রাজকন্যে কি কম পড়িয়াছে? – গুপী গাইন বাঘা বাইন
জীবনে ডালভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। – ২২শে শ্রাবণ ২০১১
কাঁটা কি বেছে খায়? হাইলি সাসপিসাস! – সোনার কেল্লা
আমি পোস্টমর্ডানিজম জানি না, আমি শেফালিকে চাই! – ওয়াই টু কে
জানার কোনও শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই। – হীরক রাজার দেশে
তুমি আমায় বলো উত্তম কুমার! – বসন্ত বিলাপ
স্ট্রাগল! বাঙ্গালীর প্রিয় শব্দ। আমি অবশ্য ওটাকে স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশীর পুষ্টি আর মানুষ চেনার পথে প্রথম পদক্ষেপ। – আগন্তুক
চাইনিজরা কি সুখী, না? রোজ চাইনিজ খায়! – জিরো থ্রি থ্রি
আমি হয় এর বদলা নেব, নাহয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। – জয় বাবা ফেলুনাথ
এই রোমান্টিক সারাউন্ডিংসে তোমার হয়তো মনে হচ্ছে লাভ ইজ দ্যা মোস্ট ইম্পরট্যান্ট থিং ইন দ্যা ওয়ার্ল্ড। কিন্তু কলকাতা ফিরে গিয়েই তোমার যদি কখনো মনে হয় প্রেমের চেয়ে সিকিউরিটি বড় কিংবা সিকিউরিটি থেকেই প্রেম গ্রো করতে পারে, তাহলে আমায় জানিও। কেমন? – কাঞ্চনজঙ্ঘা
আমাদের সংযম ছিল। যা করেছি বেশ করেছি, না পোষালে চলে যা – গল্প হলেও সত্যি
কেন জিগ্যেস করিস বলতো, জিগ্যেস করলে তো মিথ্যে কথা বলতে হয়। – তিন ভুবনের পারে
আমি ঝিন্দের বন্দী নই, আমি ঝিন্দের রাজা! – ঝিন্দের বন্দী
I will go to the top, the top, the top. – নায়ক
আমরা ভালোর দলে! – হীরক রাজার দেশে
গুরুজন হন, তাই একটা অনুমতি নিতে আসা। অনুমতি না দেন, বিয়ে আটকাবে না। – যমালয়ে জীবন্ত মানুষ
শেষে এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে যে তোমার মধ্যে কোনও গুণ নেই। অথচ সেটা তো সত্যি নয়। – প্রতিদ্বন্দ্বী
ওরে, বউ গেলে বউ পাওয়া যায়। কিন্তু মা গেলে মা পাওয়া যায় না রে পাগলা… মা পাওয়া যায় না। – মর্যাদা
দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। – হীরক রাজার দেশে
“প্রেম তো সকলেই করে…”
“নট মি!”
“তোমার জোটে না তাই!”
“বাজে কথা বলিস না। ওসব বুর্জোয়া ব্যাপারে আমার কোনও ইন্টারেস্ট নেই।” – অরণ্যের দিনরাত্রি
I too need something to get attached to – অন্তহীন
“ও কিন্তু আমাকে টাচ করবে না!” “না ছুঁলে পার্ট করব কী করে?” – সপ্তপদী
কি ম্যাডাম, বাংলা মিডিয়াম বয়ফ্রেন্ড পোষাচ্ছে না? – বাইশে শ্রাবণ ২০১১
মুশকিলটা কি জানেন মি. সেনগুপ্ত, আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা খুব কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা দৈনিক, প্রতিদিন সে বিশ্বাসে আঘাত হানে। – আগন্তুক
দাদা, আমি বাঁচতে চাই! – মেঘে ঢাকা তারা
আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। যা পুড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে, যা বাকি আছে, তার আর মরণ নেই। – ঘরে বাইরে
buy prandin 2mg sale – empagliflozin over the counter purchase empagliflozin