x-video.center fuck from above. azure storm masturbating on give me pink gonzo style. motphim.cc sexvideos

তাওস হাম: অন্ধকারের বুক চিরে রহস্যময় শব্দের অমীমাংসিত কাহিনী

0

১৯৯৩ সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোর ছোট্ট শহর তাওসে আট দশটা রাত্রির মত স্বাভাবিক রাত নেমে এসেছে। ছিমছাম ছবির মত গুছানো ছোট এ পাহাড়ি শহরে রাত নামলেই যেন পরিণত হয় নিরবতার স্বর্গরাজ্যে। তাওসের ছেলেবুড়ো সব ঘরে বন্দি। রাত বাড়ছে ক্রমে, শিশুরা কান্না থামিয়ে বেঘোর ঘুমে মত্ত। ঘড়ির কাটা তখন ৯ এর ঘরে। হঠাৎ করে তাওসের অন্ধকার রাত্রি ভেদ করে এক তীক্ষ্ণ শব্দের বিস্তার ঘটতে থাকে। অনেকটা রেডিও তরঙ্গর মত দুর্বল কম্পাংকের এ শব্দ যেন মাথা ধরিয়ে দিচ্ছিল তাওসের বাসিন্দাদের।

তাওস হাম
তাওস হাম
Source : sporcle.com

শব্দ ক্রমেই বেড়েই চলেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাওসের সব বাসিন্দারা এ শব্দ শুনতে পায়নি। শতকতরা ২ ভাগ মধ্যবয়সী নগরবাসী এ অদ্ভুত শব্দ উপলব্ধি করতে পেরেছিল। রহস্যাবৃত এ শব্দের প্রকৃত কারণ আজ পর্যন্ত জানতে পারেনি কেউ। তাই ইতিহাসে এ ঘটনা ‘তাওস হাম’ নামে একটি অমীমাংসিত রহস্য হিসেবে অধরাই রয়ে যায়।

পাথুরে শহর তাওস
পাথুরে শহর তাওস Source : livescience com

হাম কি?

তাওস হামের ব্যাপারে জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে হাম কী। হাম (Hum) একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ খুঁজলে অভিধানে গুঞ্জন করা, গুণগুণ করা এমন সব বাংলার দৃষ্টিগোচর হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে রাত্রিবেলা অদ্ভুতুড়ে শব্দ যা কিনা বেশিরভাগ সময়ই রেডিও তরঙ্গর মত মনে হয় তাকেই সচরাচর হাম বলা হয়ে থাকে।

তাওস হাম
Source: aquiziam.com

তাওস হাম: রহস্যের হাতছানি!

১৯৯৩ সালে পুরো আমেরিকান কংগ্রেস নড়েচড়ে বসে এ ঘটনায়। নানা ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা, তদন্ত পাল্টা তদন্ত করলেও রহস্যময় এ শব্দের নেপথ্যকারণ সম্পর্কে নিশ্চিতভাবে তেমন কিছুই জানা যায়নি। যা জানা গিয়েছে তা শুধু কতক সন্দেহ আর সম্ভাবনা। তাওসের অধিবাসীদের একটি অংশ যারা কিনা সংখ্যায় লঘু তাদের এমন দাবিতে প্রথম প্রথম কেউ কর্ণপাতই করেনি। এ নির্দিষ্ট সংখ্যক নাগরিকদের ভাষ্যমতে,  তারা রাত্রিবেলা অদ্ভুত ঝিরিঝিরি এক ধরণের শব্দ শুনতে পায় যা তাদের মাথা ধরিয়ে দিচ্ছিল। তাদের এমন কথার পক্ষে তেমন কোন সাক্ষ্যপ্রমাণ না থাকায় ছোট্ট শহর তাওস হঠাৎ করে টালমাটাল হয়ে যায়, অনিশ্চিত এক ঘটনা যেন গ্রাস করে ফেলে পুরো শহরকে।

তাওস হাম শব্দ
তাওস হাম শব্দ

রাত হলেই তাই সবাই কান পেতে থাকে সেই অনাকাঙ্ক্ষিত শব্দ শুনবে বলে, কিন্তু বিধি যথারীতি বাম। সেই নির্দিষ্ট পরিমাণ শ্রোতার কর্ণদখলেই রয়ে যায় ভুতুড়ে হাম। যার ফলে অপরাপর নগরবাসীদের মধ্যে হাম নিয়ে এক ধরণের বিশ্বাসের দ্বন্দ্বের সৃষ্টি হয়, অনেকে একে ভুয়া এবং উদ্দেশ্যমূলক বিভ্রান্তি বলেও উড়িয়ে দিতে চায়। কিন্তু প্রকৃত হাম শ্রোতারা বসে থাকেনি। তারা কংগ্রেসের কানে তুলে ব্যাপারটা। মার্কিন কংগ্রেসও যথেষ্ট গুরুত্বের সাথে এর তদন্তের জন্য একটি বিশেষ সেল গঠন করে। তদন্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে এসে ভিক্টিমদের সাথে কথা বলে এবং তাদের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা চালায়। এছাড়া উপদ্রুত স্থানে তারা শব্দ নিরীক্ষণ যন্ত্র বসিয়ে পরীক্ষা চালায়। কিন্তু আদতে কোন ধরণের অস্বাভাবিক কিছু উদঘাটনে ব্যর্থ হয় এ বিশেষ সেল। নিউ মেক্সিকো ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর জো মুলিন্স তাওস হাম নিয়ে ব্যাপক গবেষণা চালান। হাম শ্রোতাদের বাড়ির পাশে সাউন্ড ডিটেক্টর যন্ত্র বসিয়েও যখন কোন কার্যসিদ্ধি হয়নি তখন আপাতত তিনি এ ব্যাপারে সম্পূর্ণ হাল ছেড়ে দেন।

আশ্চর্যের আরো বাকি

তাওস হামই যে এ গ্রহের একমাত্র হাম সমস্যা তা কিন্তু নয়। পৃথিবীর আরো কিছু অঞ্চলে রাতের বেলা এমন অস্বাভাবিক শব্দ শুনা গিয়েছিল এবং তার রহস্যভেদও করা গিয়েছিল। কিন্তু তাওস হাম এ জায়গায় সম্পূর্ণ আলাদা বলেই দ্বিধাদ্বন্দ্ব আর অস্বাভাবিকতার পেরেকে শক্ত ঠুকা দিয়েই একটি অসমাধিত ঘটনা হিসেবে জীবন্ত থেকে যায় এবং তার ‘সম্পূর্ণ আলাদা’ সত্তার পক্ষে বেশকিছু আশ্চর্যজনক তথ্যের সন্ধান আমাদের জন্য রেখে যায়।

তাওস হাম
তাওস হাম
Source: Curiosity

১. তাওস হাম শুনেছেন এমন দাবি করা নাগরিকদের সবার বয়স ৩০ থেকে ৫৯ এর ভেতর!

২. শুধুমাত্র রাত ৮ টা এবং ৯ টার মধ্যেই এ শব্দ শ্রুত হত!

৩. শ্রোতাদের মধ্যে শব্দের তীব্রতা নিয়ে ছিল বেশ শক্ত দ্বিধাবিভক্তি। কেউ বলেছেন এ শব্দ ছিল অনেকটা ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে মাথা চিনচিন করে দেয়ার মত। আবার বাকিদের দাবি অনুযায়ী এ শব্দ ছিল অত্যন্ত বিরক্তিকর ভোঁ ভোঁ শব্দের মত।

৪. প্রায় ৮০ ভাগ লোক সপ্তাহে অন্তত একবার হলেও এ শব্দ শুনত।

৫. তাওস হাম শুনা পুরুষদের শতাংশ ছিল ৫২% এবং মহিলাদের ৪৮%

৬. বাড়ির ভেতরে থাকলেই শুধুমাত্র এ শব্দ শুনা যেত।

৭. হাম শ্রোতাদের এরপর থেকে নানা উপসর্গ দেখা দেয়। কারো অনিদ্রা, মাথাধরা কারো বা কানে অযথা চাপ অনুভব করা এমনকি কারো কারো যৌন আকাঙ্ক্ষাও কমে গিয়েছিল।

৮. আজ পর্যন্ত শতভাগ কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা তাওস হামের পক্ষে দাঁড় করানো সম্ভব হয়নি।

তাওস হাম
তাওস হাম
Source: A History Of Mystery

সম্ভাব্য সব ব্যাখ্যা

তাওস হামের প্রকৃত কারণ অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। কিন্তু কোন ব্যাখ্যাই আজ পর্যন্ত ধোপে টিকেনি। তাওস হামের পেছনের কারণ সম্পর্কে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়, আশেপাশের কোন শিল্পকারখানার সাজসরঞ্জামাদি থেকে উৎপন্ন কোন শব্দই বোধহয় এ শব্দের পেছনের কারণ। এর আগে ব্রিস্টল শহরের হামের নেপথ্যসূত্রের ব্যবচ্ছেদ করতে গিয়ে এই কারণটই পাদপ্রদীপের আলোয় আসে, তাই তাওস হামের পশ্চাতে এটাকে অকাট্য প্রমাণ দাবি মানতে অনেকেই জোর তৎপরতা চালিয়েছেন। উচ্চমাত্রার গ্যাসলাইন কিংবা বৈদ্যুতিক লাইনের তীক্ষ্ণ শব্দ থেকেও তাওসের হামের উৎপত্তির কারণ স্বীকার করা হয়। এছাড়া কারো মতে, সরকারের গোপন কোন সামরিক পরীক্ষার কারণে উদ্ভুত শব্দই ছিল তাওস হাম।

মনোবিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যেহেতু বারবার শুধুমাত্র ঐ ২ শতাংশ নগরবাসী শব্দ শুনছেন বলে দাবি করছেন এবং বাদবাকি সব তা ঘুণাক্ষরেও টের পায়নি সুতরাং এর কারণ হচ্ছে নির্দিষ্ট সেসব হাম শ্রোতার মনোবৃত্তি। তাদের মতে হামশ্রোতারা একবার বিশ্বাস করে নেয়ার কারণে শুধুমাত্র তাদের সাথেই এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আর এজন্যই দায়ী তাদের এমন চিন্তা। তারা এই ঘটনাকে এক ধরণের হ্যালুসিনেশন বলেও উড়িয়ে দেন।

অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে, যখন সুনসান নিরবতা আমাদের ঘিরে রাখে তখন যেকোনধরণের শব্দ যদি হুট করে আমাদের কানে আসে তখন সে শব্দকে আমাদের উচ্চমাত্রার কোন শব্দ বলে মনে হয়। আর তাওসের অধিবাসীদের বেলায়ও তাই ঘটেছে। এ ব্যাখ্যায় তাওস হামের শ্রোতাদের সাধারণের তুলনায় উচ্চ শ্রবণশক্তির বলে স্বীকার করা হয়েছে। যার কারণে অন্যরা যা শুনতে পেত না, তারা তা শুনতে পেয়েছিল।

তাওস হামের সবচেয়ে হাস্যকর ব্যাখ্যা হিসেবে সেই চিরায়ত এলিয়েনকেও সামনে নিয়ে আসা হয়েছে। শেষ সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে এ শব্দ হয়তো ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে তাদের গোপন কোন কর্মসূচির অংশ!

Source Featured Image
Leave A Reply
sex videos ko ko fucks her lover. girlfriends blonde and brunette share sex toys. desi porn porn videos hot brutal vaginal fisting.