অনন্য এক ঋতুর নৈসর্গিক মেসিডোনিয়া

2

মেসিডোনিয়া, ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলির মধ্যে অন্যতম। ইউরোপের অনন্য এক ঋতুর দেশ বলা হয় মেসিডোনিয়াকে। ইউরোপের অন্যান্য দেশ থেকে এদেশের ঋতু এবং রূপবৈচিত্র ভিন্ন হওয়ায় ইউরোপের পর্যটকদের কাছে মেসিডোনিয়া প্রিয় একটি স্থান। ইতিহাসের বিখ্যাত আলেকজান্ডার দা গ্রেট কিংএর জন্ম এই মেসিডোনিয়াতে। ইতিবৃত্তের পাঠকদের জন্য আজকের আয়োজনে মেসিডোনিয়ার সৌন্দর্যময় দর্শনীয় স্থানগুলির বিবরণ তুলে ধরা হলো।

মভরোভো ন্যাশনাল পার্ক

মভরোভো ন্যাশনাল পার্ক
মভরোভো ন্যাশনাল পার্ক Source: www.flickr.com

মেসিডোনিয়ার জাতীয় উদ্যানগুলির মধ্যে মভরোভো ন্যাশনাল পার্ক সবচেয়ে বৃহৎ এবং মেসিডোনিয়ার সেরা দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম। মেসিডোনিয়ার মানুষ এবং বিদেশী পর্যটকদের পছন্দের একটি স্থান এই মভরোভো জাতীয় উদ্যান। এই স্থানে অবস্থিত মভরোভো পর্বত, অঞ্চলের র্বোচ্চ পর্বত। এমনকি পর্বতারোহীদের জন্য পছন্দের পাহাড় এটি। শীতকালে পর্বতারোহীদের জন্য অন্যতম পছন্দের রিসোর্ট মভরোভো ন্যাশনাল পার্ক। শীতকালে মভরোভো পর্বতে আরোহণ করা এবং পর্বতের চারদিকের তুষারপাত পর্বতারোহীদের মনে দারুণ এক শিহরন জাগায়। মভরোভো হ্রদটি ১০ কিলোমিটার জুরে বিস্তৃত। মেসিডোনিয়ার বিখ্যাত ট্রাউট মাছ এই হ্রদে পাওয়া যায়। হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জুড়িয়ে দেয়। এই হ্রদটিতে ছোট ছোট নৌকা চলাচল করে, যেন পর্যটকরা নৌকায় চড়ে হ্রদটি ঘুরে দেখতে পারে। এছাড়াও এখানে বেড়াতে আসা লোকজন এখানে সাঁতার কাটতে পারে এবং হ্রদের চারিদিকে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারে। পর্যটকগণ এখানে বেড়াতে এসে তাঁবু খাঁটিয়ে রাত কাঁটায়, এছাড়াও পাশের গ্রামগুলিতে রাত কাটানোর জন্য ছোট-বড় সুসজ্জিত হোটেল রয়েছে। প্রতিদিন প্রচুর লোক সমাগম ঘটে এই স্থানে, মভরোভো ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

মেসিডোনিয়ার আকর্ষণীয় শহর “ওহ্রিদ”

এই শহরের প্রধান আকর্ষণ ওহ্রিদ লেক। এই হ্রদটিকে ইতিমধ্যে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই ঐতিহাসিক শহরটি দেশের সবচেয়ে আকর্ষণীয়, সেইসাথে দৃশ্যত চিত্তাকর্ষক, ভ্রমণ গন্তব্য স্থলগুলির মধ্যে একটি। এই শহরের অন্যতম দর্শনীয় স্থান রাজা সেমুয়েলস এর দুর্গের ধ্বংসাবশেষ। প্রথম বুলগেরীয় সাম্রাজ্যের সময়কালে শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য রাজা টিজার সেমুয়েলস এই দুর্গ নির্মাণ করেন।

ওহ্রিদ লেক
ওহ্রিদ লেক Source: macedonia-timeless.com

গ্রীষ্মকালের ওহ্রিদ উৎসবের সময় শহরটি প্রাণবন্ত হয়ে ওঠে। এই উৎসবের সময় সারা বিশ্ব থেকে পর্যটকরা ওহ্রিদ শহরে আসতে থাকে শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং প্রতি বছর গ্রীষ্মকালের এই উৎসবে লাখো পর্যটক উপস্থিত হয়ে মেসিডোনিয়ার সংস্কৃতি তথা নাচ, গান, থিয়েটার সহ ওহ্রিদ উৎসব উৎযাপনে ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন।

ওহ্রিদ সিটি
ওহ্রিদ সিটি Source: shutterstock.com

বিটলা সিটি

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি শহর বিটলা। মেসিডোনিয়ার অন্যতম সুন্দর এবং প্রাচীন শহর এটি। শহরটি এগেইন সাগর এবং মধ্য ইউরোপের সাথে অ্যাড্রিটিক সাগর অঞ্চলের দক্ষিণে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ জংশনে অবস্থিত এবং একটি প্রশাসনিক, সাংস্কৃতিক, শিল্প, বাণিজ্যিক এবং শিক্ষা কেন্দ্র। অটোম্যান যুগের “কনসালস অফ দ্য সিটি” হিসাবে এই শহরের পরিচিতি রয়েছে, যেহেতু অনেক ইউরোপীয় দেশ বিটলাতে বাণিজ্য দূতাবাস হিসেবে কাজ করেছে।

বিটলা সিটি
বিটলা সিটি Source: pinterest.co.kr

পর্যটন শিল্পের জন্য এই শহরটি বিখ্যাত। এই শহরটিকে মেসিডোনিয়ার সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়ে থাকে। শহরের সুগঠিত গ্যালারী, জাদুঘর, রেস্টুরেন্ট এবং কফিশপগুলি শহরের প্রধান সৌন্দর্য। এছাড়াও শহরের বিটলা যাদুঘর, বিভিন্ন সুন্দর গির্জা, কারুকার্য মণ্ডিত মসজিদগুলি, বিশেষ করে ইয়েনি মসজিদ পর্যটকদের নজর কেঁড়ে থাকে। প্রচুর ইউরোপীয় পর্যটক প্রতিদিন এই শহরে ঘুরতে আসে।

স্কোপজে

স্কোপজে, মেসিডোনিয়া
স্কোপজে, মেসিডোনিয়া Source: passportsymphony.com

স্কোপজে মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর। এটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও একাডেমিক কেন্দ্র। রোমান সাম্রাজ্যের সময়কালে শহরটির নাম ছিল স্কুপি। স্কোপজে শহরটি প্রায় ৪ হাজার বছর পুরনো। ভারদার নদীর তীরে শহরটি অবস্থিত, স্কোপজে শহরটি একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র, সারা বিশ্বব্যাপী রাসায়নিক ও যন্ত্রপাতি রপ্তানিকারক শহর হিসেবেও পরিচিত স্কোপজে। অতীতে রোমানরা, সার্বিয়ানরা, অটোম্যানরা এই শহরটি শাসন করেছিলো। শহরটির বিন্যাস, স্থাপত্য, সৃজনশীলতা এখনো শহরটির রঙিন অতীতকে প্রতিফলিত করে। অটোম্যান যুগের মসজিদগুলি এবং সাম্যবাদী যুগের অবকাঠামোগুলি এখনও শহরের ঐতিহ্য এবং সৌন্দর্য বর্ধন করে। প্রতিবছর ৪ই সেপ্টেম্বর মেসিডোনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের প্রধান স্কয়ারে একটি জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে আতশবাজি ফুটিয়ে প্যারেড প্রদর্শন করা হয় এবং জমকালো কনসার্টের আয়োজন করা হয়। প্রতিদিন প্রচুর পর্যটন প্রেমীরা প্রাচীন এই শহরের সৌন্দর্য উপভোগ করতে শহরটিতে ভিড় জমায়।

ক্রেটোভো

ক্রেটোভো, মেসিডোনিয়া
ক্রেটোভো, মেসিডোনিয়া Source: exploringmacedonia.com

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের ছোট্ট একটি শহর ক্রেটোভো। যেন শিল্পীর তুলিতে আঁকা ছোট্ট এই শহর। মেসিডোনিয়ার জীবন্ত যাদুঘর বলা হয় এই শহরটিকে। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উপরে, ওসোগভো পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত। মধ্যযুগে নির্মিত সেতু এবং টাওয়ারগুলির জন্য শহরটি বিখ্যাত। টাওয়ারগুলি মূলত শহরের খনি, রাষ্ট্র ও সৈন্যবাহিনীর নিরাপত্তার কাজে ব্যাবহার করা হতো। সেতুগুলি প্রাচীন স্থাপত্যবিদদের এক শৈল্পিক নিদর্শন। শহরের প্রাচীন স্থাপত্যশিল্পের অসাধারণ এই নিদর্শনগুলি দেখতে প্রতি বছর এই শহরে প্রচুর পর্যটক সমাগম ঘটে।

প্যালিস্টার ন্যাশনাল পার্ক

প্যালিস্টার ন্যাশনাল পার্ক, মেসিডোনিয়া
প্যালিস্টার ন্যাশনাল পার্ক, মেসিডোনিয়া Source: youtube.com

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের বিটলা শহরে অবস্থিত প্যালিস্টার ন্যাশনাল পার্ক। পার্কটি বিটলা শহরের বাবা পর্বতের পাদদেশে ১৭১.৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পার্কটি তার বিভিন্ন বাস্তুসংস্থান এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট গ্রামগুলি ঘুরে বেড়ানোর জন্য সুপরিচিত। এখানে উদ্ভিদ জগতের বিচিত্র সব উদ্ভিদের দেখা মিলবে। এছাড়াও এই পার্কে বন্য শুকর ও রাই হরিণের দেখা পাওয়া যায়। পর্যটকদের জন্য এখানে সুন্দর সুন্দর রিসোর্টের ব্যবস্থা রয়েছে, এছাড়াও পর্যটকরা চাইলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কে তাঁবু টানিয়ে ক্যাম্প করে রাত কাটাতে পারবে। বিটলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত। প্রতিদিন প্রচুর ইউরোপীয় পর্যটক এই পার্কে আসে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

স্ট্রুগা সিটি

স্ট্রুগা, মেসিডোনিয়া
স্ট্রুগা, মেসিডোনিয়া Source: exploringmacedonia.com

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত স্ট্রুগা সিটি, মেসিডোনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থল। স্ট্রুগা শহরটি নিয়ে বিশ্বের অনেক পর্যটক ভ্রমণ গাইড লিখেছেন। পর্যটকদের চোখে এটি আশ্চর্যের একটি শহর। প্রাচীনকাল থেকেই শহরটি এর সুদৃশ্য, উন্নত বাণিজ্য, শহরের সুন্দর বাজারগুলি, ধনীদের সুন্দর বাড়িগুলির জন্য বিখ্যাত। এই শহরটিকে ধনীদের শহরও বলা হয়। এসব কারণেই পর্যটকদের চোখে প্রিয় একটি স্থান স্ট্রুগা। বিখ্যাত ওহ্রিদ হ্রদ এই স্ট্রুগা শহরেই অবস্থিত, ওহ্রিদ হ্রদ ছারাও সিঞ্চ ড্রিম নামক একটি নদী রয়েছে, যা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সন্ধ্যা নেমে আসলেই সিঞ্চ ড্রিম নদীর চারদিকে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা জ্বলে ওঠে, যা পর্যটকদের মনে স্বর্গীয় অনুভূতি বয়ে আনে। ছুটির দিনে প্রচুর পর্যটক সিঞ্চ ড্রিম নদীর স্বর্গীয় পরিবেশ উপভোগ করতে এই শহরে আসে। ছুটির দিনগুলি কাটানোর জন্য শহরে সুলভ মূল্যের অনেক হোটেল রয়েছে। শহরের ছোট ছোট কফিশপ, সুসজ্জিত রেস্টুরেন্ট শহরের সৌন্দর্য অনেকাংশে বর্ধন করেছে। সর্বোপরি বলা যায়, ভ্রমণের জন্য উৎকৃষ্ট একটি স্থান স্ট্রুগা সিটি।

হেরাক্লিয়া লিনসেস্টিস

হেরাক্লিয়া লিনসেস্টিস, মেসিডোনিয়া
হেরাক্লিয়া লিনসেস্টিস, মেসিডোনিয়া Source: exploringmacedonia.com

হেরাক্লিয়া লিনসেস্টিস, মেসিডোনিয়া প্রজাতন্ত্রের বিটলায় অবস্থিত প্রাচীন গ্রিক শহর। প্রাচীন মেসিডোনিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের সবচেয়ে বড় সংরক্ষিত শহর হেরাক্লিয়া লিনসেস্টিস। বর্তমানে শহরটি বিটলার দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে, রাজা ২য় ফিলিপ্স দ্বারা শহরটি প্রতিষ্ঠিত হয়েছিলো। যখন রাজা ২য় ফিলিপ্স হেরাক্লিয়া লিনসেস্টিস এর পার্শ্ববর্তী এলাকা জয় করেছিলো, তখন তিনি এই শহরটি তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন। শহরটির নামকরণ করা হয়েছিলো পৌরাণিক গ্রিক নায়ক হারকিউলিসের সম্মানে। হেরাক্লিয়া লিনসেস্টিস মূলত প্রাচীন রোমান স্নানাগার, প্রাচীন স্থাপত্যের উজ্জ্বল মোজাইক, বিশপ শাসিত গির্জা, রাজা ২য় ফিলিপ্স এর সময়কালের একটি ইহুদি মন্দির, পোর্টিকো এবং একটি রোমান থিয়েটার এর জন্য বিখ্যাত। প্রাচীন এই রোমান থিয়েটারে এখন গ্রীষ্মকালীন কনসার্ট হয়ে থাকে। ১৯৬০ সালে সম্রাট হাদ্রিয়ানের শাসনামলে, পাহাড়ের উপর নির্মিত এই রোমান থিয়েটারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সম্রাট হাদ্রিয়ান পুড়নো বিভিন্ন স্থাপত্য পুননির্মাণের পাশাপাপাশি এই থিয়েটারটিকেও পুননির্মাণ করেন। ইতিহাসে সম্রাট হাদ্রিয়ানের এই কৃতিত্ব স্বর্ণাক্ষরে লিখা রয়েছে। প্রাচীন গ্রিক সাম্রাজ্যের স্থাপত্যের নিদর্শন না দেখে ভ্রমণ পিপাসুরা থাকতেই পারবে না। তাই পর্যটকদের জন্য হেরাক্লিয়া লিনসেস্টিস হতে পারে উৎকৃষ্ট এক পর্যটন গন্তব্য।

যারা ইউরোপ ভ্রমণের কথা ভাবছেন, তাদের জন্য মেসিডোনিয়া হতে পারে পছন্দের একটি স্থান। প্রাচীন সব নিদর্শনসমূহের পাশাপাশি মেসিডোনিয়ার ঋতু এবং রূপবৈচিত্র ইউরোপের অন্যান্য দেশ থেকে ভিন্ন। তাইতো বলা হয়, ইউরোপের অনন্য এক ঋতুর দেশ মেসিডোনিয়া।

 

তথ্যসূত্রঃ

www.theculturetrip.com

www.discovergreece.com

www.exploringmacedonia.com

Source Featured Image
Leave A Reply
2 Comments
  1. Uioadk says

    buy rybelsus 14 mg for sale – buy glucovance online desmopressin without prescription

  2. Aazmbo says

    prandin 1mg us – order jardiance online purchase jardiance online

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com