সুলতান মাহমুদ গজনবী: নায়ক নাকি খলনায়ক?

124

ভারতীয় ইতিহাসে যে সকল রাজ্য বিজেতা নিজ যোগ্যতাবলে ইতিহাসের স্বর্ণ-সিংহাসনে আরোহণ করেছেন সুলতান মাহমুদ তাদের মধ্যে অন্যতম। সুলতান মাহমুদ গজনবী আফগান সিংহাসনে আরোহণ করার পর থেকে যে পরিমাণ অভিযান পরিচালনা করছেন এবং বিজয় লাভ করেছেন, এই পরিমাণ যুদ্ধ বিজেতা ইতিহাসে খুব কমই রয়েছে। তার কাছে যুদ্ধ পরিচালনা ছিল একধরনের সহজাত প্রবণতা যার কারণে তিনি ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি বছরই কোন না কোন অভিযান পরিচালনা করেছেন পাশাপাশি বিজয়ও লাভ করেছেন। তার জীবদ্দশায় সর্বাধিক অভিযান পরিচালনা করেন ভারতের বিরুদ্ধে। শুধু ভারতেই তিনি ১৭ বার অভিযান প্রেরণ করেন এবং কাকতালীয় হলেও সত্য প্রতিবারই তিনি জয় লাভ করেন। আফগান ইতিহাসে সুলতান মাহমুদ একজন ধর্মভীরু সাহসী বীরযোদ্ধা। অপরদিকে ভারতীয় হিন্দু ইতিহাসে তিনি একজন দস্যু, শান্তি বিনষ্টকারী, লুণ্ঠনকারী ও নির্দয়, ক্ষমতার অপ-ব্যবহারকারী। সুতরাং সুলতান মাহমুদ ইতিহাসে দ্বৈত চরিত্রের এক উজ্জ্বল প্রতীক।

গজনবী
গজনবী
Source: best photos war – Blogger

ইতিহাস বিখ্যাত বিজেতা সুলতান মাহমুদ ৯৭১ সালে বর্তমান আফগানিস্তানে সবুক্তগিন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সবুক্তগিন।  ৯৯৭ সালে তার পিতার মৃত্যু হলে সুলতান মাহমুদ তার অপর ভাই ইসমাইলের সাথে গজনবী সাম্রাজ্যের শাসনভার দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এতে মাহমুদ তার ভাইকে পরাজিত করে গজনির শাসন ক্ষমতা নিজ হাতে তুলে নেন। তখন গজনবী সাম্রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান আফগানিস্তান ও খোরাসান বা পূর্ব পারস্য। এসময়ে এ-অঞ্চলে অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিলে সুলতান মাহমুদ তা কঠোর হস্তে দমন করেন।

শাসন কার্যের শুরুতে সুলতান মাহমুদ সামানিদ বংশের আনুগত্য স্বীকার করে আমির উপাধি গ্রহণ করে শাসনকার্য শুরু করলেও ১০০০ সালের শুরুর দিকে সামানিদদের  অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সরাসরি আব্বাসী খলিফার আস্থা অর্জন করে নিজেকে আব্বাসী খিলাফতের অধীনস্থ শাসক হিসেবে ঘোষণা করে সুলতান উপাধি গ্রহণ করেন। এর পর থেকেই ইতিহাসে তিনি সুলতান মাহমুদ হিসেবে পরিচিতি লাভ করেন। সুলতান মাহমুদ দীর্ঘকাল শাসন কার্য পরিচালনার পর ১০৩০ সালে মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় তিনি অসংখ্য বিজয়াভিযান পরিচালনা করেন এবং বীরত্বের সহিত সাফল্য লাভ করেন।         

সুলতান মাহমুদ এর ভারত আক্রমন এবং বিজয়

সুলতান মাহমুদ গজনবী র সিংহাসনে আরোহণ করার পর পরই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন দিয়ে তার সামরিক অভিযানের সূচনা হয়। সাময়িক সফলতা লাভ করার পর নিজ সামরিক সক্ষমতার উপর আত্মবিশ্বাস অর্জন করায় ভারত আক্রমণের সংকল্প করেন। তার জীবদ্দশায় সর্বমোট সতের বার ভারত আক্রমণ করেন। তার  ভারত অভিযান শুরু হয় ১০০০ সালে এবং ১০২৬ পর্যন্ত বার বার ভারত আক্রমণ করেন।

সুলতান মাহমুদ ১০০০ সালে সীমান্তবর্তী অঞ্চলে অভিযানের মাধ্যমে ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের সূচনা হয়। এই অভিযানে খাইবার গিরিপথ অতিক্রম করে ভারতে অভিযান পরিচালনা করেন এবং সফলতা লাভ করেন। এর মাধ্যমে সুলতান মাহমুদের সফলতার যে ভিত রচিত হয় তার ধারাবাহিতায় ১৭ বার ভারতে অভিযান করেন এবং প্রত্যেকবারই সাফল্য লাভ করেন।

সুলতান মাহমুদ
সুলতান মাহমুদ
Source: Epic World History – Blogger

প্রথম অভিযানের অল্পকাল পরেই জয়পালের দুঃশাসনের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে তাকে পরাজিত করেন এবং ধনদৌলত লাভ করেন। তৃতীয় ও চতুর্থ অভিযান প্রেরণ করেন ১০০৪ সালে ভীর এবং ১০০৬ সালে মুলতানের বিরুদ্ধে, উভয় যুদ্ধেই সুলতান মাহমুদ জয় লাভ করেন । এর পর একে একে ১০০৮ সালে আনন্দ পাল, কাংরা, নগরকোট, ১০০৯ সালে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ,   ১০১৪ সালে খানেশ্বর, ১০১৮ সালে কৌনজ ও মাথুরার বিরুদ্ধে এবং ১০২০ সালে গোয়ালিয়র ও কালিঞ্জরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভারত অভিযান হল ১০২৬ সালে সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা। আর জাঠদের বিরুদ্ধে ১০২৭ সালের অভিযানের মধ্যদিয়ে ভারতে তার অভিযানের সমাপ্তি সংঘটিত হয়।

সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির অভিযান

সুলতান মাহমুদ ভারতে যে অভিযানের জন্য বিখ্যাত এবং একই সাথে সমালোচিত বা বিতর্কিত হয়ে আছেন সেটি হল সোমনাথ মন্দির বিজয়। সোমনাথ মন্দিরটি কাথিয়াবাড়ের পশ্চিম উপকূলে অবস্থিত ছিল। সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরের ধন-দৌলত ও ঐশ্বর্যের সংবাদ পেয়ে এটি বিজয়ের ইচ্ছা পোষণ করেন। এজন্য তিনি বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে সোমনাথের দিকে অগ্রসর হন। তার অগ্রসর হওয়ার সংবাদ পেয়ে গুজরাটের রাজাসহ বেশ কয়েকজন  রাজপুত রাজা ও অসংখ্য রাজপুত সৈন্য সুলতান মাহমুদকে প্রতিরোধ করার জন্য কৃত-সংকল্পবদ্ধ হন। কিন্তু সুলতান মাহমুদের সামনে কোন বাধাই টিকতে পারল না। সুলতান মাহমুদের সাথে প্রতিপক্ষের তুমুল যুদ্ধ বাধে কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল রাজপুত পরাজিত ও নিহত হয়। এতে প্রায় পাঁচ হাজারের অধিক রাজপুত নিহত হয়। ফলে সুলতান মাহমুদ জয়লাভ করে এবং সোমনাথ মন্দিরের প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দেয়।

সোমনাথ মন্দির অভিযান
সোমনাথ মন্দির অভিযান
Source: heveblog – WordPress.com

এই মন্দির হতে তিনি প্রভূত ধন সম্পদ লাভ করেন, এই সম্পদের মধ্যে শুধু স্বর্ণের পরিমাণই ছিল প্রায় চল্লিশ মণ। কথিত আছে সুলতান মাহমুদ যখন মন্দিরের প্রতিমা ধ্বংস করছিলেন এর পূর্বে ব্রাহ্মণ রাজা প্রতিমা না ভাঙ্গার জন্য প্রচুর পরিমাণ ধন সম্পদ দিতে সম্মত হন কিন্তু সুলতান মাহমুদ এসব প্রত্যাখ্যান করেন। এর পিছনে সুলতান মাহমুদের বক্তব্য ছিল – ইতিহাস আমাকে প্রতিমা ব্যবসায়ীর চেয়ে প্রতিমা ধ্বংসকারী হিসেবে মনে রাখুক। তবে এ বক্তব্যের বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে তিনি যে সোমনাথ মন্দিরের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং লুণ্ঠন করেছেন তা সত্য।

সুলতান মাহমুদ কেন বার বার ভারত আক্রমণ করেন  

একক কোন নির্দিষ্ট কারণে সুলতান মাহমুদ বার বার ভারত আক্রমণ করেন নি। এর পেছনে নানাবিধ কারণ বিদ্যমান। যদিও অনেকেরই ধারনা যে সুলতান মাহমুদ কেবল ভারতের ধন-সম্পদ লুণ্ঠন ও হিন্দু ধর্মের ধ্বংস করার উদ্দেশ্যেই ভারত আক্রমণ করেছন। তবে  আধুনিক ঐতিহাসিক-গন এ-মতবাদকে এক পাক্ষিক ও সংকীর্ণ ইতিহাস বলে আখ্যায়িত করেন। তাদের মতে সুলতান মাহমুদের ভারত আক্রমণের পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল মুখ্য।

কেননা সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করার পূর্বেই রাজপুত-হিন্দু রাজাদের সাথে গজনবীর কর প্রদানের মত বেশ কিছু চুক্তি বিদ্যমান ছিল। কিন্তু সুলতান মাহমুদের সিংহাসনে আরোহণের পর যখন তিনি সাফাবিদ ও অন্যান্য অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমনে ব্যস্ত ছিলেন তখন সুযোগ বুঝে রাজপুত রাজারা সকল চুক্তি অস্বীকার করে এবং সুলতানের আনুগত্য অস্বীকার করে। ফলে বাদ্য হয়ে সুলতান মাহমুদ তাদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন।

তাছাড়াও সুলতান মাহমুদ যখন অভ্যন্তরীণ সকল বিদ্রোহ দমন করে তার সামরিক দক্ষতার প্রমাণ দিতে সমর্থ হলেন, তার পর পরই তার সামনে অন্য আরেকটি চ্যালেন্স ছিল তার সামরিক দক্ষতাকে রাজ্যের বাহিরে প্রতিষ্ঠা করা ও তার রাজ্য বিজয়ের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করা। এরই ধারাবাহিকতায় সুলতান মাহমুদ তার সৈন্যবাহিনীকে গড়ে তোলেন এবং ভারত আক্রমণে উদ্বুদ্ধ হন।

সুলতান মাহমুদ গজনবী
সুলতান মাহমুদ গজনবী

সুলতান মাহমুদের ভারত আক্রমণের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল গজনীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন। তখনকার সময়ে ভারত ছিল ধন-সম্পদে পরিপূর্ণ এক সমৃদ্ধ জনপদ। সুতরাং  সুলতান মাহমুদ লক্ষ করলেন যে যদি গজনী ভারতের বিরুদ্ধে সামরিক সফলতা লাভ করতে পারে তা হলে ভারতের ধন সম্পদ সীমিত আকারে হলেও গজনীতে স্থানান্তরিত হবে ফলে এতে গজনীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধিত হবে। এই লক্ষকে সামনে রেখে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন এবং সফলও হন। ফলে  সুলতান মাহমুদ ভারত থেকে বহু ধন সম্পদ গজনীতে নিয়ে যান।

সুলতান মাহমুদের ভারত জয়ের পেছনে তার সামরিক দক্ষতার প্রমাণ ও ইতিহাসে একজন বিখ্যাত বিজেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাও তার অন্যতম প্রধান লক্ষ ছিল। কেননা  তিনি শুধু বিজয় অভিযান ও সফলতা লাভের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, ভারতে কোন স্থায়ী শাসন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেননি। ফলে ভারতে তিনি কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন নি।

যেসব কারণে সুলতান মাহমুদ ইতিহাসে বিখ্যাত

ইতিহাসে সুলতান মাহমুদ বহুমাত্রিক প্রতিভাধর হিসেবেই সমধিক পরিচিত। তিনি একাধারে ছিলেন ধর্মভীরু, বীর যোদ্ধা,দক্ষ প্রশাসক, শিল্পসাহিত্যের পৃষ্ঠপোষক,  ন্যায় বিচারক ও রাজ্য বিজেতা। সুলতান মাহমুদের ধর্মভীরুতা সম্পর্কে বহু কল্প-কাহিনী রচিত হয়েছে। তিনি নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন এছাড়াও প্রচুর নফল নামাজ আদায় করতেন। কথিত আছে তিনি ফরজ-সুন্নত নামায আদায় করার পরও দৈনিক একশত রাকাত নফল নামায আদায় করতেন। তাছাড়াও তিনি নিয়মিত কুরান পাঠ করতেন এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড যথাযথ পালন করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও সর্বদা আল্লাহর উপর আস্থা স্থাপনকারী।

সুলতান মাহমুদ গজনবী
সুলতান মাহমুদ গজনবী

 

এসব গুন থাকার পরও তার যে গুন তাকে সমধিক পরিচিতি এনে দিয়েছে সেটি হল তার সামরিক দক্ষতা। তিনি সমগ্র জীবনই অতিবাহিত করেছেন যুদ্ধ -বিগ্রহের মধ্যে দিয়ে। কেননা সিংহাসনে আরোহণ করে প্রথমেই তাকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্রতী হতে হয় এবং পরবর্তীতে বাহিরের অন্যান্য শত্রুদের মোকাবেলা করতে হয়। এর মধ্যে সামানিদ ও ভারতীয়দের মত প্রশিক্ষিতসব সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা লাভ করতে হয়। তিনি জীবনে যুদ্ধে পরাজয়ের স্বাদ খুব কমই ভোগ করছেন। কেননা মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত ভারতের বিরুদ্ধেই সর্বাধিক যুদ্ধ পরিচালনা করেছেন যেখানে তিনি পরাজয় বরন করেননি বললেই চলে।

সুলতান মাহমুদের সমাধি
সুলতান মাহমুদের সমাধি
Source: eAnswers

সুলতান মাহমুদের আর একটি গুন তাকে মহান করে রেখেছে সেটি হল জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান। তার সময়ে গজনীর দরবার জ্ঞানী -গুনিদের মিলনস্থলে পরিণত হয়। সুলতান মাহমুদ নিজে বিভিন্ন সাহিত্য আলোচনা সভায় উপস্থিত থাকতেন। তার দরবারে শাহনামার রচয়িতা ফেরদৌসি, দার্শনিক ফারাবী, ঐতিহাসিক উৎবী, আখ্যান রচয়িতা বাইহাকী, কবি আলগারী, উজারী প্রভৃতি জ্ঞানী-গুনিদের দ্বারা অলংকৃত ছিল। তাছাড়া  বিখ্যাত আল বিরুনিও তার দরবারে কিছুদিন পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ভারত থেকে বহু মূল্যবান বই-পুস্তক ও পাণ্ডুলিপি তার দরবারের জ্ঞান বিজ্ঞানের পথকে অনেকটা সুপ্রসিদ্ধ করে।

একজন শ্রেষ্ঠ বিজেতা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে গজনীর নেপোলিয়ন বলে আখ্যায়িত করা হয়। তবে নেপোলিয়নের মত সফলতা তিনি লাভ করতে পারেন নি। কেননা তিনি শুধু যুদ্ধের মাধ্যমে রাজ্য জয়ই করেছেন কিন্তু কোন স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন নি। তার বিরুদ্ধে পরধর্ম সম্পর্কে অসহিষ্ণুতার অভিযোগ থাকলেও তা পুরোপুরি সত্য নয়। কেননা তিনি যুদ্ধবিগ্রহ ছাড়া অন্য ধর্মের কোন জনসাধারণের উপর অত্যাচার করেননি । সুলতান মাহমুদের চরিত্রে ভিন্নতা থাকলেও তিনি সাহসী বীর যোদ্ধা হিসেবেই ইতিহাসে সমধিক পরিচিত হয়ে আছেন। তিনি ভবিষ্যতেও সকল বীর যোদ্ধাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

Source Feature Image
Leave A Reply

Your email address will not be published.

124 Comments
  1. Ilnays says

    order micronase 5mg online – oral actos brand forxiga 10mg

  2. Ycepju says

    buy cheap generic methylprednisolone – buy cheap generic fml-forte astelin 10ml generic

  3. Ecrpon says

    clarinex 5mg pill – purchase albuterol inhaler albuterol inhaler

  4. Ohzrlw says

    purchase albuterol pill – purchase advair diskus inhalator online cheap theophylline buy online

  5. Crbobu says

    buy ivermectin online – buy aczone sale cefaclor cheap

  6. vpn coupon code 2024 says

    It’s wonderful that you are getting ideas from this paragraph as well as from our discussion made here.

    Review my homepage vpn coupon code 2024

  7. Pvqxxl says

    purchase zithromax generic – azithromycin without prescription ciplox drug

  8. Uzetlw says

    buy cleocin 150mg pills – cefpodoxime 200mg ca chloramphenicol canada

  9. vpn code 2024 says

    Hello there, just became aware of your blog through Google,
    and found that it is really informative.
    I’m going to watch out for brussels. I will be grateful if you continue this in future.

    Lots of people will be benefited from your writing.
    Cheers!

    my web site; vpn code 2024

  10. Dwszmy says

    order amoxil pills – buy erythromycin 500mg sale cipro 1000mg pill

  11. Fileie says

    buy augmentin 375mg generic – buy augmentin 1000mg generic purchase baycip pills

  12. Owbnfg says

    buy atarax 25mg generic – order nortriptyline 25mg pills buy amitriptyline generic

  13. Nkcehw says

    clomipramine online order – cymbalta cheap buy doxepin pills

  14. Nnuowu says

    buy quetiapine sale – bupron SR pills cheap eskalith generic

  15. Sjanzs says

    buy clozapine 100mg without prescription – order amaryl 1mg online buy pepcid 20mg generic

  16. Awhmtr says

    order zidovudine 300 mg for sale – buy generic zyloprim zyloprim 300mg brand

  17. Zxhycu says

    metformin 500mg tablet – duricef pill buy lincocin 500mg online

  18. Cvwzbv says

    lasix pills – buy generic candesartan 8mg capoten 120mg brand

  19. Mbsqwe says

    acillin oral acillin tablet amoxicillin over the counter

  20. Mukeqg says

    buy metronidazole 200mg online cheap – order terramycin for sale buy zithromax

  21. Mioejy says

    ivermectin 3mg over counter – ciplox 500mg cost order sumycin without prescription

  22. Rtisdz says

    buy valtrex 1000mg pills – order valtrex 500mg generic zovirax order online

  23. NSFW Generator AI says

    Awesome blog post.Really looking forward to read more. Much obliged.

  24. Temporary Fencing says

    Very informative blog post.Really looking forward to read more. Want more.

  25. Iovidz says

    ciplox 500mg sale – buy doxycycline generic erythromycin 250mg usa

  26. Xoxmyf says

    order metronidazole 400mg generic – order terramycin 250mg pills zithromax 500mg cost

  27. temporary fencing says

    I loved your blog post.Really looking forward to read more. Great.

  28. 定點ptt says

    I really like and appreciate your blog.Thanks Again. Will read on…

  29. 外約仙人跳 says

    Fantastic blog post.Really thank you! Awesome.

  30. Rizz GPT says

    Very good blog.Really thank you! Want more.

  31. Mcqaru says

    ciprofloxacin 500mg usa – purchase baycip for sale augmentin 625mg pill

  32. spicy ai says

    Great, thanks for sharing this blog article.Thanks Again. Cool.

  33. Kdgikq says

    order ciprofloxacin 500mg for sale – order myambutol 1000mg without prescription buy augmentin 1000mg pills

  34. kobold ai says

    I really liked your blog. Fantastic.

  35. Rizz AI says

    Looking forward to reading more. Great article post.Much thanks again.

  36. Jtfjqn says

    finpecia oral how to buy propecia forcan for sale

  37. Haojrb says

    cheap ampicillin penicillin online buy amoxicillin generic

  38. casino says

    Hey, thanks for the blog.Thanks Again. Really Cool.

  39. Elkhaj says

    zocor 20mg uk order valtrex 1000mg generic valacyclovir 1000mg tablet

  40. Hebgec says

    dutasteride order purchase ranitidine for sale order ranitidine generic

  41. Sxoadz says

    sumatriptan 25mg generic brand levaquin 250mg levofloxacin ca

  42. 低价学生签证 says

    Really informative article.Thanks Again. Much obliged.

  43. eva cases says

    Awesome blog article. Will read on…

  44. Isuqsb says

    order flomax 0.2mg without prescription buy celebrex pills celebrex uk

  45. ku casino says

    Wow, great blog post.Really thank you! Will read on…

  46. Dpufli says

    nexium 40mg uk buy topamax cheap topamax pills

  47. Bzqwgh says

    meloxicam 15mg oral meloxicam price order celecoxib generic

  48. Gxjbbt says

    metoclopramide 20mg price losartan 25mg for sale cozaar 50mg generic

  49. smash or pass says

    Great blog post.Really looking forward to read more. Want more.

  50. Oepujm says

    buy cheap generic methotrexate order warfarin 2mg online cheap warfarin 2mg canada

  51. Dpokwh says

    get assignments done online academic writers online help with papers

  52. gay ai chat says

    Very good article post.Much thanks again. Keep writing.

  53. nsfw ai chat says

    Very good blog. Great.

  54. Xyaqnh says

    buy inderal 10mg for sale order clopidogrel 150mg pills order plavix 150mg generic

  55. character ai generator says

    Thanks-a-mundo for the blog post.Really thank you! Really Cool.

  56. Eperqg says

    purchase medrol for sale medrol 8 mg without prescription medrol drug

  57. janitor ai says

    This is one awesome article post.Much thanks again. Want more.

  58. casino says

    Say, you got a nice blog post.Really looking forward to read more. Keep writing.

  59. Mblepg says

    buy atenolol 100mg pills order atenolol without prescription buy atenolol 50mg pill

  60. Thank you ever so for you blog article.Thanks Again. Awesome.

  61. Krwyly says

    buy orlistat generic order orlistat generic diltiazem medication

  62. Handmade Children's Headpieces says

    Thanks again for the post. Really Cool.

  63. Lmkwjf says

    chloroquine 250mg uk purchase chloroquine online cheap buy generic chloroquine for sale

  64. Rblvih says

    dapoxetine 90mg cost order cytotec 200mcg generic cytotec over the counter

  65. Vkwxjq says

    where can i buy cenforce cenforce us cenforce pill

  66. Erxqqh says

    buy loratadine tablets buy loratadine without a prescription purchase claritin

  67. Fvrvgk says

    cialis cost cialis savings card tadalafil 10mg brand

  68. Zqnggc says

    desloratadine pills clarinex 5mg usa buy clarinex 5mg for sale

  69. Bcxhmc says

    buy plaquenil 400mg generic buy plaquenil cheap cost plaquenil 400mg

  70. Mfsnkj says

    buy generic triamcinolone order aristocort 10mg online aristocort tablet

  71. Aawuqj says

    vardenafil us levitra generic levitra 10mg cheap

  72. Zgexxo says

    buy pregabalin generic buy lyrica pills order lyrica 150mg

  73. Rjykwb says

    online casino for real money slot machine games online blackjack real money

  74. Hdfblj says

    order generic acticlate acticlate cost buy vibra-tabs online

  75. Vmpexo says

    oral viagra 50mg buy sildenafil 100mg generic buy sildenafil online

  76. Phone Tracker Free says

    Some private photo files you delete on your phone, even if they are permanently deleted, may be retrieved by others.

  77. Whfbvl says

    lasix order online buy lasix online buy furosemide 40mg pill

  78. Ulyzll says

    clomiphene sale clomid 100mg oral order clomiphene 50mg for sale

  79. Ylmoac says

    order gabapentin gabapentin buy online buy gabapentin 800mg generic

  80. Phone Tracker Free says

    How do I know who my husband or wife is chatting with on WhatsApp, then you are already looking for the best solution. Eavesdropping on a phone is much easier than you realize. The first thing to install a spy application on your phone is to get the target phone.

  81. free chatgpt says

    wow, awesome article post.Thanks Again.

  82. luxury room in Nainital says

    Say, you got a nice article post.Thanks Again. Really Cool.

  83. Xisfvs says

    brand synthroid 100mcg cheap levothroid sale levoxyl medication

  84. xparkles says

    Really enjoyed this blog post.Thanks Again. Great.

  85. Tjngzv says

    prednisolone pill order prednisolone 5mg pills buy prednisolone 10mg generic

  86. Kckkcc says

    buy clavulanate tablets augmentin 375mg pills oral augmentin 375mg

  87. ai chat says

    I loved your blog.Much thanks again. Will read on…

  88. Lwcomg says

    buy zithromax medication purchase azithromycin online order azithromycin pill

  89. pulseersport says

    wow, awesome article. Will read on…

  90. Vtyyra says

    buy ventolin 2mg online ventolin 2mg sale albuterol over the counter

  91. Xthfpv says

    purchase amoxicillin pill amoxicillin 500mg us amoxicillin 250mg over the counter

  92. Fortune Tiger says

    I truly appreciate this blog.Really thank you! Awesome.

  93. Xzsyms says

    rybelsus price semaglutide 14mg tablet semaglutide 14 mg price

  94. RPG says

    Major thanks for the blog.Really thank you! Want more.

  95. Hgkstg says

    isotretinoin 20mg us accutane 20mg generic buy accutane pills for sale

  96. Thanks for the article.Thanks Again. Fantastic.

  97. Ufpayg says

    buy rybelsus 14mg for sale buy generic semaglutide semaglutide uk

  98. Isqysc says

    prednisone 20mg oral deltasone 20mg drug oral deltasone 5mg

  99. alleppey resorts kerala says

    Thanks for sharing, this is a fantastic post.Much thanks again. Keep writing.

  100. Gomwct says

    serophene pills clomid pill clomiphene order online

  101. Hccjwc says

    tizanidine uk order tizanidine 2mg order tizanidine 2mg pill

  102. Lcxkub says

    synthroid 100mcg cheap buy synthroid for sale synthroid pill

  103. Towztg says

    buy augmentin 625mg sale amoxiclav over the counter

  104. Liidxf says

    buy albuterol without prescription buy antihistamine pills purchase albuterol online

  105. Efqyyj says
  106. Helmsman Crystal says

    Thanks again for the blog article.Much thanks again. Much obliged.

  107. Pygmalion ai says

    Thanks again for the blog article.Really thank you! Want more.

  108. C作业代做 says

    Im thankful for the article post.Really looking forward to read more. Cool.

  109. Nhfqkf says

    order prednisolone 5mg pills buy omnacortil 20mg without prescription buy generic omnacortil 40mg

  110. 皇冠登2 says

    Major thankies for the blog post.Much thanks again. Really Great.

  111. Jydhht says

    lasix 100mg price buy generic lasix 40mg

  112. Lvtxjv says

    azipro over the counter purchase azithromycin generic order azipro 500mg online

  113. Ztdawa says

    neurontin 600mg brand buy neurontin 800mg online cheap

  114. Ghhymf says

    buy sleeping pills online uk buy melatonin without a prescription

  115. Vejzdj says

    order amoxicillin 250mg pill buy amoxicillin tablets cheap amoxil generic

  116. undress vip says

    Great, thanks for sharing this blog post.Really thank you! Really Great.

  117. Bwfflv says

    order absorica generic order accutane generic purchase absorica sale

  118. Sklufj says

    prescription h2 blockers list buy generic zyloprim 300mg

  119. Dozbaa says

    best cure for teenage acne deltasone 10mg cost strongest non prescription acne treatment

  120. Gyicze says

    acidity tablets name in india buy avapro without a prescription

  121. Ywshwr says
  122. Lkwnbw says

    sleep medication prescription online meloset 3mg generic

  123. Opvcbu says

    best allergy medication for itching best non prescription allergy medication best allergy pill

  124. Md Apel mahmud says

    আপনাদের লেখায় অনেক গ্যাপ আছে। সুলতান মাহমুদ রাজ বিস্তারের জন্য ভারত অভিযান করেননি কিংবা সম্পদ লুষ্ঠনও তার উদ্দেশ্য ছিল না। মুলত ইসলামকে পুনরুজ্জীবিত করতেই তিনি ভারতে অভিযান পরিচালনা করেন।ভারতে মুসলমানরা তখন নির্যাতিত। তিনি ভারতে কোন স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারেন নি কেননা সেলজুকী বাহিনী, আলফতোগীন, এলিক খান প্রমূখ মুসলিম শত্রৃরা তাকে ভারতে স্থায়ী সাম্রাজ্য গড়ার সুযোগ দেয়নি। ইতিহাসে ইসলামের যে সেবা তিনি করেছিলেন সেগুলোকে উপেক্ষা করে ইতিহাস তাকে লুষ্ঠনকারী হিসেবে চিহ্নিত করেছে যা সম্পূর্ণ অবিচার। সেমানাথ মন্দিরে মুসলমান তরুন/তরুনীদেরকে বলি দেয়া হতো শিবের পায়ে। সেই শিবকে হিন্দুরা মুসলমানদের কাবার মত পবিত্রজ্ঞান করতে। সুলতান মাহমুদ শিব মুর্তি ভেঙ্গে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করেছিলেন। সোমনাথ যুদ্ধ ছিল হিন্দু ও মুসলমানদের আদর্শি ক লড়াই। ধন সম্পদের লোভে সুলতান এই যুদ্ধ পরিচালনা করেননি। কারণ এই অভিযানে তাকে এমন কঠিক মরুভুমি পার হতে হয়েছিল যা কোন ক্ষমতালিপ্সু, যুদ্ধবাজ লুন্ঠনকারীর দ্বারা সম্ভব নয়। তাছাড়াও অনান্য যুদ্ধও বিন কাসিমের চেতনায় উজ্জীবিত হয়ে পরিচালনা করেছিলেন যিনি এই উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক ইতিহাস পর্যালোচনা করে আপনাদের লেখাকে আরো সমৃদ্ধ করেন।

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More