বিশ্বের সবথেকে জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পটিফাই এর নাম শুনে নাই এরকম মিউজিকপ্রেমি মানুষ কমই আছে। কিন্তু বাংলাদেশে থেকে আপনি এই অ্যাপ ব্যবহার করবেন তো দূরের কথা প্রে-স্টোরে সার্চ করেই পাবেন না যদি না আপনি ভিপিএন ইউজ করেন। সাধারনত তাদের প্রিমিয়াম এপ ব্যবহার করতে হলে আপনাকে প্রত্যেক মাসে ৯.৯৯ ডলার গুনতে হবে। এত টাকা খরচ করে আমার মত গরীবের পক্ষে গান শোনা সম্ভব না। তাই বলে Spotify এর গান শোনার বিলাসিতা ছেড়ে দেইনি। গুগলে সার্চ করলাম দেখলাম আমার মত অনেকেই আছে যারা ফ্রিতে Spotify এর গান শোনাছে। আসুন দেখি কিভাবে আমরা ফ্রিতে অ্যাপটি ব্যবহার করতে পারি।
প্রথমেই এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন। ইনস্টলের সময় অ্যাপের সিকিউরিটি পারমিশন চাইলে Unknown Source অন করে দিন। ইন্সটল হয়ে গেলে সাইনাপ করে নিন অথবা লগ-ইন করুন। যেহেতু এটি একটি মড অ্যাপ সেক্ষেত্রে আপডেট চাইলে দেয়ার দরকার নেই। অফলাইন ডাউনলোড দিতে পারবেন না। আনলিমিটেড শাফল করুন, গান সার্চ করে গান শুনুন। কোন সমস্যা থাকলে কমেন্টে জানাবেন।
order levaquin 500mg sale order levofloxacin 500mg without prescription