প্রেমে পড়ার প্রথম কয়েক মাস বেশ আনন্দেই কেটে যায়। এ সময়টায় উভয়ই থাকে মায়ার জালে আবদ্ধ যা পরস্পরের দোষ-ত্রুটিগুলো ঢেকে রাখে। কিন্তু যখন এ মায়া কেটে যায় তখন ধীরে ধীরে এসব চোখে পড়তে শুরু করে। আর এ সময়টিতেই মানুষ অবচেতন মনে এমন কিছু ভুল করে ফেলে (subconscious habits) যা ভাঙ্গন সৃষ্টি করে সম্পর্কে, হয়ে যায় ব্রেক-আপ। ভালবাসার সম্পর্ক ভাঙ্গন রক্ষায় অবশ্যই…