গেস্টাপোঃ নাৎসি জার্মানির মূর্তিমান এক আতঙ্ক

65

 

১৯৩৪ সালের ২৬ শে এপ্রিল তারিখে বিশ্ব ইতিহাসের অন্যতম সবচেয়ে ভয়ংকর পৈশাচিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা  গেস্টাপো অফিশিয়ালি  গঠিত হয়। নাৎসি বাহিনীর বিরুদ্ধবাদ করে এমন কোন ব্যক্তি বা আদর্শকে গেস্টাপো সমূলে নির্মূল করত। পৃথিবীর ইতিহাসে অন্যতম  গণহত্যা হলোকাস্টের জন্য গেস্টাপোকেই দায়ী করা হয়।
হিটলার জার্মানীর ক্ষমতায় আরোহণের পরপরই  সমস্ত বিরুদ্ধবাদীদের  বিরুদ্ধে দমন নিপীড়ন চালানো শুরু করে। এর ফলে বিরুদ্ধবাদীরা সবাই আত্মগোপনে চলে যায়। তাই এদেরকে খুঁজে বের করে নির্মূল করতে হিটলারের দরকার হয় একটি বাহিনীর। গেস্টাপো ছিল মূলত নাৎসি জার্মানির  রাজনৈতিক পুলিশবাহিনী। গেস্টাপো মূলত কমিউনিস্টদের, রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় গোষ্ঠীর উপর আক্রমণ চালায়। এছাড়া ছাত্রদের বিভিন্ন দলও  তাদের টার্গেট ছিল।

গেস্টাপোর লোগো
গেস্টাপোর লোগো source:shoah.org.uk

যদিও গেস্টাপো মূলত সুৎস্টাফেই নেতা হেনরিখ হিমেলারই জড়িত তবে ১৯৩৩ সালের এপ্রিলে এটি প্রতিষ্ঠা করেছিলেন হারম্যান গোয়েরিং।

জার্মানির চ্যান্সেলর হওয়ার পর এডলফ হিটলার প্রুশিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গোয়েরিংকে দায়িত্ব দিলেন। প্রুশিয়া জার্মানির সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ, যা রাজধানী বার্লিন এবং বড় শিল্প কেন্দ্রসহ দেশের দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে।

গোয়েরিং প্রথম যে কাজটি করল তা হল রাস্তায় নাৎসি ব্রাউনশার্টের সাথে নিয়মিত ইউনিফোর্ড পুলিশকে কিছু করতে নিষেধাজ্ঞা দেওয়া। এতে করে নির্দোষ জার্মান নাগরিকদের নাৎসি ব্রাউনশার্টওয়ালারা  তাদের নতুন অর্জিত শক্তি দিয়ে মাতাল অবস্থায় জনগনকে হয়রাানি, মারধোর, অপদস্থ করা শুরু করেছিলেন। সেই সুযোগে এই নাৎসি ব্রাউনশার্টওয়ালারা দোকান লুটপাট সহ ইহুদীদের আতঙ্কের মধ্যে রাখত। যদি কারো ভুল পাওয়া যেতো, তাহলে আর রক্ষা ছিল না। গোপন অস্ত্র বহন করছে এই অজুহাতে, জার্মান নাগরিকদের প্রায়ই সাধারণ পোশাকধারী এবং ইউনিফর্ম পরিহিত পুলিশ দ্বারা সার্চ করা হত ।

এর পরে, গোয়েরিং রাজনৈতিকভাবে অবিশ্বস্ত পুলিশ বার্লিন পুলিশ বিভাগ গোয়েন্দাদের ছাটাই করেন এবং এদের স্থলে বিশেষ পুলিশ সহায়িকা হিসেবে (Hilfspolizei) ৫০,০০০ ঝটিকা ট্রুপার শপথ নিয়ে নিয়োগ দেন। এই ঝটিকা ট্রুপারদের গ্রেফতারের বিশেষ ক্ষমতা প্রদান করা হয় এবং তারা তা ব্যবহারে বেশ উপযোগী ছিলেন। এর ফলে জেলগুলো প্রতিরক্ষামূলক হেফাজতের আওতায় বন্দীতে ভরে উঠতে থাকল। স্থান সংকুলান না  হওয়ায় তাদের বাইরে কনসেনট্রেশন ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখা দিল।

ডাকাও যেটি কিনা ছিল নাজিদের প্রথম কনসেনট্রেশন ক্যাম্প সেটি গেস্টাপোই তৈরি  করেছিল। এখানে অনেককেই বন্দী করে রাখা হত, চালানো হত অত্যাচার। অনেককে মেরেও ফেলা হয়েছিল।

এরপর প্রুশিয়ান পুলিশের রাজনৈতিক এবং গোয়েন্দা বিভাগকে আলাদা করে ফেলার পর তিনি রাজনৈতিক এবং গোয়েন্দা বিভাগের অধিকাংশ কর্মচারীকে ছাটাই করে, তাদের বদলে নাৎসিদের অন্তর্ভুক্ত করেন। এভাবে প্রায় ৫০০০০ নাৎসিকে অন্তর্ভুক্ত করা হয়।

গেস্টাপোর গোয়েন্দাদের ছবি
গেস্টাপোর গোয়েন্দাদের ছবি source:en. wikipedia.org

ইউনিফর্ম পরিহিত পুলিশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পর  গোয়েরিং সাদা  পোশাকের পুলিশের প্রতি মনোযোগ দিল।
পরবর্তীতে, এপ্রিল ২৬, ১৯৩৩ সালের, একটি ডিক্রি জারি করেন যা রাজনৈতিক এবং গোয়েন্দা বিভাগকে একত্রিত করে গোপন পুলিশ অফিস (Geheime Polizei AMT) তৈরী করে এবং দ্রুত জিপিএ নামে পরিচিত হয়ে ওঠে। কিন্তু “GPA” নামটির সাথে সোভিয়েত পলিটিক্যাল পুলিশ “GPU” এর নামের অনেক মিল আছে। যার কারণে নাম পরিবর্তন করে রাখা হয় “Secret State police”। জার্মান ভাষায় “Geheime Staats Polizei”। এখন প্রশ্ন হল, গেস্টাপো নামটি আসলো কিভাবে? একজন পোস্ট অফিস কর্মকর্তা “Geheime Staats Polizei” এর নামে নতুন স্ট্যাম্প ছাপাতে গিয়ে দেখেন যে, স্ট্যাম্পের তুলনায় নামটি বেশ বড় হয়ে যাচ্ছে। তখন তিনি “Geheime Staats Polizei” এর নাম সংক্ষেপে রাখেন “গেস্টাপো (Gestapo)”। মূলত তিনি “Geheime এর “Ge”, Staats এর “Sta” এবং Polizei এর “Po”কে একত্রিত করে এই নাম সৃষ্টি করেন।

গোয়েরিং সেই সময়ে বার্লিন ও তার আশেপাশের এলাকায় হিটলারের রাজনৈতিক বিরোধীদের নিষ্ক্রিয় করার কাজে সাফল্য লাভ করেন।  এছাড়াও তৎকালীন সময়ের সকল মান্যগণ্য ব্যক্তিবর্গের  ব্যক্তিগত জীবনসহ সমস্ত কিছুর নথি গেস্টাপো সংগ্রহ করে রাখে।

গেস্টাপোর বার্লিনের সদর দপ্তর
গেস্টাপোর বার্লিনের সদর দপ্তর source: en.wikipedia.org

গোয়েরিং গেস্টাপো প্রধান হিসাবে রুডলফ ডিয়েলস কে নিযুক্ত করেন। গোয়েরিং তার থেকে একটি রাজনৈতিক পুলিশ বাহিনী কিভাবে কাজ করে তার পূর্ণ জ্ঞান আহরনের সুযোগ গ্রহণ করেন।  ডিয়েলস প্রধান হিসাবে থাকলেও গোয়েরিং বিভিন্ন নাৎসি নেতাদের গোপন নথি তার কাছে জমা নিতেন এবং সেই তথ্য তিনি নাৎসি পার্টিতে তার অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করতেন ।

এর মাঝেই আরেক নাৎসি নেতা হেনরিখ হিমেলার গেস্টাপোর কর্তৃত্বের জন্য নজর রাখতে শুরু  করেন । তার ফলে হিমেলার ও গোয়েরিং এর মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়। এরই মাঝে  ১৯৩৪ সালের ২০শে এপ্রিল হিমেলারের কাছে গেস্টাপোর দায়িত্ব হস্তান্তর করে গোয়েরিং । হেনরিখ  হিমেলার ১৯৩৪ সালের এপ্রিল থেকে ১৭ জুন ১৯৩৬ সাল পর্যন্ত গেস্টাপোকে নেতৃত্ব দেন। সেইসময়ে পুরো জার্মানির সমস্ত পুলিশ তার অধীনে চলে যায়।

১৯৩৬ সালের ২৬ই ফেব্রুয়ারি গেস্টাপো আইন পাশ হয়। যার একটি অনুচ্ছেদে লেখা ছিল যে “গেস্টাপো বিষয়াবলি প্রশাসনিক আদালত দ্বারা পর্যালোচনার জন্য উন্মুক্ত করা যাবে না”। এই অনুচ্ছেদের কারনে গুপ্ত পুলিশ গেস্টাপো আইনের ঊর্ধ্বে চলে যায় এবং কোন আইনী ব্যবস্থা তাদের বিরুদ্ধে করা যেত না। প্রকৃতপক্ষে, গুপ্ত পুলিশ নিজেই একটি আইন হয়ে ওঠে। যে কোন ব্যক্তিকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ এবং কোন আইনী প্রক্রিয়া ছাড়া নাগরিককে কারারুদ্ধ বা সারসংক্ষেপ সঞ্চালনের জন্য বন্দিশিবিরে গেস্টাপো পাঠাতে পারতো।

গোয়েরিং কর্তৃক হিমেলারের কাছে দায়িত্ব হস্তান্তর
গোয়েরিং কর্তৃক হিমেলারের কাছে দায়িত্ব হস্তান্তর source: veteranstoday

১৯৩৬ সালের শেষের দিকে গেস্টাপোকে Kriminalpolizei (or Kripo, German for Criminal Police) এর সাথে একীভূত করে ফেলা হয়। আবার ১৯৩৯ সালে, যখন যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে, তখন “Sipo” এবং জার্মানির অন্যান্য গোয়েন্দা এবং অপরাধ দমন বিভাগগুলোকে একত্রিত করে গড়ে তোলা হয় “Reich main Security Office” সংক্ষেপে “RSHA”। ১৯৪২ সাল পর্যন্ত “RSHA” এর নেতা ছিলেন S.S এর দ্বিতীয় প্রধান রাইনহার্ড হাইড্রিচ। ১৯৪২ সালে তাকে শত্রুপক্ষ খুন করে। পরে “RSHA” এর প্রধান করা হয় এর্নস্ট কালটেনব্রুনারকে ।

গেস্টাপো সংগঠনটির অধীনে ৫টি ডিপার্টমেন্ট কাজ করত । প্রত্যেকের আলাদা কর্মক্ষেত্র ছিল ।

) ডিপার্টমেন্ট (রাষ্ট্রের শত্রু)

১) কমিউনিস্ট (এ১)

২) কাউন্টার স্যাবোটাজ বা প্রতি অন্তর্ঘাত (এ২)

৩) প্রতিক্রিয়াশীল এবং উদার ব্যক্তিত্ব (এ৩)

৪) গুপ্তহত্যা (এ৪)

) ডিপার্টমেন্টবি” (চার্চ এবং অন্যান ধর্মীয় সম্প্রদায়)

১) ক্যাথোলিক (বি১)

২) প্রোটেস্ট্যান্ট (বি২)

৩) ফ্রিম্যাসন (বি৩)

৪) ইহুদী (বি৪)

) ডিপার্টমেন্ট সি

এই ডিপার্টমেন্ট প্রশাসনের এবং অন্যান্য সকল কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের যাবতীয় তথ্য (গোপন এবং প্রকাশ্য) সংরক্ষণ করত।

) ডিপার্টমেন্টডি

১) রাইখের বাইরে রাস্ট্রের শত্রু (ডি১: ডিপার্টমেন্ট ১ এর পুনরাবৃত্তি)

২) রাইখের বাইরে চার্চ এবং অন্যান ধর্মীয় সম্প্রদায় (ডি২: ডিপার্টমেন্ট ২ এর পুনরাবৃত্তি)

) ডিপার্টমেন্ট” (কাউন্টারইন্টেলিজেন্স)

১) রাইখের অভ্যন্তরে (ই১)

২) নীতি নির্ধারণ (ই২)

৩) পশ্চিম ফ্রন্ট (ই৩)

৪) স্ক্যান্ডেনেভিয়া (ই৪)

৫) পূর্ব ফ্রন্ট (ই৫)

৬) দক্ষিণে (ই৬)

গেস্টাপোর প্রধান যে অস্ত্র ছিল তা হল, তারা ভয় মানুষের মনে জাগিয়েছিল। জার্মানির সাধারণ মানুষ মনে করত তারা সর্বত্রই ছড়িয়ে আছে। এর জন্য তারা কাউকেই বিশ্বাস করতে পারতনা। তারা সবসময় ভয়ে থাকত এই ভেবে যে এই লোকটাই হয়তো গেস্টাপোর চর। এর ফলে অদৃশ্য ভয় ও আশংকা নাগরিক জীবনকে শাসন করা শুরু করে। বেশির ভাগ লোকই আত্ম-সেন্সরশিপ গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা শুরু করে এবং তারা সাধারনতঃ তাদের মুখ বন্ধ রাখতেই সমীচিন মনে করত।  তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে তারা  যদি দেশও ছাড়ে তাদেরকে গেস্টাপো ঠিকই ধরে ফেলবে। গেস্টাপো আদালতগুলোতেও প্রভাব বিস্তার করত। কোন ব্যক্তিকে যদি তাদের মনে হত দোষী তারা আদালতে প্রভাব বিস্তার করে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়াতো। যদি কেউ অসাবধানতা বশতঃ নাৎসি পার্টির বিরুদ্ধে কিছু বলে বসতেন বা কোন সামান্য ঠাট্টাও করতেন, তা হলে ঐ লোক বা দলের বাড়িতে রাতে চলে আসত এই গেস্টাপো বাহিনীর লোকজন। অথবা রাস্তা দিয়ে ঐ লোক হেঁটে যাবার সময় কাধে টোকা দিয়ে এই বাহিনীর কর্মী প্রতিনিধি ঐ লোককে নিয়ে যেত তাদের বার্লিন হেড কোয়ার্টারে। যেখান থেকে হেটে যাওয়া লোকজন যন্ত্রনার চিৎকার শুনতে পেতেন বলে শেনা যায়। এই কারনে স্থানটি কুখ্যাত হয়ে ওঠে।

গেস্টাপোর নির্যাতন-জিজ্ঞাসাবাদের পদ্ধতির মধ্যে ছিলঃ

১. বরফের মতো ঠাণ্ডা পানি ভরা বাথটাবে বন্দীকে চুবানো

২. এই প্রথা পুনরাবৃত্তি করা

৩. হাত, পা, কান এবং যৌনাঙ্গে তারের সংযোজনের দ্বারা ইলেকট্রিক শক দেয়া

৪. একটি বিশেষ ডিভাইসে পুরুষের অণ্ডকোষ পিষে ফেলা

৫. পিছনে বন্দীর দুই হাতের কব্জি বেঁধে সুরক্ষিতভাবে (যাতে বন্দী নিজে বাঁধন খুলতে না পার) ঝুলিয়ে রাখা

৬. রাবারের লাঠি এবং গাভীর চামড়ার চাবুক দিয়ে পেটানো

৭. ম্যাচ বা একটি তাতাল দিয়ে শরীরে ছ্যাক দেয়া বা পোড়ানো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে  Einsatzgruppen ( Task Force, Mobile Killing Sqad) তৈরি করা হয় যারা ইহুদীদেরকে ধরার কাজে নিয়োজিত ছিল । তারা হয় ইহুদীদেরকে  কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাত নইলে মেরে ফেলত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেস্টাপো বিশেষত নরওয়ে এবং ফ্রান্সে বেশ সক্রিয় ছিল। পূর্ব ইউরোপে গেস্টাপো হলোকাস্টের সাথে জড়িত ছিল। গেস্টাপোর এজেন্টরা পলায়নরত ইহুদীদের খুঁজে বের করত।  ১৯৪০ সালের শেষদিকে ইহুদীদের ঘেটোর  দায়িত্বে ছিল গেস্টাপো। ঘেটো ছিল মুলত ইহুদীদের বাধ্যতামূলক একটি বাসস্থান।  তারা ইহুদীদেরকে সেখানে জোর করে কাজ করাতো, খেতে দিতনা এবং নানাভাবে অত্যাচার করত। ১৯৪১ সালে  রাশিয়ার আক্রমণের পর  সিদ্ধান্ত হয় ঘেটোর সব ইহুদীদের গ্যাস চেম্বারে মেরে ফেলার। সেই সিন্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব ছিল গেস্টাপোর উপর। সেই সময়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ইহুদীকে হত্যা করা হয়। এভাবে ইতিহাসের চরম ঘৃণিত একটি গণহত্যার সাথে জড়িয়ে আছে গেস্টাপোর নাম । গেস্টাপোর একজন বিখ্যাত টার্গেট হল আনা ফ্র্যাংক । তার রচিত ডায়রীর এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রামাণ্য দলিল হিসাবে গণ্য হয়।

জনগণকে সার্চ করার দৃশ্য
জনগণকে সার্চ করার দৃশ্য source: historyplace.com

ন্যুরেমবার্গ ট্রায়ালে গেস্টাপোকে সন্ত্রাসী সংগঠন দিয়ে আখ্যা দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে হয়তো অনেক গোয়েন্দা সংস্থাই ছিল আছে। তবে নৃশংসতার দিকে দিয়ে হয়তো গেস্টাপোর কাছাকাছি কমই যেতে পারবে। তাদের তাই যুদ্ধের হারের সাথে বিচারের মুখোমুখিও হতে হয়েছে। আর মানুষের মনে তাদের জন্য এখনো ঘৃণা ছাড়া আর কিছু কাজ করেনা।

তথ্যসুত্রঃ
১. http://www.jpost.com/Features/In-Thespotlight/This-Week-in-History-The-creation-of-the-Gestapo
২. http://www.historyplace.com/worldwar2/triumph/tr-gestapo.htm
৩. http://www.historylearningsite.co.uk/nazi-germany/the-gestapo/
৪. https://www.britannica.com/topic/Gestapo
৫. http://www.jewishvirtuallibrary.org/the-gestapo
৬. https://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10008218#
৭. http://www.somewhereinblog.net/blog/moonshine/29799630

Leave A Reply

Your email address will not be published.

65 Comments
  1. Dxivcw says

    purchase medrol generic – where to buy azelastine without a prescription buy azelastine nasal spray

  2. Sudzfg says

    clarinex 5mg pill – purchase albuterol generic ventolin 2mg ca

  3. Qjidtc says

    buy albuterol generic – order advair diskus inhaler theophylline ca

  4. Gpvdeg says

    ivermectin 3mg – ivermectin 6mg for people cefaclor 500mg for sale

  5. Ekirmo says

    order zithromax 500mg online – buy ofloxacin 400mg for sale ciprofloxacin 500mg without prescription

  6. Rqrgni says

    cleocin 150mg cost – generic oxytetracycline chloramphenicol price

  7. Pzrsfx says

    cheap amoxil generic – generic ceftin buy cipro 1000mg

  8. Aqvqff says

    buy generic augmentin for sale – buy augmentin 375mg for sale ciprofloxacin 500mg for sale

  9. Yxtflg says

    order generic atarax – hydroxyzine 10mg us buy endep pill

  10. Banlhg says

    buy generic anafranil – purchase asendin pills brand doxepin 25mg

  11. Jihdmk says

    purchase quetiapine without prescription – ziprasidone for sale where to buy eskalith without a prescription

  12. Nokwhy says

    clozapine 100mg generic – order generic clozapine 50mg order pepcid online cheap

  13. Xtthdx says

    pill retrovir – buy metformin 500mg for sale buy allopurinol 100mg generic

  14. Wzahzb says

    glycomet 500mg uk – glycomet 1000mg brand buy lincomycin online cheap

  15. Xoeflv says

    purchase lasix – prograf canada generic capoten

  16. Kkkliw says

    ampicillin order online order amoxil cost amoxil

  17. Oysera says

    flagyl uk – buy terramycin purchase azithromycin without prescription

  18. Fbrrxm says

    ivermectin medicine – aczone online buy order sumycin pill

  19. Cuwzkg says

    order valtrex 500mg generic – buy zovirax online cheap generic zovirax 400mg

  20. Jicbkl says

    buy ciprofloxacin 500mg pills – amoxicillin 250mg canada
    erythromycin 500mg without prescription

  21. Gsswjw says

    buy generic flagyl for sale – order metronidazole 200mg without prescription order azithromycin online

  22. Omshxx says

    purchase baycip online – ciprofloxacin brand clavulanate uk

  23. Tjrvgd says

    order cipro pills – order augmentin pills buy augmentin 375mg generic

  24. Sdhtcd says

    buy finpecia generic buy diflucan cheap buy fluconazole 100mg pills

  25. Fazxhe says

    zocor 20mg pill buy valacyclovir 1000mg valacyclovir uk

  26. Dmjlkx says

    ondansetron 8mg sale ondansetron 8mg cheap buy spironolactone without a prescription

  27. Ydmzno says

    tamsulosin tablet celecoxib over the counter celebrex for sale online

  28. Zseboq says

    meloxicam for sale how to get meloxicam without a prescription buy celebrex no prescription

  29. Rnovpq says

    purchase essays online buy an essay online good academic writing

  30. Mmdzlk says

    methylprednisolone 16 mg over the counter methylprednisolone brand name methylprednisolone 4 mg pills

  31. Ljjgxh says

    metformin online order order glycomet online buy glycomet 500mg generic

  32. Hpklhj says

    chloroquine online buy order chloroquine 250mg sale order chloroquine

  33. Egaewz says

    buy cenforce 50mg pill cost cenforce buy cenforce 100mg sale

  34. Cjjssh says

    tadalafil 40mg tablet order cialis 10mg order tadalafil 5mg

  35. Twtgql says

    buy generic hydroxychloroquine buy generic plaquenil online buy hydroxychloroquine paypal

  36. Yxushc says

    vardenafil 20mg price vardenafil canada generic vardenafil 20mg

  37. Bmgfqa says

    semaglutide 14 mg oral purchase rybelsus without prescription order rybelsus online cheap

  38. Mhgeey says

    order viagra 50mg online purchase sildenafil buy sildenafil pills

  39. Mfvgan says

    buy clomid 100mg order clomid 50mg pills where can i buy clomid

  40. Trvtfb says

    synthroid 150mcg over the counter cheap generic synthroid levothyroxine pill

  41. Qcwrjg says

    order augmentin 625mg pill buy amoxiclav sale clavulanate canada

  42. Kvrtjj says

    buy albuterol generic order ventolin 4mg generic oral albuterol 4mg

  43. Cdmgei says

    rybelsus over the counter rybelsus 14mg price semaglutide 14mg pill

  44. Gyvipy says

    order levitra 10mg pill levitra cheap

  45. Buibuo says

    cheap levothroid generic synthroid 100mcg canada cheap levothyroxine for sale

  46. Ddqlxz says
  47. Ivmntj says

    buy ventolin 4mg pills ventolin 4mg generic order ventolin 4mg generic

  48. Ykarum says
  49. Xjybug says

    buy amoxil pills for sale amoxil 500mg for sale buy amoxicillin 1000mg online cheap

  50. Pejqoj says

    buy cheap omnacortil omnacortil 10mg usa order prednisolone 20mg

  51. Arrnna says
  52. Pgstjq says

    buy azipro pills buy azipro 250mg generic buy azithromycin 250mg online

  53. Aacqgm says

    cost gabapentin neurontin 600mg brand

  54. Fsaucg says

    order azithromycin 500mg online oral azithromycin 500mg azithromycin buy online

  55. Wfomue says

    strongest sleeping pills over counter provigil 200mg brand

  56. Pfbbxp says

    how to get amoxicillin without a prescription amoxil 500mg uk amoxicillin 500mg ca

  57. Gveify says

    prescription drug for sleep buy meloset 3mg online cheap

  58. Jpisew says

    accutane order online isotretinoin uk accutane 40mg uk

  59. Wbvxbp says

    heartburn medicine without calcium avapro pills

  60. Swypip says

    do you need a prescription buy fluorometholone eye drops what is allergy medicine called

  61. Jgfopb says

    acne treatments that work uk generic omnicef 300mg best pills for acne treatment

  62. Upopyb says

    strongest gerd prescription medication lincomycin 500 mg ca

  63. Duvnpz says

    deltasone 40mg sale prednisone for sale

  64. Zuqphm says

    really strong sleeping pills order provigil 100mg online

  65. Hepuex says

    best allergy pill allergy medications prescription list tablet for allergy on skin

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More