ট্রান্স সাইবেরিয়ান রেলপথ: বিস্ময়কর এক রেলপথের আদিঅন্ত

89

তুষার ঢাকা অথবা সূর্যস্নাত বিস্তীর্ণ তৃণভূমি ও সারি সারি পাইন এর বন, গোবি মরুভূমির চোখ ঝলসানো রূপ আর চীনের মহাপ্রাচীর-ট্রান্স সাইবেরিয়ান রেলপথে ভ্রমণ জীবনের সমস্ত অভিজ্ঞতা আর সৌন্দর্যানুভূতির পূর্ণতা এনে দিতে যেন সদা প্রস্তুত। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক যা রাশিয়ার দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে। ৯২৮৯ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি দুটি শাখার মাধ্যমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকে ও যুক্ত করেছে। ১৯১৬ সাল থেকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ মস্কোকে ভ্লাদিভস্টক এর সাথে সংযুক্ত করেছে এবং এখনো পর্যন্ত এই রেলপথটিকে বর্ধিত করা হচ্ছে। বর্তমানে এটি ভ্লাদিভস্টক থেকে আরো ১৫২ কিলোমিটার বর্ধিত হয়ে ভ্লাদিভস্টক এর সাথে নাখোদকা পোর্ট স্টেশনকে সংযুক্ত করেছে।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

ট্রান্স সাইবেরিয়ান রেলপথটিকে প্রায়ই রাশিয়ার প্রধান আন্তঃমহাদেশীয় রেলপথটির সাথে জড়িয়ে ফেলা হয় যা রাশিয়ার ইউরোপ ও এশিয়া অংশের ছোট বড় শত শত শহরকে যুক্ত করেছে। অন্যদিকে, ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি মস্কোর সাথে পূর্ব সাইবেরিয়ার দূর্গম অঞ্চল সমূহকে যুক্ত করেছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথটি আটটি টাইম জোন অতিক্রম করেছে।

মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ source: brickerz.blog

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের প্রধান লাইনটি মস্কো থেকে শুরু হয়ে সাইবেরিয়ার দক্ষিনাঞ্চল হয়ে ভ্লাদিভস্টক পর্যন্ত গিয়েছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের প্রধান লাইন থেকে দ্বিতীয় আরেকটি রেলপথ, ট্রান্স-মাঞ্চুরিয়ান শাখা সাইবেরিয়ার সাথে চীনের মাঞ্চুরিয়া ও বেইজিং কে যুক্ত করেছে। বৈকাল হ্রদের ১০০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তার্সকায়া থেকে শুরু হয়ে ট্রান্স-মাঞ্চুরিয়ান দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে গিয়ে চীনের দক্ষিন-পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রবেশ করেছে, যেখান থেকে একটি রূট বেইজিং কে যুক্ত করেছে। এই রুটটি চীন থেকে পুনরায় বের হয়ে ভ্লাদিভস্টকের উত্তরে আবার সাইবেরিয়ায় এসে সংযুক্ত হয়েছে। এই রেলপথটিই ভ্লাদিভস্টকের সবচেয়ে সংক্ষিপ্ত ও পুরাতন রেলপথ। এই রেলপথটি একদিক দিয়ে চীনে প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হয়ে পুনরায় রাশিয়ায় ফিরে আসা সত্বেও এই লাইনে কোনো গমন-নির্গমন যাত্রিসেবা নেই। কিন্তু তা সত্বেও এই পথে চীন ও রাশিয়ার অনেক যাত্রীরা যাতায়াত করে থাকেন।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের তৃতীয় সংযুক্ত রেললাইন টি ট্রান্স-মঙ্গোলিয়ান রেলওয়ে যা বৈকাল হ্রদের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে মস্কোর সাথে মঙ্গোলিয়া হয়ে চীনের বেইজিং কে যুক্ত করেছে। মূল রেললাইনের কাজ সমাপ্ত হওয়ার প্রায় পাঁচ দশক পরে ১৯৯১ সালে, চতুর্থ একটি রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথে যুক্ত হয় যা “বৈকাল-আমুর মেইন লাইন” নামে পরিচিত। এই লাইনটি বৈকাল হ্রদ থেকে কয়েকশ মাইল পশ্চিমে তাইশেত থেকে শুরু করে বৈকাল হ্রদ ও তার সর্ব উত্তরের অঞ্চল সমূহকে যুক্ত করেছে।এই রেলপথটি আমুর নদী পার হয়ে তাতার সমভূমিতে এসে শেষ হয়েছে। এছাড়া ২০১১ সালে, ট্রান্স সাইবেরিয়ান রেলপথের খাসান অঞ্চল থেকে একটি ট্রেন উত্তর কোরিয়ায় প্রথম যাত্রা করে।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তৈরির ইতিহাস ও নির্মাণ কার্য

রাশিয়ান সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ইতিহাসে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের গুরুত্ব অপরিসীম। ১৯ শতকের শেষের দিকে, সাইবেরিয়া সহ রাশিয়ার পূর্বাঞ্চলীয় দূরবর্তী স্থান গুলোতে দুর্বল যাতায়াত ব্যবস্থার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছিলো। “গ্রেট সাইবেরিয়ান রুট” ছাড়া ঐ সময় চাকা যুক্ত যান চলাচলের উপযোগী কোনো রাস্তা ছিলোনা। ফলে বছরের প্রায় পাঁচ মাস নদী পথই ছিলো একমাত্র ভরসা। বছরের প্রায় অর্ধেক সময় শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়ায় টানা স্লেজ গাড়িতে করে পণ্য আনা-নেয়া ও যাত্রীবহনের কাজ করা হতো। ফলে, ধীর গতির ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চল সমূহের সমস্যা কেবল দীর্ঘায়িত হচ্ছিলো। এরপর বিভিন্ন আলোচনা-পর্যালোচনার পর ১৮৯১ থেকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কাজ পুরুদমে শুরু হয়।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কাজ তদারকি
ট্রান্স সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কাজ তদারকি source: wikipedia

১৮৯১ সালে তৎকালীন জার, আলেক্সান্ডার(III)ট্রান্স সাইবেরিয়ান প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই নির্মাণ কাজের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তৎকালীন সোভিয়েত অর্থমন্ত্রী সার্জেই উইট। রেললাইনটির নির্মাণ কার্য শুরু হয় দুই প্রান্ত থেকে, অর্থাৎ মস্কো ও ভ্লাদিভস্টক- উভয় প্রান্ত থেকে। ১৮৯১ সালের মে মাসে, জারপুত্র জারেভিচ নিকোলাই আলেক্সান্দ্রোভিচ(পরবর্তীতে জার নিকোলাস II) ভ্লাদিভস্টকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনটি ধাপে , দশ বছরের মধ্যে রেললাইন এর নির্মাণ কাজ করার শেষ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথম ধাপে ছিলো নকশা চূড়ান্ত করণ ও পশ্চিম সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কার্য সম্পাদন যার দৈর্ঘ্য ছিলো, চেলিয়াবিন্সক থেকে অব নদী পর্যন্ত (১৪১৮ কি.মি.), অব থেকে আরকুস্ক পর্যন্ত সেন্ট্রাল সাইবেরিয়ান রেলওয়ে (১৮৭১কি.মি.) এবং ভ্লাদিভস্টক থেকে গ্রাফস্কায়া স্টেশন পর্যন্ত দক্ষিণ উসূরি রেলওয়ে (৪০৮কি.মি.)। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি অংশের কাজ শেষ করা হয়।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের নির্মাণ ব্যয় বহন করা হয় ঋনের মাধ্যমে ও ট্যাক্স বৃদ্ধি করে। রেলপথের নির্মাণ কাজ এতো দ্রুত হচ্ছিল যে প্রায় সময়ই ঠিকভাবে এর তদারক করা সম্ভব হতো না। ফলে, স্লিপার তৈরিতে অনেক সময় অপরিপক্ক গাছ ব্যবহার করা হতো। এছাড়া বিশাল এক শ্রমিক বাহিনীকে নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো। ফলে, অনেক টাকা-পয়সা লুটপাট ও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সীমাহীন পর্বত চূঁড়া, নদী-নালা, বনভূমি আর বিস্তীর্ণ জলাশয়, কনকনে ঠান্ডা-সব ছাঁপিয়ে প্রস্তুত হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

বৈকাল হ্রদের তীর ঘেঁষে রোড টানেল
বৈকাল হ্রদের তীর ঘেঁষে রোড টানেল

মস্কোর ইয়ারোস্লাভ স্টেশনটি উন্মোক্ত হয় ১৯০২ সালে এবং ১৯০৩ সালের গ্রীষ্মকালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি যাত্রা শুরু করে। বৈকাল হ্রদ এর দক্ষিণ প্রান্তে তখনো রেল লাইনের সংযোগ সম্পন্ন না হওয়ার ফলে “বৈকাল ফেরি” নামক একটি ফেরির সাহায্যে হ্রদ পার হয়। কিন্তু ওই বছরেই ৩৩টি টানেল ও একশোর ও বেশি সংযোগ সেতুর সাহায্যে রেললাইনের কাজ শেষ করা হয়।
মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত কাজ সমাপ্ত হওয়ার পর চীনের মাঞ্চুরিয়া পর্যন্ত ট্রান্স-মাঞ্চুরিয়ান রেলপথের কাজ শুরু হয়। রুশো-জাপানিজ যুদ্ধে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এর কিছু সীমাবদ্ধতার কারণেই যুদ্ধে রাশিয়ার পরাজয় হয়।

সিঙ্গেল ট্র্যাক থাকায় শুধুমাত্র একমুখীট্রেন চলাচলের ফলে রাশিয়ান সৈন্যদের জন্য প্রয়োজনীয় রশদ সংগ্রহে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রেলপথ দিয়েই বিপুল পরিমান পণ্যসামগ্রী গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো। ১৯৪১ সালের মার্চ পর্যন্ত জার্মানির জন্য গড়ে প্রতিদিন প্রায় ৩০০ টন পণ্য সামগ্রী পরিবহন করা হতো। এই সময় বিপুল সংখ্যক ইহুদি ও নাৎসি বিরোধীরা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ধরেই ইউরোপ এ পালিয়ে আসে। কিন্তু ১৯৪১ সালের ২২শে জুনের পর থেকে এই চিত্র পালটে যায়। সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পর, জার্মানি রাশিয়ার এই বানিজ্য পথটিও অচল করে দেয়। তবে যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের গুরুত্ব অস্বীকার করা যায় না।

ট্রান্স সাইবেরিয়ান রুটে প্রথম ট্রেন
ট্রান্স সাইবেরিয়ান রুটে প্রথম ট্রেন source: wikipedia

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের বর্তমান চিত্রঃ

ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ওই সময়ে শুধু মাত্র রাশিয়া নয় বরং সারা বিশ্বের মধ্যেই একটি বিস্ময়কর ও বড়মাপের প্রজেক্ট ছিলো। এমনকি ১০০ বছর পরে এসেও ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি ইউরোপ ও এশিয়াকে যুক্ত করার মাধ্যমে এর মুল উদ্দেশ্য সাধন করে যাচ্ছে। বর্তমানে ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি একটি শক্তিশালী ডাবল ট্র্যাকের বিদ্যুৎ চালিত রেলপথ যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ কিলোমিটার।

 

তুষার ঢাকা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
তুষার ঢাকা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ source: nikatv.ru

এছাড়া, পূর্বদিকে সাইবেরিয়ার সীমান্তবর্তী স্টেশন খাসান থেকে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার রেলপথের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে এবং পশ্চিমে রাশিয়ার বন্দর সমূহ ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পার হয়ে ইউরোপের সাথে সংযুক্ত হয়েছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি শুধুমাত্র নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেই নয়, আকর্ষণীয় একটি পর্যটন স্থান এবং অনেকে জীবনে একবার অন্তত এই পথে ভ্রমনের স্বাদ নিতে চায়।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথে ভ্রমনঃ

ট্রান্স সাইবেরিয়ান রেলপথে ভ্রমন করা অনেকের জন্য রীতিমত স্বপ্নের ব্যাপার। এর কারণ মূলত শুধুমাত্র একটি ট্রেন ব্যবহার করে এটি পৃথিবীর দীর্ঘতম রেল ভ্রমন। তিনটি ট্রান্স সাইবেরিয়ান রেলপথের মধ্যে, মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত ৯২৫৮ কিলমিটার পথ অতিক্রমে এর সময় লাগে ৭ দিন। পৃথিবীর সর্ববৃহৎ দেশটির বৈচিত্র্যময় ভূ-প্রাকৃতিক দৃশ্য উপভোগ ও বিস্ময়কর অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রান্স সাইবেরিয়ান রেলপথের জুড়ি নেই।

ট্রান্স মঙ্গোলিয়া রুটে গোবি মরুভূমির দৃশ্য
ট্রান্স মঙ্গোলিয়া রুটে গোবি মরুভূমির দৃশ্য source: Pinterest

ট্রান্স সাইবেরিয়ান রেলপথে ভ্রমনের সবচেয়ে বড় আকর্ষণ মূলত রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্য। ছবির মত গ্রাম, দিগন্ত বিস্তৃত বরফ ছড়ানো খোলা মাঠ, ঝলমলে দেবদারুর সারি, সার বাধা বার্চ ও পাইনের বন- সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারনা হয়। এছাড়া ট্রান্স-মাঞ্চুরিয়ান ও ট্রান্স মঙ্গোলিয়ান রুট যুক্ত করেছে আরো নতুন কিছু অ্যাডভেঞ্চার। ট্রান্স-মঙ্গোলিয়ান রুটে ভ্রমনের সময় চোখ জুড়াবে গোবি মরুভূমির ঢেউ খেলানো বালুময় প্রান্তর। কখনো বা তার সাথে যোগ হবে অবাধ, স্বাধীন মঙ্গোলিয়ান ঘোড়া বা উটের পাল। ট্রান্স-মাঞ্চুরিয়ান রুটে দোলায়মান বিস্তীর্ণ সবুজ প্রান্তর ছাড়াও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চীনের মহাপ্রাচীর। সব মিলিয়ে, ট্রান্স সাইবেরিয়ান রেলপথে ভ্রমনের অভিজ্ঞতা সত্যিই অতুলনীয় হতে বাধ্য।

Source Feature Image
Leave A Reply

Your email address will not be published.

89 Comments
  1. Oathum says

    desloratadine pills – ventolin 2mg for sale best antihistamine for itchy skin

  2. Rhmepw says

    methylprednisolone 8 mg over counter – fluorometholone where to buy astelin online

  3. Tqhbun says

    buy ventolin 4mg generic – promethazine 25mg generic order theo-24 Cr 400 mg

  4. Icdwrf says

    generic ivermectin – eryc over the counter buy cefaclor online cheap

  5. Ihuwor says

    cleocin cheap – terramycin online buy chloromycetin us

  6. Bjltyx says

    buy zithromax 250mg online – sumycin ca cost ciprofloxacin 500 mg

  7. Arwrjd says

    buy amoxil online – duricef 500mg pills buy ciprofloxacin medication

  8. Csfevt says

    amoxiclav online – buy generic myambutol for sale buy cipro tablets

  9. Umxfbd says

    buy atarax 25mg – buy buspirone 5mg pill order amitriptyline 10mg pills

  10. Johqif says

    generic seroquel – geodon tablet eskalith online buy

  11. Uanyka says

    clomipramine 25mg sale – buy tofranil 75mg generic buy doxepin sale

  12. Lfrrfk says

    clozaril 50mg tablet – buy cheap accupril purchase pepcid pills

  13. Ztzqhz says

    purchase retrovir online pill – irbesartan pill buy generic zyloprim over the counter

  14. Owfxcc says

    glycomet usa – glycomet 500mg tablet buy lincocin 500 mg sale

  15. Vnkrng says

    lasix price – buy cheap generic medex capoten order online

  16. Ztbnpw says

    purchase flagyl generic – cheap amoxil pill zithromax price

  17. Vgtpgy says

    ampicillin online buy purchase amoxicillin how to get amoxil without a prescription

  18. Rklvxn says

    valtrex 1000mg for sale – purchase zovirax sale buy acyclovir 800mg without prescription

  19. Toxubx says

    stromectol 3 mg dosage – order generic ceftin 250mg buy sumycin pills

  20. Rbwjez says

    is ivermectin a prescription drug – buy suprax 100mg for sale order sumycin without prescription

  21. Whlhfm says

    order generic metronidazole 200mg – buy cleocin generic zithromax where to buy

  22. Hbkirt says

    ciprofloxacin sale – cheap doryx online erythromycin pills

  23. Inscreva-se says

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  24. Udihiu says

    baycip ca – cost keflex 250mg buy amoxiclav without prescription

  25. Ommtna says

    buy generic baycip online – bactrim medication amoxiclav without prescription

  26. Wodhgf says

    cost finasteride fluconazole 200mg sale order forcan online cheap

  27. Zfxckx says

    ampicillin pills generic doxycycline buy cheap amoxicillin

  28. Ibdeda says

    dutasteride cost purchase dutasteride generic buy zantac tablets

  29. Yxcjoq says

    simvastatin over the counter simvastatin 20mg over the counter valtrex order

  30. Fkyzxc says

    sumatriptan online buy buy generic levofloxacin order levofloxacin 250mg generic

  31. Oxbqxh says

    buy ondansetron 4mg generic order zofran generic order aldactone 25mg generic

  32. Sfwpuk says

    esomeprazole pill buy nexium purchase topiramate pills

  33. Ltlqdc says

    buy tamsulosin 0.2mg pill celebrex 100mg drug celebrex online order

  34. Vwvfip says

    order generic reglan 10mg purchase maxolon generic losartan uk

  35. Gagjxb says

    brand mobic cost meloxicam 15mg brand celecoxib 200mg

  36. Qxwsam says

    purchase methotrexate pills buy methotrexate 2.5mg order coumadin 5mg

  37. Rlhabp says

    dissertation assistance help writing a paper for college buy a custom essay

  38. Ecofgo says

    buy propranolol tablets plavix 75mg sale order clopidogrel 150mg for sale

  39. Xwwrbe says

    methylprednisolone pills canada depo-medrol online buy methylprednisolone without prescription

  40. Qeqqmk says

    purchase xenical online oral orlistat 120mg buy generic diltiazem online

  41. Wujogi says

    buy glycomet 1000mg pill how to get glucophage without a prescription glycomet us

  42. Iqxkrv says

    dapoxetine 90mg for sale dapoxetine 30mg without prescription misoprostol 200mcg without prescription

  43. Yhosno says

    aralen where to buy chloroquine brand buy chloroquine paypal

  44. Bymvvy says

    purchase claritin without prescription purchase loratadine without prescription buy loratadine sale

  45. Cbwfly says

    order cenforce pill buy cenforce 100mg online cenforce 100mg cost

  46. Tixwys says

    order generic tadalafil 20mg real cialis fast shipping cialis without a doctor prescription

  47. Uuqgdn says

    buy triamcinolone pills for sale triamcinolone order online triamcinolone sale

  48. Fqvebm says

    hydroxychloroquine canada plaquenil us plaquenil canada

  49. Vdiayk says

    lyrica online pregabalin 75mg usa purchase lyrica generic

  50. Vmlkaj says

    vardenafil without prescription buy vardenafil without prescription order vardenafil 20mg sale

  51. Yulbgg says

    online casino usa gambling game no deposit free spins

  52. Wyjpvy says

    buy semaglutide pills rybelsus 14mg pill buy rybelsus 14 mg online

  53. Jorfbb says

    order vibra-tabs generic doxycycline price buy acticlate online cheap

  54. Dmczck says

    sildenafil 50mg order viagra sildenafil 100mg usa

  55. Agssuq says

    lasix for sale online buy furosemide paypal buy furosemide 100mg online cheap

  56. Ahvhhy says

    generic neurontin 600mg brand neurontin 800mg gabapentin 600mg generic

  57. Hmiwau says

    buy generic clomiphene purchase serophene for sale serophene for sale online

  58. Rastrear Celular says

    A tecnologia está se desenvolvendo cada vez mais rápido, e os telefones celulares estão mudando cada vez com mais frequência. Como um telefone Android rápido e de baixo custo pode se tornar uma câmera acessível remotamente?

  59. Sspqkw says

    cheap prednisolone 40mg buy prednisolone 10mg for sale buy omnacortil 5mg pill

  60. Pmdqfz says

    cheap levothyroxine tablets oral levothyroxine buy cheap synthroid

  61. Xszjru says

    buy zithromax without a prescription buy zithromax generic buy zithromax 250mg online

  62. Xcidgt says

    order augmentin 375mg order amoxiclav pills buy clavulanate tablets

  63. Zfjkvb says

    amoxil online brand amoxicillin 250mg amoxil 250mg ca

  64. Ovtoyk says

    buy albuterol 2mg pill albuterol 4mg drug albuterol pills

  65. Ddltga says

    buy semaglutide generic order rybelsus 14mg sale rybelsus 14mg ca

  66. Wnuerj says

    absorica over the counter isotretinoin 40mg generic order accutane 10mg

  67. Rmyipo says

    rybelsus 14 mg pill oral rybelsus 14mg order semaglutide 14mg sale

  68. Umyhrn says

    deltasone online buy deltasone 40mg oral buy prednisone 5mg pill

  69. Koedkt says

    tizanidine order online buy cheap zanaflex tizanidine online buy

  70. Xeavgr says

    clomid pill how to buy clomiphene serophene over the counter

  71. Lidksh says

    levitra 20mg price purchase vardenafil sale

  72. Qbipjl says

    augmentin 375mg uk clavulanate where to buy

  73. Oyicjc says

    cheap ventolin 2mg buy albuterol inhalator cheap albuterol

  74. Ptaymv says

    buy acticlate generic order doxycycline 100mg for sale

  75. Wlzkyj says

    order amoxil 250mg generic buy amoxil generic buy amoxil 250mg sale

  76. Gcpjnz says

    omnacortil 40mg pill buy prednisolone 5mg generic prednisolone online

  77. Ttydum says
  78. Xukhyp says
  79. Gduwap says

    zithromax 500mg price azithromycin 500mg pills purchase azithromycin online cheap

  80. Orejca says

    amoxicillin online buy amoxil 1000mg pills amoxicillin 250mg usa

  81. Ikhkkd says

    order accutane 20mg online cheap order isotretinoin 40mg online buy accutane tablets

  82. Lepwfa says

    which heartburn medicine is best combivir order online

  83. Eihdvd says

    best allergy medicine without antihistamine purchase allegra generic allergy pills for adults

  84. Vjfisp says

    clear skin image pills dapsone tablet medication for persistent adult acne

  85. Egyytm says

    top 10 medicine stomach pain epivir 100 mg sale

  86. Yauxhm says

    buy deltasone 20mg generic prednisone uk

  87. Tamhsr says

    buy sleep medications online melatonin 3 mg usa

  88. Felhzb says

    best nighttime medicine for allergies does benadryl make you sweat common prescription allergy pills

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More