রমজানে প্রয়োজনীয় কিছু ইসলামিক অ্যাপ

2

রমজান মাস শুরু হয়ে গেছে। আমাদের দৈনন্দিন জীবনে রোজার প্রভাব পড়তে শুরু করেছে বেশ ভালভাবেই। বছরের অন্যান্য সময়গুলোর চেয়ে আমরা এখন ইবাদত বন্দেগীতে বেশী মশগুল। রোজার সময় আমাদের জীবনযাপনের পদ্ধতি পালটে যাওয়ায় আমাদের দরকার হয় অনেক জিনিসই। হাতের স্মার্টফোনটিতে কিছু ইসলামিক অ্যাপ স দিয়ে আপনি কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন বা জানতে পারেন নতুন কিছু যা কিনা পরবর্তীতেও ১১ মাস ধরে অভ্যাসে পরিণত হবে। এরকমই কিছু দরকারী অ্যাপস নিয়ে আজকের এই আয়োজন।

APP of RAMADAN: 

রোজার মাঝে সেহরী আর ইফতারের সময়টা আমাদের জানতে হয় সবারই। কাগজে ছাপানো রোজার ক্যালেন্ডার এর চেয়ে হাতের মুঠোয় থাকা এপে যদি আপনি সমইয় জানতে পারেন তাহলে কিন্তু খুবই সহজ হয়। অ্যাপ অফ রমাদান এর কাউন্টডাউন ফিচারের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন সেহরী বা ইফতারের আর কতক্ষণ বাকি আছে। নিচে পরবর্তী সেহরী ও ইফাতারের সময়সূচীও দেওয়া থাকে। সেই সাথে ৫ ওয়াক্ত নামাজের সময়সূচীও জানতে পারবেন এই অ্যাপ এ ।

রোজার পূর্ণাঙ্গ সময়সূচীর সাথে  কুরআনের অডিও, বেশ কিছু সূরার অর্থসহ অনুবাদ রোজা, নামাজ, যাকাত ও ফিতরা সংক্রান্ত হাদীস ও আছে এই অ্যাপে। আপনি রমজানের মাসআলা্‌, দোয়া এবং তাসবীহ এর ফিচারও আছে এই অ্যাপ অফ রমাদানে।

অ্যাপ অফ রমাদান ডাউনলোড করতে পারেন এই ঠিকানা থেকে। অ্যাপটির সাইজ ৩ এমবি।

আল- কুরআন বাংলাঃ

রোজার সময় কুরআনের তেলওয়াত শুনতে চাই আমরা। তার সাথে অনুবাদ থাকলে আরও ভাল হয় আমাদের জন্য। কিন্তু প্লেস্টোরে থাকা বেশীরভাগ অ্যাপই দেখা যায় অডিও ডাউনলোড করে শুনতে হয়। এই ঝামেলায় আমরা অনেকেই যেতে চাইনা। এই এপে তাই সাইজ একটু বড় করে হলেও পুরো কুরআন শরীফের তেলওয়াত দেওয়া আছে। সাথে আছে তাফসীরও।

নামাজ-শিক্ষা- তাওবা নিয়েও জানতে পারবেন এই অ্যাপ থেকে। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।  অ্যাপটির সাইজ ৭৩ এমবি।

আল- হাদিসঃ

রোজার সময় গড়ে তুলতে পারেন হাদীস পড়ার অভ্যাস। পরবর্তীতেও তা সাহায্য করবে। ২৮ হাজারেরও সহীহ হাদিস নিয়ে আল হাদিস এপটি সজ্জিত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ বেশ কিছু হাদিস গ্রন্থের সমন্বয়ে এই অ্যাপ।

প্রতিদিন আপনার শেখার জন্য একটি করে হাদিস দেওয়া হবে। তার ফলে আপনি হাদিসগুলো সম্পর্কে জানতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।  অ্যাপটির সাইজ ৪১ এমবি।

ইসলামিক কথাঃ

ইসলামিক ফাউন্ডেশনের এই অ্যাপটিতে রয়েছে নামাজের সময়, দোয়া, নামাজ শিক্ষা, হাদিস, ছোট সূরা সহ আরও অনেক কিছু। নামাজের পুর্ণাঙ্গ সময়সূচীর সাথে রয়েছে ইসলামিক ভিডিওর সন্নিবেশ।

কিবলার দিক নিয়ে অনেক সময় আমাদের বিভ্রান্ত বা মুসিবতে পড়তে হয়। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি কিবলার দিক নির্ণয় করতে পারবেন। নামাজ শিক্ষার মাধ্যমে নামাজের বিভিন্ন নিয়ম কানুন জানতে পারবেন আপনি।

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।  অ্যাপটির সাইজ ৫ এমবি।

দোআ ও যিকিরঃ

এই অ্যাপে পাবেন প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যাবহৃত হয় এরকম অনেক দোয়া এবং যিকির। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এই অ্যাপে অনেকগুলি দোয়া ও যিকির দেওয়া আছে। তা থেকে আপনি সহজেই আপনার নিত্যদিনের জিকির আজকার করে নিতে পারবেন। ভুলে গেলে অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করতে পারবে এই ঠিকানা থেকে।  এই ইসলামিক অ্যাপ টির সাইজ ২ এমবি।

ইসলামিক কুইজঃ

এই অ্যাপটির মাধ্যমে আমি কুইজের মাধ্যমে ইসলামিক জ্ঞান আহরণ করতে পারবেন সহজেই। বিভিন্ন ধরণের প্রশ্নের মাধ্যমে ইসলামের বিভিন্ন কিছু জিজ্ঞেস করা হয় এই অ্যাপে। ভুল উত্তর হলে সঠিকটি জানিয়ে দেয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনার জন্য রয়েছে পয়েন্ট।

এই ইসলামিক অ্যাপ টির

এই অ্যাপটি আপনি নামাতে পারবেন এই ঠিকানা থেকে। এই ইসলামিক অ্যাপ টির সাইজ ২ এমবি।

মুসলিম প্রোঃ

পুরো বিশ্বব্যাপী মুসলিমদের মাঝে সবচেয়ে বেশী জনপ্রিয় এই অ্যাপে কি নেই। নামাজ রোজার সময়সূচী, কিবলার দিক, কুরআন এর অর্থসহ অনুবাদ, দোয়া , রোজার ট্র্যাকার, যাকাত ক্যালকুলেটর, ওয়ালপেপার সহ আরও অনেক ফিচার আছে এই অ্যাপে।অ্যাপটি লোকেশন বেজড অপশনের উপর নির্ভর করে আপনাকে নামাজ ও রোজার  সঠিক সময়টি বলে দেবে।

প্রতিদিন কুরআনের একটি আয়াত দেওয়া হবে আপনার জন্য। যার মাধ্যমে আপনি প্রতিদিনই একটি নতুন আয়াত সমন্ধে জানতে পারবেন। দোয়াও দেওয়া হয় এই অ্যাপটিতে।

ইসলামিক অ্যাপ

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।  এই ইসলামিক অ্যাপ টির সাইজ ১১ এমবি।

আযানঃ

নামাজের সময় জানা আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ।  নামাজের সময় হলে এই অ্যাপটি আপনাকে মনে করিয়ে দেবে এখন নামাজের সময় হয়েছে। এখানে আপনার লোকেশন বেজড অপশনের উপর নির্ভর করে আপনাকে নামাজ ও রোজার  সঠিক সময়টি বলে দেবে। আপনি কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছেন আর কোন কোন ওয়াক্ত কাজা করেছেন তারও হিসাব রাখতে পারবেন খুব সহজেই। পড়তে পারবেন কুরআনও। তাছাড়াও ইসলাম নিয়ে বিভিন্ন আর্টিকেল পাবেন অ্যাপটিতে। রয়েছে ইসলামিক গ্যালারিসহ, মক্কার লাইভ ভিডিও।ইসলামিক অ্যাপ

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।  এই ইসলামিক অ্যাপ টির সাইজ ৩৩ এমবি।

তাসবিহঃ

তসবি নিয়ে ঘোরার এখন খুব একটা সুযোগ নেই আমাদের। হাতে মোবাইল থাকলে অযথা সময় নষ্ট না করে তাই পড়ে নিতে পারেন বিভিন্ন জিকির আযকার। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনেই তসবীর সকল সুবিধা পাবেন খুব সহজেই। কি জিকির করবেন তার সাজেশনও দেওয়া আছে এই অ্যাপটিতে।

ইসলামিক অ্যাপস

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে। এই ইসলামিক অ্যাপ টির সাইজ ৬ এমবি।

 

পবিত্র এই রমজানে আমাদের জীবন হয়ে উঠুক ইসলামের শান্তির আলোয় আলোকিত। পুরো বিশ্ব সেই আলোয় সকল অন্ধকারকে দূরীভুত করে আবারও সোনালী সকালের স্বপ্নীল বর্ণচ্ছটায় আলোকিত হোক তাই হোক সকলের চাওয়া। ফি আমানিল্লাহ।

 

Leave A Reply
2 Comments
  1. Ziwvxf says

    semaglutide order online – semaglutide 14mg tablet order generic desmopressin

  2. Mzwhat says

    terbinafine online buy – griseofulvin online buy grifulvin v tablets

sativa was turned on.mrleaked.net www.omgbeeg.com

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More