বর্গী হানার গল্প
১৭৩৯ সালে গিরিয়ার যুদ্ধে সবে সরফরাজ খানকে পরাজিত করেছেন নবাব আলীবর্দী খান। তখনকার বাংলায় মারাঠা বর্গীর আক্রমণ ছিল সবচেয়ে আতঙ্কের। এই কারণে খোকা ঘুমাল, পাড়া জুড়াল/ বর্গী এলো দেশে,/ বুলবুলিতে ধান খেয়েছে/ খাজনা দেবো কীসে?- ঘুমপাড়ানি ছড়া এখনও প্রসিদ্ধ।
১৭৪২-১৭৫১ সালের মধ্যে মারাঠারা বারবার বাংলা আক্রমণ চালায়। মারাঠাদের লক্ষ্য ছিল মুঘল সম্রাটের কাছে জমা না পড়া চৌথ (ফসলের এক-চতুর্থাংশ কর) আদায়। বাংলার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, রাজশাহী, হুগলি ও নদিয়া এবং বিহারের রাজমহলসহ আরও বেশ কয়েকটি অঞ্চলে তারা লুটপাট তো করেই। সেই সঙ্গে এখানকার বহু নারীকে তারা ধর্ষণ করে। প্রায় ৪ লাখ নিরীহ বাঙালিকে হত্যা করে মারাঠারা। তাদের অত্যচার থেকে বাঁচতে নবাব আলীবর্দী খান মাসিক ১২ লাখ টাকার বিনিময়ে মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.