ফিদেল কাস্ত্রো: বিপ্লবের অপরাজেয় মহানায়ক

88

বিপ্লবের জগতে এক অগ্নিসম অগ্রদূতের নাম ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ সালে পশ্চিম গোলার্ধে কমিউনিজমের সূত্রপাত হয়েছিল যার হাত ধরে, ১১ জন আমেরিকান প্রেসিডেন্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় অর্ধ শতাব্দী আমেরিকাকে কিউবা থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন যে নেতা তিনিই ফিদেল কাস্ত্রো।

রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই একমাত্র রাষ্ট্র নেতা যিনি এত লম্বা সময় ধরে ক্ষমতায় ছিলেন। ১১ মিলিয়ন জনসংখ্যার একটি ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের প্রধানের যতটুকু বিখ্যাত হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি খ্যাতি ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের মর্যাদা লাভ করেছিলেন তিনি।

ফিদেল
Source: Exchanging ideas and more… – WordPress.com

১৯২৬ (মতান্তরে ১৯২৭) সালের ১৩ আগস্ট জন্ম গ্রহণ করেন ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ তৎকালীন পূর্ব কিউবার একটি প্রদেশ ওরিয়েন্ট এ। বাগান মালিক অ্যাঙ্গেল কাস্ত্রো ও তাঁর এক গৃহপরিচারিকার সন্তান ফিদেল যদিও তাঁর বাবা ঐ পরিচারিকা কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন এবং সেখানে ৭ জন সন্তান জন্ম দেন। ফিদেলের বাবা জন্মসূত্রে একজন স্প্যানিশ নাগরিক হলেও ঠিক কি কারণে তিনি কিউবায় এসে স্থায়ী হন সেটা এখনও অজানা। যদিও কাস্ত্রো এই ব্যাপারে একবার বলেছিলেন যে তাঁর বাবা একজন স্প্যানিশ উচ্চ বংশীয় লোকের বদলে কিউবায় এসেছিলেন যাকে ১৯ শতকের শেষের দিকে জোর করে স্প্যানিশ আর্মিতে যোগদান করানো হয়েছিল কিউবার স্বাধীনতা আন্দোলন ও আমেরিকার হেজেমনি বানচাল করার জন্য।

অবশ্য অন্যান্য সূত্রের দাবি অ্যাঙ্গেল কাস্ত্রো একদম শূন্য হাতে কিউবায় এসেছিলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই বাগানের মালিক বনে যান এবং তথাকথিত অপছন্দের আমেরিকার মালিকানাধীন ইউনাইটেড ফ্রুট কোম্পানির সাথে ব্যবসাও করেন। ফিদেল অনেক ছোট থাকতেই তাঁর বাবা অনেক জমিজিরাতের মালিক হন।

ছাত্র হিসেবে ফিদেল ছোট বেলা থেকেই অনেক বেশি হৈচৈ পূর্ণ ছিলেন বলে জানা যায়। এমন কি কিউবায় লোক মুখে এটাও প্রচলিত যে তিনি নাকি অনেক কম বয়স থেকেই অনেক বেশি উদ্ধত আর ধর্মান্ধ ছিলেন।

ফিদেল কাস্ত্রো সম্পর্কে প্রচলিত আরেকটি গল্পে শুনা যায় একবার নাকি তাঁকে তাঁর সহপাঠীদের সাথে নিয়ে একজন ধর্মযাজক পাহাড় ভ্রমণে যান। কিন্তু সেখানে গিয়ে দুর্ঘটনা বশত ধর্মযাজক দ্রুতগতির নদী প্রবাহে পড়ে যান এবং তাঁর ডুবে যাওয়ারও অনেক সম্ভাবনা ছিল যদি না ফিদেল তাঁকে টেনে তীরে না তুলতেন। তারপর তারা একসাথে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন ও তাদের সৌভাগ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৪৫ সালে হাভানার আইন স্কুলে যাওয়ার সময় থেকেই তিনি ভাগ্যে বিশ্বাস করা শুরু করেন এবং তার অল্প কিছুদিনের মধ্যেই নিজেকে র‍্যাডিকাল রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে ফেলেন। একনায়ক রাফায়েল ট্রুজিলোকে ক্ষমতা থেকে সরানোর জন্য ডোমিনিকান রিপাবলিকের একটি অসফল আক্রমণেও অংশ নেন তিনি।  ধীরে ধীরে তিনি কিউবার রাজনীতির প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার আগেই ছাত্রদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে থাকেন।

চে গুয়ে ভারার সাথে ফিদেল কাস্ত্রো
চে গুয়ে ভারার সাথে ফিদেল কাস্ত্রো
Source: Pinterest

বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে তাঁর পরিচিতি হয়েছিল মূলত বিপ্লবের সূচনাকারী হিসেবে এবং কমিউনিজমের প্রতি তাঁর প্রবণতা ছিল আগে থেকেই বলে সবার ধারণা ছিল। কিন্তু ১৯৮৬ সালে তাঁর আত্মজীবনীতে তিনি বলেন যে কমিউনিজমের প্রতি তাঁর সামান্য ভাল লাগা থাকলেও তিনি কখনও কমিউনিস্ট দলে যোগ দেননি।

র‍্যাডিকাল দর্শন তাঁর চরিত্রের উপর অনেক বেশি প্রভাব ফেলেছিল বলে তিনি স্বীকার করেন, তিনি বলেন “ তখন আমার বৈপ্লবিক বিবেক ছিল, আমি কর্মঠ ছিলাম, আমি লড়াইও করেছি কিন্তু আমি একজন স্বাধীন যোদ্ধা ছিলাম”।

আইনে ডিগ্রি পাওয়ার পর তিনি বেশ কিছুদিন গরিবদের জন্য কাজ করেছেন এবং একবার গোঁড়া বিরোধী দলের বিপক্ষে নির্বাচনেও দাঁড়ান কিন্তু বাতিস্তার সাজানো সামরিক অভ্যুত্থানের কারণে সেই নির্বাচন বানচাল হয়ে যায়।

বাতিস্তা সরকারের প্রতি তাঁর প্রথম প্রতিক্রিয়া হিসেবে তিনি বাতিস্তার সরকারকে একটি আইনি আপিল দিয়ে চ্যালেঞ্জ করেন যেখানে তাঁর দাবি ছিল যে বাতিস্তা যে কাজ করেছেন সেটা সংবিধান এর অবমাননা। কিন্তু তাঁর এই প্রতিবাদ বৃথা যায়।

অনেক নতুন নতুন অনুসারী পাওয়ার পর কাস্ত্রো ১৯৫৩ সালের ২৬ জুলাই তাঁর র‍্যাডিকাল ছাত্রদের দল নিয়ে সান্টিয়াগো দে কিউবার মনাকাডা ব্যারাকে আক্রমণ চালান। এতে অনেক বিদ্রোহীর মৃত্যু হয়, অনেককে বন্দি করা হয় যার মধ্যে কাস্ত্রো নিজে ও তাঁর ভাই রাউল কাস্ত্রোও ছিলেন।

ফিদেল কাস্ত্রো
Source: w-dog.net

এই আক্রমণের বিচারে কাস্ত্রোর ১৫ বছরের জেল হয়। কিন্তু এই রায়ের পর বাতিস্তা যে পদক্ষেপটি নেন সেটি হয়তো তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে ভুল পদক্ষেপ ছিল। বিদ্রোহীদের সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে এটা ভেবে, সুশীল সমাজের চাপের মুখে পড়ে এবং তিনি অত্যাচারী শাসক না এটা প্রমাণ করার জন্য বাতিস্তা ১৯৫৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পর এক রাজক্ষমায় ফিদেল কাস্ত্রো ও তাঁর অনুসারীদের মুক্তি দিয়ে দেন। মুক্ত হয়ে কাস্ত্রো মেক্সিকোতে নির্বাসনে যান এবং সেখান থেকে কিউবায় নিজের প্রত্যাবর্তনের ছক কষতে শুরু করেন। অনেক চেষ্টার পর মেক্সিকোতে বাসকারী এক আমেরিকানের কাঠের তৈরি গ্রানমা ৬১ ফুট লম্বা একটি ইয়ট নিয়ে কিউবায় ফেরত আসেন।

১৯৫৬ সালে চে গুয়ে ভারা সহ আরও ৮০ জন অনুসারী নিয়ে তিনি কিউবার উপকূলে পৌঁছান এবং নিজে স্বাধীনতার যোদ্ধা হিসেবে কার্যক্রম শুরু করেন।

দেশে ফেরত এসেই তিনি গেরিলা হামলা করা শুরু করেন এবং তাঁর মজুদ রসদের কাছে বাতিস্তা দুর্বল হয়ে পড়েন। কিন্তু তবুও বাতিস্তা থেমে যাননি বরং তাঁর সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন যে কাস্ত্রোকে মারার আগে পর্যন্ত যেন তারা না থামে। এমন কি ১৯৫৬ সালের ডিসেম্বর মাসে দুনিয়া জুড়ে খবর হয় কাস্ত্রো মারা গিয়েছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাস্ত্রো তিন মাস পর কয়েকটি আর্টিকেলের জন্য সাক্ষাৎকার দেন যা তাঁর আন্দোলন ও ইতিহাস টাই বদলে দিয়েছিল।

কাস্ত্রোর
Source: Breitbart

বাতিস্তার একনায়কতন্ত্রে অতিষ্ঠ হয়ে দিন দিন প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবক বিপ্লবী কাস্ত্রোর সাথে যুক্ত হতে থাকে এবং ফিদেল কাস্ত্রোর দল বাতিস্তার বিরুদ্ধে জয়লাভ করে।

১৯৫৯ সালের ৮ জানুয়ারি বিজয়ী হয়ে হাভানায় পদার্পণ করার পর থেকে অত্যন্ত শক্তিশালী হাতে তিনি তার দেশ শাসন করেছেন। তখনকার নির্বাসিত সামরিক একনায়ক বাতিস্তা যাকে ক্ষমতা থেকে অপসারণ করে তিনি ক্ষমতায় গিয়েছিলেন তারই সদর দপ্তরে দাড়িয়ে তিনি হাজার হাজার লোকের সামনে রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রথম বক্তৃতা টি দিয়েছিলেন। সদম্ভ ও আবেগ নিয়ে দেয়া তার এই বক্তৃতা স্থায়ী হয়েছিল ভোর পর্যন্ত এবং অবশেষে শান্তির পায়রা উড়েছিল কিউবায়। রণক্লান্ত কিউবান যে সকল নাগরিক ঐ ভীরের মাঝে সেদিন দাড়িয়ে তার বক্তৃতা শুনেছিলেন তারা আর যারা টিভি সেটের সামনে বসে দেখেছিলেন তারা সবাই বুঝে গিয়েছিলেন এই যুবক গেরিলা নেতাই হতে যাচ্ছে তাদের ত্রাণকর্তা। ফিদেল কাস্ত্রোর সেই বক্তৃতা শুনতে জমায়েত হওয়া ভীর থেকে শুধু একটি শব্দই শুনা যাচ্ছিল আর তা হল ‘ফিদেল’ ‘ফিদেল’।

তাঁর সামনে জড়ো হওয়া ঐ মানুষ গুলো জানতোনা ফিদেল কাস্ত্রো কিউবার জন্য কি পরিকল্পনা নিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু কাস্ত্রো নিজেকে তাঁর পিতৃভূমির একজন মসিহ মনে করতেন যার কাছে অপরিহার্য ক্ষমতা ও কর্তৃত্ব ছিল কিউবা ও এর জনগণ কে নিয়ন্ত্রণ করার। এবং করেছিলেনও তাই। কিউবার সৈনিকরা অ্যাঙ্গোলায় কি রঙের ইউনিফর্ম পরবে সেটা থেকে শুরু করে চিনির উৎপাদন কত টুকু হবে সবই ঠিক করতে তিনি নিজে। এমন কি নিজ হাতে অসংখ্য লোক কে জেলেও পাঠিয়েছেন তিনিই।

কিন্তু শুধুমাত্র দমন করার ভয় দেখিয়েই  তাঁর সর্বগ্রাসী সরকার একটানা এতদিন ক্ষমতায় ছিলনা। কিউবা ও পুরো দুনিয়া জুড়ে তাঁর নিন্দুক যেমন ছিল তেমন প্রশংসাকারীও ছিল অনেক। কেউ কেউ তাকে মনে করতো এক নিষ্ঠুর রাষ্ট্রনায়ক যে জনগণের অধিকার ও স্বাধীনতাকে পদদলিত করেছিল, আবার কেউ কেউ তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিল কারণ তারা তাঁকে ঐ সময়ের বিপ্লবের নায়ক মনে করতো।

এমন কি ২০০৬ সালে যখন কাস্ত্রো গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তিনি নিজের চিকিৎসা ব্যবস্থা কোথায় কিভাবে হবে সে ব্যাপারে সব কিছুর নির্দেশনা দিয়েছিলেন এবং তাঁর কমিউনিস্ট বিপ্লব চালিয়ে নেয়ার জন্য কি কি করতে হবে সুন্দর মত গুছিয়ে দিয়েছিলেন।

ফিদেল কাস্ত্রো
Source: Dunya News

নিজের ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করে ফিদেল কাস্ত্রো আরও একবার আমেরিকার ক্রোধের মুখে পরেন। আমেরিকা তাঁর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় এবং মন্তব্য করে যে কিউবার একনায়কতন্ত্র আরও দীর্ঘায়ু লাভ করলো আর তার সাথে সাথে কিউবার জনগণ নিজেদের জীবন নিয়ন্ত্রণ করার আরও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো।

কিন্তু ২০১৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নির্বাহী ক্ষমতা ব্যবহার করে হাভানা ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দশক যাবত চলা বিরোধ মিটানোর জন্য বন্দি বিনিময়  এবং দুই দেশের মধ্যে একটি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক তৈরির পদক্ষেপ নেন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় ১৮ মাস ধরে চলা গোপন বৈঠক এবং পোপ ফ্রান্সিসের সাহায্যে অবশেষে পদক্ষেপ টি সফল হয়।

২০১৬ সালে বারাক ওবামার  ব্যাপক ভাবে প্রচারিত কিউবা সফর যেটা ছিল দীর্ঘ ৮৮ বছর পর কোন ক্ষমতাসীন আমেরিকান প্রেসিডেন্টের কিউবা সফর এর কিছুদিন পরই ফিদেল কাস্ত্রো ওবামার শান্তি প্রস্তাবকে হেয় করে একটি খামখেয়ালী পূর্ণ লিখা লিখেন যেখানে তিনি দাবি করেন যে আমেরিকা তাদের যা যা দিতে চেয়েছে তার কোনকিছুর দরকার নেই কিউবার।

অনেকের মতে ফিদেল কাস্ত্রো ছিলেন একজন স্ব উদাসী, গোঁড়া লোক যার নিজের ভাগ্যের উপর বিশ্বাস ছিল অনড়। আবার অনেকের মতে তিনি ছিলেন বহুরূপী, যে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে মতবাদের চেয়ে প্রয়োগবাদে বেশি বিশ্বাসী ছিলেন। কিন্তু একজন বিপ্লবী নেতা হতে হলে যেমন মন আর সাহস দরকার ছিল তা ফিদেল কাস্ত্রোর পুরোটাই ছিল সে ব্যাপারে সন্দেহ খুব কম মানুষেরই আছে বা ছিল।

১৯ শতকের শুরুর দিকে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধের পর ল্যাটিন আমেরিকার সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ নেতা ফিদেল কাস্ত্রো। তাঁর গুরু হোসে মারতির পর তিনিই একমাত্র নেতা যিনি কিউবার ইতিহাস বদলে দিয়েছেন। ২০ শতকে ল্যাটিন আমেরিকায় সংঘটিত হওয়া অন্য যেকোনো বিদ্রোহের চেয়ে কাস্ত্রোর বিপ্লব সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল কিউবার সমাজকে এবং সেই প্রভাব অনেক লম্বা একটা সময় ধরে বহাল ছিল।

কিউবায় তাঁর শাসনকালের ইতিহাসে একই সাথে জমা হয়েছে কিছুটা সামাজিক উন্নতি আবার কোথাও কোথাও দারিদ্র্যের কষাঘাত, একদিকে বর্ণবাদের দিক থেকে সমতা আবার রাজনৈতিক ক্ষেত্রে নিপীড়ন, চিকিৎসা বিজ্ঞানে কিছুটা উন্নতি আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভোগান্তি।

ফিদেল কাস্ত্রো
Source: PBS

তাঁর ব্যক্তিত্ব তাঁকে বিপ্লবের প্রতীকে পরিণত করে এবং তাঁর অনেক অনুসারীর কাছে সে রোল মডেল। ভেনিজুয়েলার হুগো শাভেজের ভাবগত মতাদর্শের গডফাদার ফিদেল কাস্ত্রো। কিন্তু এইসব কিছুর ঊর্ধ্বে কাস্ত্রোর আমেরিকাকে ঘিরে আগ্রহ আর আমেরিকার কাস্ত্রোকে ঘিরে যে আগ্রহ ছিল সেটাই সবচেয়ে বড় প্রভাবক কাস্ত্রোর শাসনামলের যে রূপ সেটা দেয়ার ক্ষেত্রে। কাস্ত্রো কমিউনিজমকে বরণ করে নেয়ার পর থেকেই ওয়াশিংটন তাঁকে একজন শয়তান ও অত্যাচারী শাসক হিসেবে তুলে ধরে দুনিয়ার সামনে। তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য ১৯৬১ সালে বে অফ পিগস এ আক্রমণ, কয়েক দশক যাবত স্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আততায়ী দিয়ে হত্যার চেষ্টা থেকে শুরু করে তাঁর দাঁড়ি ফেলানোর ব্যবস্থা করে তাঁর মর্যাদা কমানোর চেষ্টার মত অদ্ভুত সব কিছুই করেছে আমেরিকা।

আমেরিকার শক্তির প্রতি ফিদেল ক্যাস্ট্রোর বিরুদ্ধাচরণ ল্যাটিন আমেরিকা সহ অন্যান্য জায়গায়ও তাঁকে পরিণত করেছিল প্রতিরোধের এক বাতিঘর হিসেবে। তাঁর এলোমেলো দাঁড়ি, গায়ে সবুজ রঙের পোশাক আর হাতে কিউবান সিগারেট দুনিয়া জুড়ে হয়ে উঠেছিল বিদ্রোহের প্রতীক।

কাস্ত্রোর শাসনামলের আগে কিউবা ছিল ধনী আমেরিকান পর্যটকদের খেলার মাঠের মত। যেখানে ধনী গরিবের মাঝে আকাশ পাতাল সম অসমতা সহজেই চোখে পড়তো, যদিও বা ঐ সময় অন্যান্য ক্যারিবিয়ান রাষ্ট্র গুলোর তুলনায় কিউবা বেশ ধনীই ছিল।

আইনে ডিগ্রি থাকা সত্বেও অর্থনীতি কিংবা সরকার সম্পর্কে কাস্ত্রোর তেমন কোন বাস্তব ধারণা ছিল না। তারপরও শিক্ষা ব্যবস্থার উন্নতি করে এবং শুধু চিনি ও আমেরিকার উপর কিউবার নির্ভরতা কমিয়ে কাস্ত্রো একটি অন্যরকম সমাজ গড়তে চেয়েছিলেন। তিনি ঠিক কেমন সমাজ গড়তে চেয়েছিলেন সে বিষয়ে হয়তো তাঁর নিজেরও স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু তিনি একটা ব্যাপারে পরিষ্কার ছিলেন যে তিনি বাতিস্তার সময়ের মত সমাজ এর চেয়ে ভিন্ন সমাজ গড়বেন।

কিউবার সমাজে আমূল পরিবর্তন কারী এই নেতা মৃত্যু বরণ করেন ২৫ নভেম্বর ২০১৬ সালে। তিনি তাঁর মতাদর্শে কতটা সঠিক ছিলেন বা তাঁর কি কি কাজ ভুল ছিল বা সঠিক ছিল সে বিতর্কে যাবো না। এই বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক যেখানেই থাকুন, ভাল থাকুন শুধু এই টুকুই আমাদের কামনা।

 

তথ্যসূত্র:

১. https://www.britannica.com/biography/Fidel-Castro

২. https://www.biography.com/people/fidel-castro-9241487

Source Featured Image
Leave A Reply

Your email address will not be published.

88 Comments
  1. Wbjony says

    metformin generic – order losartan 50mg pills precose order

  2. Hlikwj says

    glyburide pills – pioglitazone 30mg cheap dapagliflozin 10 mg tablet

  3. Cwvnjm says

    clarinex drug – clarinex 5mg canada albuterol cost

  4. Irmmhx says

    medrol 4 mg pills – buy generic fml-forte oral azelastine 10 ml

  5. Mpkftz says

    purchase albuterol inhalator online – theophylline 400 mg without prescription buy theo-24 Cr sale

  6. Xyfofe says

    ivermectin 3mg – eryc tablet how to get cefaclor without a prescription

  7. Msigcm says

    clindamycin generic – acticlate medication buy chloramphenicol tablets

  8. Opddiv says

    azithromycin pills – ofloxacin 400mg without prescription buy ciprofloxacin no prescription

  9. Fufdob says

    purchase amoxil generic – keflex 500mg sale purchase ciprofloxacin generic

  10. Pezrua says

    buy cheap generic clavulanate – purchase baycip pill cipro 500mg pill

  11. Qwmzzr says

    purchase atarax pills – endep buy online amitriptyline where to buy

  12. Yaiwcd says

    order quetiapine pill – buy sertraline 50mg eskalith tablet

  13. Ppxlmx says

    oral clomipramine 50mg – aripiprazole 30mg sale sinequan online order

  14. Baizif says

    buy cheap clozapine – amaryl for sale famotidine 40mg cheap

  15. Efddxy says

    retrovir for sale – allopurinol 300mg drug

  16. Yumnii says

    order metformin generic – oral lincomycin 500mg order lincocin 500 mg sale

  17. Kdrqlu says

    lasix sale – buy furosemide 100mg pills buy capoten 25 mg online cheap

  18. Ybjxcx says

    buy metronidazole pills for sale – cefaclor brand zithromax 250mg sale

  19. Drqnre says

    ampicillin online order acticlate without prescription buy generic amoxicillin

  20. Wdtyei says

    valtrex where to buy – valtrex 1000mg uk zovirax order

  21. Ajhkjk says

    oral ivermectin cost – order cefixime 200mg without prescription order tetracycline generic

  22. Bfxtzt says

    metronidazole over the counter – buy terramycin zithromax online

  23. Qlkfsp says

    ciprofloxacin 500 mg oral – ciprofloxacin without prescription erythromycin pills

  24. Nvwpxk says

    cipro 500mg cheap – ethambutol 600mg us order augmentin 625mg generic

  25. Qeptqm says

    purchase cipro generic – buy generic clavulanate online buy cheap generic augmentin

  26. Xaxpwd says

    buy ampicillin generic purchase amoxicillin for sale amoxicillin order

  27. Hqmoac says

    purchase propecia buy proscar 1mg generic purchase fluconazole pills

  28. Kldolt says

    buy zocor sale valtrex generic valtrex 500mg drug

  29. Wjblnt says

    buy avodart online order avodart 0.5mg generic ranitidine 300mg ca

  30. Gmkrkx says

    buy ondansetron medication purchase ondansetron online cheap buy generic aldactone

  31. Upiqgl says

    sumatriptan 50mg oral order levofloxacin sale levofloxacin online order

  32. Pmgmvs says

    nexium generic order generic topiramate 100mg order topamax 200mg pill

  33. Yajelt says

    buy tamsulosin paypal order celecoxib pill order celebrex 100mg without prescription

  34. Exfyfa says

    meloxicam cheap celecoxib brand order celebrex generic

  35. Gxauqu says

    order methotrexate 2.5mg for sale methotrexate 5mg price buy cheap generic coumadin

  36. Epwmav says

    buy an assignment affordable essay writing academic writing support

  37. Ikaydl says

    methylprednisolone generic methylprednisolone cost in usa can i buy medrol online

  38. Ulducm says

    atenolol price buy tenormin generic order atenolol generic

  39. Vokquv says

    buy glucophage 500mg for sale buy glucophage generic buy glucophage 500mg generic

  40. Uloewt says

    generic priligy priligy 30mg pill buy cytotec medication

  41. Teniyp says

    cheap chloroquine 250mg buy aralen 250mg online cheap chloroquine oral

  42. Tiasvr says

    buy loratadine 10mg sale buy claritin 10mg without prescription buy loratadine without prescription

  43. Mmmmkg says

    buy cenforce pill buy generic cenforce where can i buy cenforce

  44. Ishfwb says

    cialis black buy tadalafil 20mg pill order tadalafil pills

  45. Voswzv says

    order aristocort 10mg generic order generic triamcinolone triamcinolone over the counter

  46. Gptsaw says

    plaquenil 400mg pills buy plaquenil 200mg generic order hydroxychloroquine online

  47. Mnmiev says

    brand lyrica 150mg buy cheap pregabalin order lyrica

  48. Fjyaqp says

    levitra price buy levitra generic levitra online buy

  49. Mcikxt says

    casino slots free casino slot money games

  50. Sitpow says

    rybelsus 14mg pill purchase rybelsus online cheap semaglutide 14 mg pills

  51. Qrinhm says

    purchase monodox monodox drug acticlate us

  52. Ecbjjd says

    viagra 50mg brand order sildenafil 100mg without prescription buy viagra 50mg without prescription

  53. Lzpypg says

    furosemide 40mg oral lasix 40mg cost buy furosemide pills diuretic

  54. Afgoaf says

    purchase clomid for sale clomid 100mg ca order clomid 50mg without prescription

  55. Xawyba says

    gabapentin 800mg cheap gabapentin 100mg cheap order neurontin 100mg generic

  56. Zoedaj says

    levothroid pills order generic levothyroxine cheap synthroid tablets

  57. Qxvoze says

    omnacortil 40mg canada order omnacortil 5mg online omnacortil 5mg generic

  58. Qwzvfe says

    augmentin for sale buy augmentin paypal order amoxiclav online cheap

  59. Wmxoib says

    zithromax over the counter purchase zithromax generic order azithromycin 250mg pills

  60. Ytoemi says

    buy albuterol inhalator sale purchase albuterol inhaler purchase albuterol generic

  61. Mqlzkq says

    order amoxil 250mg pills amoxicillin tablets generic amoxil

  62. Viyewy says

    accutane order buy generic absorica buy isotretinoin 40mg without prescription

  63. Masame says

    semaglutide cost rybelsus buy online buy rybelsus no prescription

  64. Hbtsys says

    buy generic deltasone 10mg buy prednisone cheap prednisone 40mg usa

  65. Hifrmp says

    buy rybelsus 14 mg without prescription buy rybelsus online order rybelsus 14mg generic

  66. Pookmw says

    tizanidine 2mg generic zanaflex ca buy zanaflex pills for sale

  67. Hlorgc says

    buy clomiphene generic clomid 50mg us clomiphene pills

  68. Abimgk says

    order levothroid pill buy synthroid online brand synthroid 150mcg

  69. Yhkjxq says

    order augmentin 1000mg sale amoxiclav usa

  70. Pjktrw says

    order albuterol pills buy ventolin 4mg without prescription order generic albuterol 2mg

  71. Enlcfo says

    brand doxycycline 200mg buy monodox generic

  72. Ytwkfn says

    order amoxicillin pill amoxil 1000mg ca amoxil 250mg pills

  73. Wrdrjf says

    order omnacortil 10mg without prescription buy prednisolone 40mg without prescription cost omnacortil

  74. Dcyurq says

    cheap furosemide 100mg order lasix 100mg generic

  75. Qcafew says

    azipro 250mg pills cost azipro buy azipro generic

  76. Unsxcv says

    generic neurontin neurontin drug

  77. Kqsyua says

    order zithromax 500mg how to buy zithromax buy generic azithromycin 500mg

  78. Qjfcdn says

    sleep meds prescribed online order phenergan 25mg online

  79. Uquwif says

    amoxil buy online order amoxil 500mg online buy amoxicillin 1000mg generic

  80. Qrrggs says

    accutane 40mg sale oral isotretinoin buy accutane 40mg pills

  81. Kocfuh says

    upper abdominal pain prescription medication order glucophage 500mg generic

  82. Exidqj says

    how long do antihistamines take to work buy ventolin without a prescription prescription allergy medication without antihistamines

  83. Cvgdgh says

    best acne treatment teenage guys zovirax buy online best doctor prescribed acne medication

  84. Eoffkw says

    list of acidic drugs order roxithromycin 150mg pill

  85. Nmfwfw says

    buy generic prednisone online purchase prednisone online cheap

  86. Cpjqab says

    virtual visit online physician belsomra promethazine generic

  87. Mxbxhy says

    alternatives to allergy pills generic allergy pills best generic allergy pills

  88. crevaVela says

    https://eut-tube.com/eut-tube-com/?????-??????/Sexy gujarati aunty stripping and stroking – Sexy gujarati aunty stripping and stroking

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More