর্নিগোল্ড ১৭১৭ সালের দিকে জলদস্যুতা থেকে অবসর গ্রহণের পর টীচ একটি ফরাসি বাণিজ্য জাহাজ দখল করে সেটিকে নিজের মত করে সাজিয়ে  “কুইন এনি’স রিভেঞ্জ” নামকরণ করে। কথিত আছে যে,সেই জাহাজে টীচ ৪০ টি তৎকালীন সময়ের আধুনিক কামান যুক্ত করে এবং জাহাজের আভ্যন্তরীণ কিছু পরিবর্তন এনে সেটিকে অত্যন্ত দ্রুতগামী একটি জাহাজে পরিণত করে।খুব অল্প সময়ের মাঝেই তার নাম সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে। তিনি মূলত তার লম্বা কালো দাড়ির জন্য পরিচিত ছিলেন। যা তাঁকে ‘ব্ল্যাকবিয়ার্ড’ নামটি এনে দেয়।কথিত আছে যে,তিনি নাকি দাড়িতে ঘষে আগুন জ্বালাতে পারতেন।তিনি দক্ষিণ ক্যারোলিনার কার্লিস্টোন বন্দরে দস্যুদের একটি জোট গঠন করেন। এখানকার অধিবাসীদের কাছ থেকে তিনি অত্যন্ত সাফল্যের সাথে মুক্তিপণ আদায় করেন এবং তারপর উত্তর ক্যারোলিনার বিউটিফোর্টের কাছে একটি জলায় আটকে যান।যেখান থেকে তাঁকে আটক করা হয়।তিনি বাথ শহরে রাজকীয় ক্ষমা পান,কিন্তু ফের জলদস্যুতার পেশায় ফিরে যান। এ বিষয়টি ভার্জিনিয়ার তৎকালীন গভর্নর আলেক্সজান্ডার স্পটসউডের নজরে আসে। তিনি নাবিক ও সৈন্যদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করে ব্ল্যাকবিয়ার্ডকে ধরতে অভিযান চালায়।

ব্ল্যাকবিয়ার্ড এর বিভিন্ন কর্মকান্ডঃ

আমরা এখন মুভিতে  নায়কদের যেমন দেখি অসম সাহসের সাথে একসাথে কয়েকজনের সাথে মারামারি করতে, ব্ল্যাকবিয়ার্ড ছিল ঠিক তেমনই। সে হয়তো নায়ক ছিল না,কিন্তু সাহস বা শক্তি কোনোদিক দিয়েই সে পিছিয়ে ছিল না।সে যেমন তলোয়ার চালানোতে সিদ্ধহস্ত ছিল,ঠিক তেমনি ছিল বন্দুক চালানোতেও।এক বিবৃতি থেকে জানা যায় যে,সে নাকি একসাথে ৬ টা মাস্কেট গান বহন করত। সেই সাথে তার নিশানাও ছিল নির্ভুল। বন্দুক-তলোয়ারে এমন দক্ষতা,সেইসাথে মুখভর্তি দাড়িসহ ভয়ানক চেহারা দেখে তার শত্রুরা তার সাথে লাগতে তেমন একটা উৎসাহ বোধ করত না। আটক করা জাহাজের যাত্রীরাও তার সেই চেহারা দেখে আর বেশি কথা না বলে টাকা পয়সা যা থাকত দিয়ে দিত।

জাহাজ
source: Amino Apps

যেহেতু প্রথম জীবনে সে প্রাইভেটিয়ার ছিল,তাই রণনীতি সম্পর্কে তার ধারণাও ছিল পরিষ্কার।সে কখনই কোনও জাহাজকে সামনা সামনি আক্রমণ করত না। প্রথমে সেই জাহাজটিকে দূর থেকে পর্যবেক্ষণ করত,তারপর দিগন্তে হারিয়ে যেতে দিত যেন ওই জাহাজের কেউ কোনও সন্দেহ না করে। তারপর আচমকা নিজ জাহাজের গতি চরমে তুলে সামনের জাহাজকে আক্রমণ করত। যেহেতু তার জাহাজটি ছিল তখনকার দ্রুতগামী জাহাজগুলোর মাঝে একটি,তাই সেটির সাথে অন্য কোনও জাহাজ টক্কর নিয়ে পারত না।

১৭১৭ সালের শেষ থেকে ১৭১৮ সালের শুরু পর্যন্ত ব্ল্যাকবিয়ার্ডের কর্মকাণ্ড ছিল অনেকটা ধোঁয়াশার মত। অনেকে যদিও সেসময় অনেক জাহাজ লুটের পেছনে তাকে দায়ী করে,কিন্তু কারও দাবিরই দিনশেষে কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

পেশা হিসেবে জলদস্যুতা কখনই সম্মানীয় কিছু হতে পারে না।কিন্তু তারপরও একজন জলদস্যু হয়ে কেন ব্ল্যাকবিয়ার্ড অন্যান্য জলদস্যুদের থেকে আলাদা গুরুত্ব পাচ্ছে,এ বিষয়টা এতক্ষণে আপনাদের মনে জেগেছে কি? লেখার শুরুতে আমি যে একটি কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়েছিলাম,মনে আছে? সেটিতে একজন লোক হাঁপ ছেড়ে স্বস্তি প্রকাশ করেছিল যে? আসল কারণ হলো,ব্ল্যাকবিয়ার্ডের স্বভাব। অন্যান্য জলদস্যুরা যেখানে জিম্মিদের শিরশ্ছেদ করত অথবা দাস হিসেবে বিক্রি করে দিত,সেখানে ব্ল্যাকবিয়ার্ড জিম্মিদের গায়ে হাত পর্যন্ত তুলত না।

ব্ল্যাকবিয়ার্ডকে ধরার চেষ্টা
ব্ল্যাকবিয়ার্ডকে ধরার চেষ্টা; Source: Wikipedia

শুধু তাই নয়,একজন ক্যাপ্টেনের যতরকম গুণাবলী থাকা দরকার তার মাঝেও তার প্রায় সবই বিদ্যমান ছিল।উদাহরণস্বরূপ এখানে চার্লস টাউনের ব্লকেডের কথা উল্লেখ করা যেতে পারে।১৭১৮ সালের মে মাসের শেষের দিকে তার জাহাজের ওষুধের স্টক শেষ হয়ে যাওয়ার ফলে তার প্রায় সকল নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে।যারফলে বাধ্য হয়ে ব্ল্যাকবিয়ার্ড চার্লস টাউনের পোর্টের সামনে তার জাহাজ দিয়ে ব্লকেড তৈরি করে এবং একটি জাহাজকে সেটির পুরো যাত্রীসহ জিম্মি করে এবং ঐ শহরের গভর্নরের কাছে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ ওষুধের দাবি জানায়।তার এমন অদ্ভুত দাবিতে প্রথম অবস্থায় গভর্নর ভড়কে গেলেও,পরে সেটা মেনে নেয় এবং তার শর্তমোতাবেক ওষুধের যোগান দেয়।

ব্ল্যাকবিয়ার্ড এর পরিণতিঃ

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে,প্রায় সব জলদস্যুরই শেষ পরিণতি ভয়াবহ। এমনকি ব্ল্যাকবিয়ার্ডও তার থেকে ব্যতিক্রম নয়। জলদস্যুদের সবচেয়ে বড় অপরাধ হলো,তারা জলদস্যু। অন্যের ধন-সম্পদ লুট করাই তাদের কাজ।প্রায় সব দেশের আইনই তখন জলদস্যুদের জন্য অনেক কড়া ছিল। প্রায় বেশিরভাগ জলদস্যুর মাথার উপরই বিশাল অংকের বাউন্টি ঘোষণা করা ছিল।বাউন্টি হলো কাউকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য সরকার অথবা কোনও ব্যক্তি প্রদত্ত পুরস্কার। তো তৎকালীন সময়ে ত্রাস সৃষ্টি করার জন্য ব্ল্যাকবিয়ার্ডের উপরেও বিরাট অংকের বাউন্টি ঘোষণা করা ছিল।

এছাড়াও ভার্জিনিয়ার গভর্নর স্পটউডও ব্ল্যাকবিয়ার্ডের পিছনে অনেকদিন ধরে লেগেছিল। কয়েকবারই সে ব্ল্যাকবিয়ার্ডকে ধরতে গিয়ে ব্যর্থ হয়।তার এই উৎসাহের পিছনে অবশ্য ব্ল্যাকবিয়ার্ডের লুকানো গুপ্তধনের গুজবের ভূমিকা ছিল অনেক বেশি।তাই সে নিজে অর্থ যোগান দিয়ে ব্ল্যাকবিয়ার্ডের পেছনে সৈন্য লেলিয়ে দেয়।

ব্ল্যাক বিয়ার্ডের কাটা মুণ্ডু
ব্ল্যাক বিয়ার্ডের কাটা মুণ্ডু; Source: Wikipedia

যার ফলশ্রুতিতে ১৭১৮ সালের ২২ নভেম্বর তারিখে ভয়ানক এক যুদ্ধের পর ব্ল্যাকবিয়ার্ড নিহত হয়। তার কাটা মাথা অনেকদিন ভার্জিনিয়ার হ্যাম্পটন নদীর কাছে খুঁটিতে গেঁথে রাখা হয় যেন তা দেখে জলদস্যু এবং ভবিষ্যৎ জলদস্যুরা ভয় পায়।

ব্ল্যাকবিয়ার্ডের মৃত্যুর পরও তার নাম মানুষের মন থেকে মুছে যায়নি।এর পেছনে হয়তো তার ভীতি অথবা জলদস্যু হিসেবে তার ব্যতিক্রম মনোভাব দায়ী হতে পারে।

Source Featured Image
Leave A Reply

Your email address will not be published.

81 Comments
  1. Wyibbb says

    micronase 2.5mg canada – dapagliflozin 10mg cheap forxiga 10 mg us

  2. Szvqvv says

    medrol oral – loratadine online order astelin 10 ml without prescription

  3. Bqmdqc says

    buy clarinex generic – desloratadine 5mg over the counter ventolin inhalator cost

  4. Yjfcyf says

    ivermectin 3mg over the counter – buy cefaclor generic cefaclor 250mg cheap

  5. Bwwdvj says

    albuterol online – buy promethazine 25mg pill theophylline pills

  6. Jnrska says

    buy zithromax pill – ciplox 500mg oral ciplox for sale online

  7. Kmvbnw says

    buy clavulanate for sale – purchase zyvox generic order generic ciprofloxacin

  8. Bpgftq says

    order amoxicillin for sale – cost cefadroxil 250mg ciprofloxacin 500mg canada

  9. Oykvbc says

    atarax 10mg us – purchase pamelor online cheap how to get endep without a prescription

  10. Njxjhc says

    purchase clomipramine without prescription – celexa 20mg generic doxepin buy online

  11. Mtzcqe says

    seroquel brand – purchase ziprasidone generic eskalith price

  12. Kpfvdb says

    generic clozapine 100mg – frumil 5mg for sale famotidine over the counter

  13. Siimwi says

    order zidovudine 300 mg – order biaxsig for sale order zyloprim pill

  14. Toffuf says

    buy glucophage without a prescription – buy generic lamivudine over the counter how to get lincomycin without a prescription

  15. Fjsrmp says

    furosemide canada – order furosemide online order captopril 25 mg pills

  16. Vavnje says

    buy ampicillin no prescription purchase ampicillin generic amoxil oral

  17. Mnyggy says

    buy metronidazole paypal – purchase cefaclor online cheap cheap azithromycin

  18. Qptxhd says

    ivermectin 12mg pills for humans – ciplox 500mg price buy tetracycline sale

  19. Nkkuyy says

    buy valacyclovir generic – diltiazem price zovirax 400mg cheap

  20. Vyfqkj says

    buy ciplox generic – tindamax pill order erythromycin sale

  21. Hhyjvl says

    purchase metronidazole generic – zithromax 500mg without prescription zithromax drug

  22. Lmnoie says

    cipro 1000mg for sale – buy baycip generic augmentin ca

  23. Knqnba says

    how to get baycip without a prescription – keflex 500mg tablet order augmentin 625mg pills

  24. Dexgxi says

    order finasteride 1mg online fluconazole usa buy diflucan medication

  25. Lvgqrl says

    buy ampicillin generic buy generic ampicillin for sale order amoxil online cheap

  26. Agbsxa says

    order simvastatin 20mg sale zocor 10mg canada order generic valtrex

  27. Xvbyks says

    where to buy avodart without a prescription order zantac 300mg generic order ranitidine online cheap

  28. Jngbyo says

    zofran drug order zofran 4mg generic oral spironolactone

  29. Frpchk says

    buy imitrex 25mg generic levofloxacin 250mg cost order levofloxacin generic

  30. Yfhhli says

    order tamsulosin 0.2mg online cheap order tamsulosin online order celecoxib generic

  31. Kgzpvc says

    buy cheap nexium purchase nexium pill oral topiramate

  32. Mnftka says

    order meloxicam 15mg sale order mobic sale purchase celebrex

  33. Qagizs says

    reglan 10mg brand cozaar 50mg for sale buy hyzaar cheap

  34. Sbayme says

    cost methotrexate 2.5mg methotrexate 5mg without prescription buy coumadin generic

  35. Vtpdgd says

    college essay service research paper website help with thesis

  36. Lphmes says

    buy inderal 10mg pill purchase clopidogrel pills cost clopidogrel 150mg

  37. Caqrnq says

    purchase depo-medrol online medrol 8 mg otc methylprednisolone 16mg pills

  38. Xqlpmp says

    order tenormin online cheap atenolol 50mg drug tenormin 100mg drug

  39. Tgewsu says

    xenical order online order orlistat generic buy cheap generic diltiazem

  40. Etqgxt says

    aralen 250mg without prescription buy chloroquine generic aralen 250mg

  41. Gaanls says

    order priligy 60mg without prescription dapoxetine pills buy misoprostol without a prescription

  42. Nyzppw says

    buy claritin order loratadine 10mg buy claritin 10mg generic

  43. Gzktow says

    buy generic tadalafil 5mg cialis tadalafil cialis sale

  44. Hkrbeq says

    where can i buy desloratadine order desloratadine 5mg pills clarinex 5mg brand

  45. Mkokpf says

    plaquenil 400mg uk buy plaquenil 400mg sale hydroxychloroquine 200mg cheap

  46. Ohtise says

    buy triamcinolone 4mg pill aristocort 10mg for sale aristocort 10mg generic

  47. Gobsmc says

    generic pregabalin 75mg order pregabalin 75mg generic pregabalin 150mg canada

  48. Rexaty says

    order vardenafil 20mg generic levitra 20mg canada buy vardenafil 10mg generic

  49. Pvpxnl says

    roulette free play slots for real money united states play online blackjack for real money

  50. Qiaorb says

    order rybelsus 14mg sale semaglutide 14mg pill order rybelsus generic

  51. Urwypm says

    buy vibra-tabs order doxycycline 100mg sale buy cheap doxycycline

  52. Wsauhn says

    oral sildenafil sildenafil tablets viagra sale

  53. Wtqafe says

    cheap furosemide 100mg purchase lasix without prescription cost lasix 100mg

  54. Ujjywd says

    clomid 50mg oral brand clomid 100mg buy serophene without prescription

  55. Qzcujb says

    buy cheap neurontin buy neurontin cheap order neurontin 100mg sale

  56. Hidafs says

    cheap omnacortil generic buy prednisolone 5mg online cheap prednisolone tablet

  57. Vhqpxx says

    augmentin 1000mg cheap order augmentin 375mg pills buy augmentin 625mg pills

  58. Whaiqt says

    order generic zithromax 250mg buy azithromycin without a prescription order azithromycin without prescription

  59. Chxzeh says

    albuterol 4mg tablet ventolin inhalator usa buy ventolin inhalator for sale

  60. Ntnzjm says

    amoxicillin 250mg us amoxicillin 1000mg cheap cheap amoxicillin sale

  61. Iudsrv says

    accutane 10mg without prescription accutane 40mg pills isotretinoin without prescription

  62. Xlsnvy says

    purchase deltasone without prescription order deltasone 5mg sale order prednisone 20mg without prescription

  63. Vzqjpl says

    zanaflex for sale order tizanidine 2mg for sale tizanidine ca

  64. Cuehsi says

    clomid 100mg us clomiphene 100mg brand order serophene

  65. Xzcvds says

    order vardenafil 20mg online cheap buy vardenafil 20mg online cheap

  66. Veyurx says

    order synthroid 100mcg without prescription levothyroxine order order synthroid 75mcg pills

  67. Mnxagu says

    purchase augmentin generic buy generic clavulanate over the counter

  68. Buvpcu says

    albuterol tablet order albuterol 4mg inhaler buy generic ventolin for sale

  69. Dgsicc says

    doxycycline price doxycycline canada

  70. Rokcnu says

    amoxicillin 250mg usa oral amoxicillin 1000mg amoxicillin pill

  71. Oqgjyl says

    order omnacortil 10mg generic prednisolone 10mg ca omnacortil 5mg brand

  72. Hdummq says

    order lasix for sale buy lasix online cheap diuretic

  73. Ulrhox says

    buy azithromycin without a prescription azithromycin 500mg usa purchase azithromycin generic

  74. Plvubk says

    buy neurontin for sale purchase neurontin online cheap

  75. Ebofrv says

    purchase zithromax generic zithromax 250mg us buy zithromax paypal

  76. Whvekw says

    generic amoxicillin 250mg buy generic amoxil buy amoxicillin 1000mg sale

  77. Ztmull says

    doctor sleep online free phenergan us

  78. Cxebnp says

    accutane tablet isotretinoin 10mg generic order isotretinoin 40mg for sale

  79. Ofoaji says

    prescription medication for abdominal pain purchase cipro without prescription

  80. Buduao says

    best selling sleeping pills provigil cost

  81. Ocvrjz says

    prescription only allergy medication types of allergy pills types of allergy pills

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More