আসছে মাইক্রোসফট এআই পিসি

চলতি সপ্তাহেই বিল্ড কনফারেন্সে কপাইলট+ পিসি চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতার সঙ্গে সমন্বিত কম্পিউটারে নতুন একটি মাত্রা যোগ করবে।

প্রতিদিনের কম্পিউটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আনতে এই ঘোষণা আগে থেকেই মাইক্রোসফটের দেওয়া প্রতিশ্রুতির বিষয়কেই আলোকপাত করেছে।

আরবিসি ক্যাপিটাল মার্কেটস সফটওয়্যার ইক্যুইটি বিশ্লেষক ঋষি জালুরিয়া ও ইউএস এআই অ্যান্ড সফটওয়্যার রিসার্চের ম্যাকুয়েরি প্রধান ফ্রেডরিক হ্যাভমেয়ার মার্কেট ডমিনেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

পড়ুন: দৃশ্যপট ‘বদলে’ দেবে মাইক্রোসফট এআই পিসি

ঋষি জালুরিয়া এই এআই পিসিগুলোর সম্ভাব্য প্রভাবের ওপর গুরুত্বারোপ করেছিলেন। তিনি বলেন, “আমি মনে করি এসব এআই পিসির প্রবর্তন প্রকৃত অর্থে সেখানকার সব জ্ঞান কর্মীর হাতে জেনারেটিভ এআই পেতে সত্যিই বড় একটি গেম চেঞ্জার হতে চলেছে।”

Comments are closed, but trackbacks and pingbacks are open.

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More